Dhaka শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিচারক সংকটের সঙ্গে লজিস্টিক সমস্যাও আছে : আইন উপদেষ্টা

বান্দরবান জেলা প্রতিনিধি : 

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, বিচার বিভাগে বিচারক সংকট ও লজিস্টিক সমস্যার বিষয়টি সরকার গুরুত্ব সহকারে দেখছে এবং সময়মতো এই সংকট কাটিয়ে উঠা সম্ভব হবে।

শনিবার (১২ এপ্রিল) সকালে বান্দরবানের চিফ জুডিশিয়াল আদালতের অধিগ্রহণকৃত জায়গা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

তিনি বলেন, বিচারক সংকট এবং অবকাঠামোগত সমস্যা রয়েছে, তবে আমরা নতুন করে কাজ শুরু করেছি, নিয়োগ প্রক্রিয়া সময়সাপেক্ষ হলেও অগ্রগতি হচ্ছে। আমাদের সরকার থাকতেই এ সমস্যাগুলো ধাপে ধাপে সমাধান করা হবে।

আইন উপদেষ্টা বলেন, দেশের আদালতগুলোতে বিচারিক মামলার চাপ কমানো এবং দ্রুত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তির উদ্দেশ্যে পারিবারিক আদালতকে প্রাধান্য দিয়ে পারিবারিক আদালতের মামলাগুলো বাধ্যতামূলক সালিসি প্রক্রিয়ায় সম্পাদনের পাশাপাশি অন্য মামলাও একই আদালতের মাধ্যমে নিষ্পত্তির প্রাথমিক চিন্তা করছে সরকার।

আসিফ নজরুল বলেন, পারিবারিক আদালতের মামলাগুলো বাধ্যতামূলক সালিসি প্রক্রিয়ায় ন্যাস্ত করার পাশাপাশি অন্য মামলাও নিষ্পত্তির কাজে ব্যবহার করা গেলে আদালতে মামলার চাপ অনেকটাই কমবে। এই বিষয়টি প্রাথমিকভাবে চিন্তাভাবনা করা হচ্ছে। তবে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, ছেলেরা খেলাধুলা না করলে বিপথে চলে যাবে। তাই ছেলেদের খেলাধুলার স্বার্থে বান্দরবান স্টেডিয়াম সার্বক্ষণিক উন্মুক্ত রাখার পাশাপাশি ক্রিকেট ও ফুটবল সামগ্রী সরবরাহের নির্দেশ প্রদান করেন তিনি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের উপসচিব মোহাম্মদ মেহেদী হাসান, বান্দরবান জেলা ও দায়রা জজ জামিউল হায়দার, নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ জিয়াবুন নাহার, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজউদ্দিন ইকবাল ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তালেবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

বিচারক সংকটের সঙ্গে লজিস্টিক সমস্যাও আছে : আইন উপদেষ্টা

প্রকাশের সময় : ০৩:৪৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

বান্দরবান জেলা প্রতিনিধি : 

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, বিচার বিভাগে বিচারক সংকট ও লজিস্টিক সমস্যার বিষয়টি সরকার গুরুত্ব সহকারে দেখছে এবং সময়মতো এই সংকট কাটিয়ে উঠা সম্ভব হবে।

শনিবার (১২ এপ্রিল) সকালে বান্দরবানের চিফ জুডিশিয়াল আদালতের অধিগ্রহণকৃত জায়গা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

তিনি বলেন, বিচারক সংকট এবং অবকাঠামোগত সমস্যা রয়েছে, তবে আমরা নতুন করে কাজ শুরু করেছি, নিয়োগ প্রক্রিয়া সময়সাপেক্ষ হলেও অগ্রগতি হচ্ছে। আমাদের সরকার থাকতেই এ সমস্যাগুলো ধাপে ধাপে সমাধান করা হবে।

আইন উপদেষ্টা বলেন, দেশের আদালতগুলোতে বিচারিক মামলার চাপ কমানো এবং দ্রুত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তির উদ্দেশ্যে পারিবারিক আদালতকে প্রাধান্য দিয়ে পারিবারিক আদালতের মামলাগুলো বাধ্যতামূলক সালিসি প্রক্রিয়ায় সম্পাদনের পাশাপাশি অন্য মামলাও একই আদালতের মাধ্যমে নিষ্পত্তির প্রাথমিক চিন্তা করছে সরকার।

আসিফ নজরুল বলেন, পারিবারিক আদালতের মামলাগুলো বাধ্যতামূলক সালিসি প্রক্রিয়ায় ন্যাস্ত করার পাশাপাশি অন্য মামলাও নিষ্পত্তির কাজে ব্যবহার করা গেলে আদালতে মামলার চাপ অনেকটাই কমবে। এই বিষয়টি প্রাথমিকভাবে চিন্তাভাবনা করা হচ্ছে। তবে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, ছেলেরা খেলাধুলা না করলে বিপথে চলে যাবে। তাই ছেলেদের খেলাধুলার স্বার্থে বান্দরবান স্টেডিয়াম সার্বক্ষণিক উন্মুক্ত রাখার পাশাপাশি ক্রিকেট ও ফুটবল সামগ্রী সরবরাহের নির্দেশ প্রদান করেন তিনি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের উপসচিব মোহাম্মদ মেহেদী হাসান, বান্দরবান জেলা ও দায়রা জজ জামিউল হায়দার, নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ জিয়াবুন নাহার, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজউদ্দিন ইকবাল ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তালেবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।