নিজস্ব প্রতিবেদক :
‘মার্চ ফর গাজা’ কর্মসূচি মুসলিমদের ঐক্যের এক নতুন সেতুবন্ধন বলে দাবি করেছেন ইসলামিক স্কলার ও বক্তা ড. মিজানুর রহমান আজহারী।
শনিবার (১২ এপ্রিল) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্ট দিয়েছেন তিনি।
পোস্টে তিনি বলেন, আজকের মার্চ ফর গাজা কর্মসূচি নিছক কোনো পদযাত্রা নয়। এটি আমাদের এই অঞ্চলের মুসলিমদের ঐক্যের এক নতুন সেতুবন্ধ রচনা করবে, ইনশাআল্লাহ।
এর আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে একটি পোস্টে মিজানুর রহমান আজহারি বলেন, ‘মজলুম গাজাবাসীর প্রতি সংহতি জানাতে, এ মুহূর্তে আছি ‘মার্চ ফর গাজা’র পথে। মানবতার এ মিছিলে আপনিও আসুন প্রিয়জনদের সঙ্গে নিয়ে।’
এদিকে মিজানুর রহমান আজহারীকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর হাত ধরে সোহরাওয়ার্দীতে প্রবেশ দেখা দেখা গেছে।