Dhaka শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ২

কুমিল্লা জেলা প্রতিনিধি : 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ট্রাক ও কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দু’জন।

বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার পুটিয়া এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাভার্ড ভ্যানের চালক বেলাল হোসেন (৩০)। তিনি টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার দুদু মিয়ার ছেলে। আর ট্রাকের হেলপার ইয়াকুব (৩৫)। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার মোস্তফার ছেলে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি দেওয়ান কাওসিক আহাম্মেদ ও এসআই মনিরুল ইসলাম চৌধুরী জানান, ঢাকাগামী লেনে একটি চাল বোঝাই ট্রাক ও প্লাস্টিক ড্রাম বোঝাই কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও ট্রাকের হেলপার নিহত হন। স্থানীয়রা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তারা আরও জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান পুলিশ হেফাজতে রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

কুমিল্লায় ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ২

প্রকাশের সময় : ০২:০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

কুমিল্লা জেলা প্রতিনিধি : 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ট্রাক ও কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দু’জন।

বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার পুটিয়া এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাভার্ড ভ্যানের চালক বেলাল হোসেন (৩০)। তিনি টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার দুদু মিয়ার ছেলে। আর ট্রাকের হেলপার ইয়াকুব (৩৫)। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার মোস্তফার ছেলে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি দেওয়ান কাওসিক আহাম্মেদ ও এসআই মনিরুল ইসলাম চৌধুরী জানান, ঢাকাগামী লেনে একটি চাল বোঝাই ট্রাক ও প্লাস্টিক ড্রাম বোঝাই কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও ট্রাকের হেলপার নিহত হন। স্থানীয়রা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তারা আরও জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান পুলিশ হেফাজতে রয়েছে।