Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি কোচ থাকছেন না স্টিড

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ২১৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

২০১৮ সালে নিউজিল্যান্ডের তিন ফরম্যাটেই কোচের দায়িত্ব নেন গ্যারি স্টিড। এই লম্বা সময় ধরে ব্ল্যাক ক্যাপসদের হয়ে ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। ২০২১ সালে খেলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। তবে একই বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে তারা। যদিও এই বছর অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে গিয়ে শিরোপা বঞ্চিত হয়েছে।

এসব সুখ-দুঃখের স্মৃতি নিয়ে স্টিড মঙ্গলবার (৮ এপ্রিল) জানিয়ে দিয়েছেন, আর কিউইদের টি-টোয়েন্টি ও ওয়ানডে কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন না। স্টিড আগামী জুনে চুক্তির মেয়াদ শেষ হতেই ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব ছাড়বেন। তার স্থলাভিষিক্ত হতে পারেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রব ওয়াল্টার। তবে টেস্ট ক্রিকেট নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

নিউজিল্যান্ডের দেওয়া বিবৃতিতে স্টিড বলেছেন, ‘আমি এই ভ্রমণ-জীবন থেকে সরে দাঁড়ানোর চিন্তা করছি। ভাবছি ভবিষ্যৎ নিয়ে। এখন আমার বিকল্পগুলোর মূল্যায়ন করছি। অবশ্য কোচিং আমার জীবন থেকে পুরোপুরি শেষ হয়ে যায়নি। তবে সেটা সব ফরম্যাটে আর হেড কোচ হিসেবে হচ্ছে না।’

তার কথায়, ‘আগামী মাসে আমার স্ত্রী, পরিবার ও অন্যদের সঙ্গে আলোচনা করার সুযোগ হবে। বিগত সময়ের মূল্যায়নের ওপর ভিত্তি করে তখনই বুঝতে পারবো টেস্টে কোচিংয়ের জন্য পুনরায় আবেদন করবো কিনা।’

২০১৮ সালে কোচের দায়িত্ব নেওয়ার পর নিউজিল্যান্ডকে সাদা-বলে তিনটি বৈশ্বিক আসরের (২০১৯ বিশ্বকাপ, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি) ফাইনালে তুলেন ৫৩ বছর বয়সী স্টিড। তবে তিনটির কোনোটাতেই দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি এই কোচ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নিউজিল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি কোচ থাকছেন না স্টিড

প্রকাশের সময় : ০৪:০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

২০১৮ সালে নিউজিল্যান্ডের তিন ফরম্যাটেই কোচের দায়িত্ব নেন গ্যারি স্টিড। এই লম্বা সময় ধরে ব্ল্যাক ক্যাপসদের হয়ে ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। ২০২১ সালে খেলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। তবে একই বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে তারা। যদিও এই বছর অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে গিয়ে শিরোপা বঞ্চিত হয়েছে।

এসব সুখ-দুঃখের স্মৃতি নিয়ে স্টিড মঙ্গলবার (৮ এপ্রিল) জানিয়ে দিয়েছেন, আর কিউইদের টি-টোয়েন্টি ও ওয়ানডে কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন না। স্টিড আগামী জুনে চুক্তির মেয়াদ শেষ হতেই ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব ছাড়বেন। তার স্থলাভিষিক্ত হতে পারেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রব ওয়াল্টার। তবে টেস্ট ক্রিকেট নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

নিউজিল্যান্ডের দেওয়া বিবৃতিতে স্টিড বলেছেন, ‘আমি এই ভ্রমণ-জীবন থেকে সরে দাঁড়ানোর চিন্তা করছি। ভাবছি ভবিষ্যৎ নিয়ে। এখন আমার বিকল্পগুলোর মূল্যায়ন করছি। অবশ্য কোচিং আমার জীবন থেকে পুরোপুরি শেষ হয়ে যায়নি। তবে সেটা সব ফরম্যাটে আর হেড কোচ হিসেবে হচ্ছে না।’

তার কথায়, ‘আগামী মাসে আমার স্ত্রী, পরিবার ও অন্যদের সঙ্গে আলোচনা করার সুযোগ হবে। বিগত সময়ের মূল্যায়নের ওপর ভিত্তি করে তখনই বুঝতে পারবো টেস্টে কোচিংয়ের জন্য পুনরায় আবেদন করবো কিনা।’

২০১৮ সালে কোচের দায়িত্ব নেওয়ার পর নিউজিল্যান্ডকে সাদা-বলে তিনটি বৈশ্বিক আসরের (২০১৯ বিশ্বকাপ, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি) ফাইনালে তুলেন ৫৩ বছর বয়সী স্টিড। তবে তিনটির কোনোটাতেই দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি এই কোচ।