ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের বাখুন্ডা এলাকায় একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৩৫ জন ।
মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের জোবায়দা করিম জুট মিলের কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফরিদপুরের নগরকান্দা উপজেলার শিয়ালকান্দি গ্রামের জোয়াত সরদার (৭০), তার সন্তান ইমন সরদার (২২), তালমা গ্রামের ভারতী সরকার (৪০), দীপা খান (৩৪), লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকির পাড়া গ্রামের আজিবর শেখ (৪৫) ও চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ এলাকার আলম শেখ (৪৫)। তাৎক্ষণিকভাবে বাকি এক জনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
মো. নজরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, দ্রুত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। প্রাথমিকভাবে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও হাসপাতালে নেওয়ার পর আরো দুই জন মারা যান।
মাদারীপুর রিজিয়নের হাইওয়ে পুলিশের কন্ট্রোল রুমের দ্বায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা দুপুর বলেন, ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাস বাখুন্ডা জোবায়দা করিম জুটমিলের পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত ৩৫ জন আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা জানান, দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।