Dhaka শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটের চিতলমারীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নারীর মৃত্যু

বাগেরহাট জেলা প্রতিনিধি : 

বাগেরহাটের চিতলমারীতে মাইশা টাওয়ার নামের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে মাইশা টাওয়ার নামের একটি বাণিজ্যিক ভবনে এ আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনীর সদস্যরা অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজে অংশ নেয়। অনিক নামের এক ফায়ার সার্ভিস সদস্য আহত হয়েছেন।

জানা গেছে, ৫তলা বিশিষ্ট ভবনটিতে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়াসহ চারটি ব্যাংকের শাখা, বিভিন্ন কোম্পানির শোরুম, এপার্টমেন্ট রয়েছে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাংকগুলো মোটামুটি অক্ষত রয়েছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে পাঁচতলা থেকে নেমে আসার সময় এক নারী নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এখনো পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।

বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

বাগেরহাটের চিতলমারীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নারীর মৃত্যু

প্রকাশের সময় : ১২:৫৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

বাগেরহাট জেলা প্রতিনিধি : 

বাগেরহাটের চিতলমারীতে মাইশা টাওয়ার নামের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে মাইশা টাওয়ার নামের একটি বাণিজ্যিক ভবনে এ আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনীর সদস্যরা অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজে অংশ নেয়। অনিক নামের এক ফায়ার সার্ভিস সদস্য আহত হয়েছেন।

জানা গেছে, ৫তলা বিশিষ্ট ভবনটিতে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়াসহ চারটি ব্যাংকের শাখা, বিভিন্ন কোম্পানির শোরুম, এপার্টমেন্ট রয়েছে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাংকগুলো মোটামুটি অক্ষত রয়েছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে পাঁচতলা থেকে নেমে আসার সময় এক নারী নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এখনো পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।

বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে।