আন্তর্জাতিক ডেস্ক :
বিশ্বের প্রথম দেশ হিসেবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আগামী সোমবার (৩১ মার্চ) দেশটিতে ঈদ উদযাপিত হবে। শনিবার (২৯ মার্চ) অষ্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল ঈদের এই তারিখ ঘোষণা করেছে।
মূলত ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া। এ বছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল দেশটি। ফতওয়া কাউন্সিল জানিয়েছে, পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবতা ও তথ্যউপাত্ত বিশ্লেষণ করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
কাউন্সিল বলেছে যে, ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয় সূর্যাস্তের আগে চাঁদের জন্ম, সূর্যাস্তের পর চাঁদের সময়কাল এবং চাঁদ দেখার সম্ভাবনার ওপর ভিত্তি করে। এটি এমন একটি পদ্ধতি যা অনেক বিশিষ্ট ও স্বনামধন্য ফতওয়া পরিষদ গ্রহণ করেছে। যেহেতু সূর্যাস্তের পরে নতুন চাঁদের জন্ম হবে, তাই পরের দিনটি শাওয়ালের প্রথম দিন হতে পারে না বলে জানিয়েছে কাউন্সিল।
কাউন্সিলের তথ্য মতে, শনিবার (২৯ মার্চ) রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়াল মাসের চাঁদের জন্ম হবে। কিন্তু দেখা যাবে রোববার (৩০ মার্চ)। ফলে রমজান মাস হবে ৩০ দিনের অর্থাৎ ৩০টি রোজা পূর্ণ হবে। ফলে সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
এই হিসেবে মঙ্গলবার (১ এপ্রিল) বাংলাদেশে ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবকিছু নির্ভর করছে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর।
দুই ক্ষেত্রেই চাঁদের উদয় হবে সূর্যাস্তের পর। যেহেতু নতুন চাঁদ সূর্যাস্তের আগে দেখা যাবে না, তাই শাওয়াল সেদিন থেকে শুরু হতে পারে না।
এই হিসাবে অস্ট্রেলিয়ায় রমজান মাস ৩০ দিনের হবে, শেষ হবে ৩০ মার্চ রোববার।
গালফ নিউজ জানিয়েছে, অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ও অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল যেসব বিষয়ের ওরপর নির্ভর করে রমজানের শেষ ও শাওয়ালের শুরু ঠিক করে, তার মধ্যে আছে- সূর্যাস্তের আগে চাঁদের জন্ম গণনা, সূর্যাস্তের পরে চাঁদ অস্ত যাওয়ার সময়কাল ও চাঁদ দেখা যাওয়া সম্ভাবনা।
বিশ্বের অনেক দেশে এভাবেই ঈদের তারিখ ঠিক হলেও অনেক ইসলামী পণ্ডিত ও ইমামের মধ্যে এ প্রক্রিয়া নিয়ে মতভিন্নতা রয়েছে।
অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইমাম কাউন্সিল ও অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল সব মতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একসঙ্গে কাজ করতে মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
রমজান মাস শেষ হয়ে আসায় ঈদুল ফিতর আয়োজনে প্রস্তুত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতও। ঈদের দিন সকালে দেশটির কয়েকশ মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজের প্রস্তুতি চলছে।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় মাগরিব নামাজের পর আরব আমিরাতে চাঁদ দেখা কমিটির সদস্যরা একত্রিত হবেন; শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে তারা ঈদ রোববার না সোমবার হবে তা ঘোষণা করবেন।
সৌদি আরবের সুপ্রিম কোর্ট ও সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিল দেশদুটির মুসলিমদের শনিবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখতে চেষ্টা করার আহ্বান জানিয়েছ।
কেউ খালি চোখে বা দূরবীনে চাঁদ দেখতে পেলে নিকটস্থ পরিষদ বা কমিটিকে জানানোর আহ্বান জানিয়েছে তারা।