Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

এল শাকিবের ‘চাঁদমামা’, সঙ্গে নুসরাত

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৫৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ২৫৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

‘চাঁদ মামার’ টিজারই ইঙ্গিত দিয়েছিল দুর্দান্ত নাচের গান হতে চলেছে এটি। প্রকাশ হওয়ার পর সেই ধারণা সত্যি হয়েছে। সুপারস্টার শাকিব খানের ঈদের সিনেমা ‘বারবাদের’ আইটেম সং ‘চাঁদ মামা’ প্রকাশ হয়েছে। যে গানে কলকাতার অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে নাচে ঝড় তুলেছেন শাকিব।

৩ মিনিট ৩ সেকেন্ডের গানটি গেয়েছে প্রীতম হাসান, তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান। গানটির কথা ও সুরও প্রীতমের করা।

শুক্রবার (২৮ মার্চ) রাতে আইটেম গানটি মুক্তি পেয়েছে। গানটির টিজারে শাকিবের লুক, কস্টিউম, সেট ডিজাইনের সঙ্গে ওপার বাংলার নুসরাত জাহানের আবেদনময় উপস্থিতি দেখে অনেকের চোখ কপালে উঠেছিল। পুরো গান মুক্তির পর সেই উন্মদনার আগুনে ঘি ঢেলেছেন এই জুটি। গানটির কমেন্ট বক্সে চোখ রাখলে তারই প্রমাণ মেলে।

আকাশ নামে একজন লেখেন, “একেই আইটেম গান বলে। পুরাই বোম।” মনির লেখেন, “হায় হায় ঈদের খেলা তো পুরাই জমাই দিলো। ‘দুষ্টু কোকিল’ ছাড়িয়ে যাবে।” মেহেদী লেখেন, “যে আমি কখনো বাংলা মুভি দেখি না, সেই আমিই এবার হলে বসে বরবাদ দেখব। বরবাদের লুক, ট্রেইলার, গানের ঝলকগুলা দুর্দান্ত।”

তন্ময় হোসেন লেখেন, “এক কথায় অসাধারণ হয়েছে গানটা, সাথে নুসরাত জাহানের ড্যান্স, ‘চাঁদ মামা’ পুরাই হিট। খুব তাড়াতাড়ি এক নম্বর ট্রেন্ডিংয়ে চলে আসবে।” আরেকজন লেখেন, “আগুন জ্বালানো হয়েছে। গান নয়, পুরাই জলন্ত আগুন।” কলকাতা থেকে উজ্জ্বল তালুকদার নামে একজন লেখেন, “কলকাতা থেকে বলছি, সব রেকর্ড ভেঙে দিবে শাকিব খান। ৫০০ মিলিয়ন হবে।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।

এর আগে গত মঙ্গলবার রাতে গানটির কয়েক সেকেন্ডের একটি প্রমো প্রকাশ হয়। যেখানে শাকিব খান ও নুসরাতকে দেখে প্রশংসায় মেতে ওঠে দুই বাংলার দর্শক। তাদের অনেকের মন্তব্য, শাকিবের ‘লাগে উরাধুরা’র মতোই কিছু একটা হয়েছে। এমনকি সেটিকে ছাড়িয়েও যেতে পারে ‘চাঁদ মামা’!

‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন এই যুগল। তা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন শাহরিন আক্তার সুমি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

এল শাকিবের ‘চাঁদমামা’, সঙ্গে নুসরাত

প্রকাশের সময় : ০১:৫৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

বিনোদন ডেস্ক : 

‘চাঁদ মামার’ টিজারই ইঙ্গিত দিয়েছিল দুর্দান্ত নাচের গান হতে চলেছে এটি। প্রকাশ হওয়ার পর সেই ধারণা সত্যি হয়েছে। সুপারস্টার শাকিব খানের ঈদের সিনেমা ‘বারবাদের’ আইটেম সং ‘চাঁদ মামা’ প্রকাশ হয়েছে। যে গানে কলকাতার অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে নাচে ঝড় তুলেছেন শাকিব।

৩ মিনিট ৩ সেকেন্ডের গানটি গেয়েছে প্রীতম হাসান, তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান। গানটির কথা ও সুরও প্রীতমের করা।

শুক্রবার (২৮ মার্চ) রাতে আইটেম গানটি মুক্তি পেয়েছে। গানটির টিজারে শাকিবের লুক, কস্টিউম, সেট ডিজাইনের সঙ্গে ওপার বাংলার নুসরাত জাহানের আবেদনময় উপস্থিতি দেখে অনেকের চোখ কপালে উঠেছিল। পুরো গান মুক্তির পর সেই উন্মদনার আগুনে ঘি ঢেলেছেন এই জুটি। গানটির কমেন্ট বক্সে চোখ রাখলে তারই প্রমাণ মেলে।

আকাশ নামে একজন লেখেন, “একেই আইটেম গান বলে। পুরাই বোম।” মনির লেখেন, “হায় হায় ঈদের খেলা তো পুরাই জমাই দিলো। ‘দুষ্টু কোকিল’ ছাড়িয়ে যাবে।” মেহেদী লেখেন, “যে আমি কখনো বাংলা মুভি দেখি না, সেই আমিই এবার হলে বসে বরবাদ দেখব। বরবাদের লুক, ট্রেইলার, গানের ঝলকগুলা দুর্দান্ত।”

তন্ময় হোসেন লেখেন, “এক কথায় অসাধারণ হয়েছে গানটা, সাথে নুসরাত জাহানের ড্যান্স, ‘চাঁদ মামা’ পুরাই হিট। খুব তাড়াতাড়ি এক নম্বর ট্রেন্ডিংয়ে চলে আসবে।” আরেকজন লেখেন, “আগুন জ্বালানো হয়েছে। গান নয়, পুরাই জলন্ত আগুন।” কলকাতা থেকে উজ্জ্বল তালুকদার নামে একজন লেখেন, “কলকাতা থেকে বলছি, সব রেকর্ড ভেঙে দিবে শাকিব খান। ৫০০ মিলিয়ন হবে।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।

এর আগে গত মঙ্গলবার রাতে গানটির কয়েক সেকেন্ডের একটি প্রমো প্রকাশ হয়। যেখানে শাকিব খান ও নুসরাতকে দেখে প্রশংসায় মেতে ওঠে দুই বাংলার দর্শক। তাদের অনেকের মন্তব্য, শাকিবের ‘লাগে উরাধুরা’র মতোই কিছু একটা হয়েছে। এমনকি সেটিকে ছাড়িয়েও যেতে পারে ‘চাঁদ মামা’!

‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন এই যুগল। তা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন শাহরিন আক্তার সুমি।