Dhaka শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ৯৬ কোটি ৬৭ লাখ টাকার অনুদান

নিজস্ব প্রতিবেদক : 

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে সরকারের দেওয়া শত কোটি টাকার ফান্ড খরচের হিসাব দিয়েছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি জানান, শত কোটি টাকার থেকে এখন পর্যন্ত ৯৬ কোটি ৬৭ লাখ টাকা খরচ হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) সকালে রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানে আহত এবং শহীদদের পরিবারের জন্য এই ফাউন্ডেশন করেছে সরকার।

তিনি বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের সহায়তায় মোট ৯৬.৬৭ কোটি টাকা ৬ হাজার ৩৪১ জন পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৩৭.২৫ কোটি টাকা ৭৪৫ জন শহীদ পরিবারের সদস্যদের মাঝে এবং ৫৯.৪১ কোটি টাকা ৫ হাজার ৫৯৬ জন আহত ব্যক্তির মাঝে দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, প্রতিনিয়ত অনেক ব্যক্তি আন্দোলনে যোদ্ধা না হয়ে বা আন্দোলনে কোনো সম্পৃক্ততা ছিল না এমন ব্যক্তি গওঝ ভেরিফাইড ও নকল কাগজপত্র করে নিয়ে ফাউন্ডেশনে অনুদানের জন্য আবেদন করছে। এসব প্রতারণা ও কাগজপত্রের অপর্যাপ্ততার কারণে অনুদান দিতে সময় লেগে যাচ্ছে। এসব সমস্যা সমাধানে ফাউন্ডেশন প্রতিনিয়ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জেলা ও উপজেলা প্রশাসনদের অবগত করছে এবং এ বিষয়ে বিশেষ সচেতন হতে তাগিদ দিচ্ছে।

বাকি শহীদ পরিবারদের নমিনি সংক্রান্ত জটিলতার জন্য বা পারিবারিক দ্বন্দ্বের জন্য অনুদান দেওয়া সম্ভব হয়নি। আবার শহীদ ‘আকাশ বেপারী’ এর মতো অনেকের কাগজপত্রের অপর্যাপ্ততার জন্য অনুদান দেওয়া সম্ভব হয়নি।

স্নিগ্ধ বলেন, জুলাই অভ্যুত্থান আহতদের বেসরকারিভাবে চাকরি দেওয়ার জন্য ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। যোগ্যতা অনুযায়ী দেশীয় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বা কোম্পানিতে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের চাকরির ব্যবস্থা করা হবে।

তিনি আরও জানান, ফাউন্ডেশনের সরকার থেকে প্রাপ্ত ১০০ কোটি ও বিভিন্ন সংস্থা থেকে প্রাপ্ত প্রায় ১০ কোটিসহ মোট ১১০ কোটির মধ্যে ইতোমধ্যে ৯৬.৬৭ কোটি টাকা বিতরণ হয়ে গেছে। ফাউন্ডেশনের পরবর্তী কার্যক্রম বাস্তবায়নের জন্য এপ্রিল থেকে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান/সংস্থা/ব্যাংক/কোম্পানিদের ডোনেশন দেওয়ার আহ্বান জানানো হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মোহাম্মদ আহসান হাবীব চৌধুরী, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সাবরিনা আফরোজ সেবন্তি, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পিআর অ্যান্ড মিডিয়া এক্সিকিউটিভ মো. জাহিদ হোসাইন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ৯৬ কোটি ৬৭ লাখ টাকার অনুদান

প্রকাশের সময় : ০৩:২১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে সরকারের দেওয়া শত কোটি টাকার ফান্ড খরচের হিসাব দিয়েছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি জানান, শত কোটি টাকার থেকে এখন পর্যন্ত ৯৬ কোটি ৬৭ লাখ টাকা খরচ হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) সকালে রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানে আহত এবং শহীদদের পরিবারের জন্য এই ফাউন্ডেশন করেছে সরকার।

তিনি বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের সহায়তায় মোট ৯৬.৬৭ কোটি টাকা ৬ হাজার ৩৪১ জন পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৩৭.২৫ কোটি টাকা ৭৪৫ জন শহীদ পরিবারের সদস্যদের মাঝে এবং ৫৯.৪১ কোটি টাকা ৫ হাজার ৫৯৬ জন আহত ব্যক্তির মাঝে দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, প্রতিনিয়ত অনেক ব্যক্তি আন্দোলনে যোদ্ধা না হয়ে বা আন্দোলনে কোনো সম্পৃক্ততা ছিল না এমন ব্যক্তি গওঝ ভেরিফাইড ও নকল কাগজপত্র করে নিয়ে ফাউন্ডেশনে অনুদানের জন্য আবেদন করছে। এসব প্রতারণা ও কাগজপত্রের অপর্যাপ্ততার কারণে অনুদান দিতে সময় লেগে যাচ্ছে। এসব সমস্যা সমাধানে ফাউন্ডেশন প্রতিনিয়ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জেলা ও উপজেলা প্রশাসনদের অবগত করছে এবং এ বিষয়ে বিশেষ সচেতন হতে তাগিদ দিচ্ছে।

বাকি শহীদ পরিবারদের নমিনি সংক্রান্ত জটিলতার জন্য বা পারিবারিক দ্বন্দ্বের জন্য অনুদান দেওয়া সম্ভব হয়নি। আবার শহীদ ‘আকাশ বেপারী’ এর মতো অনেকের কাগজপত্রের অপর্যাপ্ততার জন্য অনুদান দেওয়া সম্ভব হয়নি।

স্নিগ্ধ বলেন, জুলাই অভ্যুত্থান আহতদের বেসরকারিভাবে চাকরি দেওয়ার জন্য ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। যোগ্যতা অনুযায়ী দেশীয় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বা কোম্পানিতে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের চাকরির ব্যবস্থা করা হবে।

তিনি আরও জানান, ফাউন্ডেশনের সরকার থেকে প্রাপ্ত ১০০ কোটি ও বিভিন্ন সংস্থা থেকে প্রাপ্ত প্রায় ১০ কোটিসহ মোট ১১০ কোটির মধ্যে ইতোমধ্যে ৯৬.৬৭ কোটি টাকা বিতরণ হয়ে গেছে। ফাউন্ডেশনের পরবর্তী কার্যক্রম বাস্তবায়নের জন্য এপ্রিল থেকে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান/সংস্থা/ব্যাংক/কোম্পানিদের ডোনেশন দেওয়ার আহ্বান জানানো হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মোহাম্মদ আহসান হাবীব চৌধুরী, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সাবরিনা আফরোজ সেবন্তি, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পিআর অ্যান্ড মিডিয়া এক্সিকিউটিভ মো. জাহিদ হোসাইন।