কিশোরগঞ্জের কটিয়াদী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার উপজেলায় স্বাস্থ্য সচিবের বাড়িতে হামলার ঘটনায় কটিয়াদী থানার ওসি এমএ জলিলকে প্রত্যাহার করা হয়।
রোববার সকালে তাকে প্রত্যাহার করে ঢাকা রেঞ্জে সংযুক্ত করা হয়।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ-এর সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে শনিবার হামলা, ভাঙচুরের ঘটনায় কটিয়াদী মডেল থানায় পৃথক দুটি মামলা হয়েছে। ওই দিন রাতে কটিয়াদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রকৌশলী বাদী হয়ে মামলা দুটি করেন। মামলার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।