Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইত্যাদিতে সিয়াম-হিমির গান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৩০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ২৫৩ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

প্রথমবার গান গাইলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র জন্য তৈরি এই গানে তার সঙ্গী হয়েছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। এরই মধ্যে দ্বৈত কণ্ঠের এই গানের রেকর্ডিং এবং দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

নায়ক থেকে গায়ক হওয়ার কারণ ব্যাখ্যা করে সিয়াম আহমেদ বলেন, হানিফ সংকেত ও কবির বকুল ভাই যদি আমাকে তাগাদা না দিতেন, আমি জীবনে কোনো দিন গান গাইতাম না। আমি গানের মানুষ না। আমি ভালো গান গাই না। তারপরও তারা দুজন বলেছেন, এটা তোমার দর্শকদের জন্য ঈদ উপহার।’ তাই গানটা গেয়েছি।

সিয়াম-হিমির গাওয়া গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সংগীতশিল্পী ইমরান। এ শিল্পীর সঙ্গে সিয়ামের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এসব তথ্য উল্লেখ করে সিয়াম আহমেদ বলেন, এত মেলোডিয়াস একটা সুর করেছে, আমার মনে হয় না অন্য কেউ হলে এর চেয়ে ভালো কিছু করতেন। গানটা ফিল্মি, সুন্দর। গানের মেলোডি তো মানুষের মাথায় থেকে যায়। এত সহজ কথা, খুব সহজে মনের সব অনুভূতি বলে দিচ্ছে— গানটা শুনলে তা বোঝা যায়।

দর্শক-শ্রোতাদের প্রতি আহ্বান জানিয়ে সিয়াম আহমেদ বলেন, আমি মোটেও পেশাদার গায়ক নই, গানটা শোনার সময় সবাইকে বিষয়টা মাথায় রাখলেই হবে। পরিবারেরই কেউ গানটি গাইছে— এটা ভেবে নিলে চলবে। এটা ভেবে নিলেই আমি হয়তো পার পেয়ে যাব।

গানটি নিয়ে হিমি বললেন, ‘আমি প্রথম আলোর ক্যাফে লাইভে দুইবার গান গেয়েছিলাম। তখন কবির বকুল (গীতিকার) ভাই আমাকে বলেন, আমরা কি ঈদে গান নিয়ে কোনো পরিকল্পনা করতে পারি? এরপর তিনি আমার গাওয়া গানের ভিডিও হানিফ সংকেতের কাছে পাঠান। তারপর “ইত্যাদি”তে গান গাওয়ার প্রস্তাব পাই। এমনিতে গাইবার অভিজ্ঞতা বেশ ভালো ছিল। ইমরান ভাইয়ের কম্পোজিশনে প্রথমবার গাইলাম, বিষয়টা মজার ছিল। গানটি আমাদের রেকর্ডিং করতে সময়ও লাগেনি। ইত্যাদি তো নস্টালজিক একটা ব্যাপার। ছোটবেলা থেকেই ইত্যাদি দেখার জন্য এক্সাইটেড থাকতাম। এ রকম একটা অনুষ্ঠানে নিজে অংশ হয়েছি, তাও আবার গানে! এই গানের ব্যাপারটা আমার জন্য খুবই নস্টালজিক, কারণ ছোটবেলা থেকেই আমি গান শিখেছি। এখন তো আমার ঈদের ব্যস্ততা অনেক। দেখা যাবে চাঁদরাত পর্যন্ত ব্যস্ততা থাকবে। কিন্তু গান গাওয়ার যেহেতু বিষয় ছিল, তাই ব্যস্ততার মধ্য থেকেও সময় বের করেছি।’

সিয়াম প্রসঙ্গ উঠতেই হিমি বলেন, ‘সিয়াম ভাইয়ের সঙ্গে অনেক আগে পরিচয় ছিল। গানটি করতে গিয়ে মনে হয়েছে, অনেক দিন পর আমাদের দেখা হয়েছে। আমি শুরুর দিকে উপস্থাপনা করতাম, একবার সেই অনুষ্ঠানে তিনি এসেছিলেন। আর একসঙ্গে গানটা গাইতে পেরে ভালো লেগেছে। গানটাও ভালো। এখন দর্শক–শ্রোতারা কীভাবে নেন, সেটাই দেখার বিষয়।’

হিমি নাটকের মানুষ হলেও ছোটবেলা থেকে ছায়ানটে নজরুলসংগীতে তালিম নিয়েছেন। বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌস আরার কাছেও গানের তালিম নেন। তবে হাতেখড়ি হয় সাধনা মিত্রের কাছে।

প্রতিবারের মতো ঈদের পরের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচার হবে ‘ইত্যাদি’। বরাবরের মতো এবারের পর্ব রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। পৃষ্ঠপোষকতায় রয়েছে ফাগুন অডিও ভিশন।

সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ সিনেমা ঈদুল ফিতরে মুক্তি পাবে। এতে তার সহশিল্পী হিসেবে দেখা যাবে চিত্রনায়িকা শবনম বুবলীকে। আজাদ খানের গল্প নিয়ে ‘জংলি’ সিনেমা নির্মাণ করেছেন এম. রাহিম। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সুকৃতি সাহা ও মেহেদী হাসান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইত্যাদিতে সিয়াম-হিমির গান

প্রকাশের সময় : ০২:৩০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

বিনোদন ডেস্ক : 

প্রথমবার গান গাইলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র জন্য তৈরি এই গানে তার সঙ্গী হয়েছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। এরই মধ্যে দ্বৈত কণ্ঠের এই গানের রেকর্ডিং এবং দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

নায়ক থেকে গায়ক হওয়ার কারণ ব্যাখ্যা করে সিয়াম আহমেদ বলেন, হানিফ সংকেত ও কবির বকুল ভাই যদি আমাকে তাগাদা না দিতেন, আমি জীবনে কোনো দিন গান গাইতাম না। আমি গানের মানুষ না। আমি ভালো গান গাই না। তারপরও তারা দুজন বলেছেন, এটা তোমার দর্শকদের জন্য ঈদ উপহার।’ তাই গানটা গেয়েছি।

সিয়াম-হিমির গাওয়া গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সংগীতশিল্পী ইমরান। এ শিল্পীর সঙ্গে সিয়ামের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এসব তথ্য উল্লেখ করে সিয়াম আহমেদ বলেন, এত মেলোডিয়াস একটা সুর করেছে, আমার মনে হয় না অন্য কেউ হলে এর চেয়ে ভালো কিছু করতেন। গানটা ফিল্মি, সুন্দর। গানের মেলোডি তো মানুষের মাথায় থেকে যায়। এত সহজ কথা, খুব সহজে মনের সব অনুভূতি বলে দিচ্ছে— গানটা শুনলে তা বোঝা যায়।

দর্শক-শ্রোতাদের প্রতি আহ্বান জানিয়ে সিয়াম আহমেদ বলেন, আমি মোটেও পেশাদার গায়ক নই, গানটা শোনার সময় সবাইকে বিষয়টা মাথায় রাখলেই হবে। পরিবারেরই কেউ গানটি গাইছে— এটা ভেবে নিলে চলবে। এটা ভেবে নিলেই আমি হয়তো পার পেয়ে যাব।

গানটি নিয়ে হিমি বললেন, ‘আমি প্রথম আলোর ক্যাফে লাইভে দুইবার গান গেয়েছিলাম। তখন কবির বকুল (গীতিকার) ভাই আমাকে বলেন, আমরা কি ঈদে গান নিয়ে কোনো পরিকল্পনা করতে পারি? এরপর তিনি আমার গাওয়া গানের ভিডিও হানিফ সংকেতের কাছে পাঠান। তারপর “ইত্যাদি”তে গান গাওয়ার প্রস্তাব পাই। এমনিতে গাইবার অভিজ্ঞতা বেশ ভালো ছিল। ইমরান ভাইয়ের কম্পোজিশনে প্রথমবার গাইলাম, বিষয়টা মজার ছিল। গানটি আমাদের রেকর্ডিং করতে সময়ও লাগেনি। ইত্যাদি তো নস্টালজিক একটা ব্যাপার। ছোটবেলা থেকেই ইত্যাদি দেখার জন্য এক্সাইটেড থাকতাম। এ রকম একটা অনুষ্ঠানে নিজে অংশ হয়েছি, তাও আবার গানে! এই গানের ব্যাপারটা আমার জন্য খুবই নস্টালজিক, কারণ ছোটবেলা থেকেই আমি গান শিখেছি। এখন তো আমার ঈদের ব্যস্ততা অনেক। দেখা যাবে চাঁদরাত পর্যন্ত ব্যস্ততা থাকবে। কিন্তু গান গাওয়ার যেহেতু বিষয় ছিল, তাই ব্যস্ততার মধ্য থেকেও সময় বের করেছি।’

সিয়াম প্রসঙ্গ উঠতেই হিমি বলেন, ‘সিয়াম ভাইয়ের সঙ্গে অনেক আগে পরিচয় ছিল। গানটি করতে গিয়ে মনে হয়েছে, অনেক দিন পর আমাদের দেখা হয়েছে। আমি শুরুর দিকে উপস্থাপনা করতাম, একবার সেই অনুষ্ঠানে তিনি এসেছিলেন। আর একসঙ্গে গানটা গাইতে পেরে ভালো লেগেছে। গানটাও ভালো। এখন দর্শক–শ্রোতারা কীভাবে নেন, সেটাই দেখার বিষয়।’

হিমি নাটকের মানুষ হলেও ছোটবেলা থেকে ছায়ানটে নজরুলসংগীতে তালিম নিয়েছেন। বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌস আরার কাছেও গানের তালিম নেন। তবে হাতেখড়ি হয় সাধনা মিত্রের কাছে।

প্রতিবারের মতো ঈদের পরের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচার হবে ‘ইত্যাদি’। বরাবরের মতো এবারের পর্ব রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। পৃষ্ঠপোষকতায় রয়েছে ফাগুন অডিও ভিশন।

সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ সিনেমা ঈদুল ফিতরে মুক্তি পাবে। এতে তার সহশিল্পী হিসেবে দেখা যাবে চিত্রনায়িকা শবনম বুবলীকে। আজাদ খানের গল্প নিয়ে ‘জংলি’ সিনেমা নির্মাণ করেছেন এম. রাহিম। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সুকৃতি সাহা ও মেহেদী হাসান।