স্পোর্টস ডেস্ক :
চ্যাম্পিয়ন্স ট্রফিতে চমক দেখিয়েছে আফগানিস্তান। সেমিফাইনালের খুব কাছে ছিল তারা। যদিও গ্রুপপর্বেই শেষ হয় তাদের আসর। তবে নিজের যোগ্যতার জানান দিয়েছেন দলটির অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। তারই পুরস্কার পেয়েছেন। উঠেছেন র্যাংকিংয়ের শীর্ষে।
বুধবার (৫ মার্চ) আইসিসির সাপ্তাহিক প্রকাশিত হালনাগাদ থেকে এই তথ্য উঠে এসেছে। যেখানে সতীর্থ মোহাম্মদ নবীকে টপকে অলরাউন্ডারদের চূড়ায় উঠেছেন ওমরজাই। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্বে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ৪১ রানের পর বল হাতে ৫ উইকেট নিয়ে দলকে তিনি এনে দেন জয়।
পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৭ রানের ইনিংস খেলেন। বল হাতেও একটি উইকেট পান। যদিও বৃষ্টি কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। তবে নিজের দারুণ পারফরম্যান্সে তার রেটিং পয়েন্ট এখন ২৯৬। আর নবীর পয়েন্ট ২৯২। তিন নম্বরে থাকা সিকান্দার রাজার রেটিং ২৯০।
এদিকে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করে যাচ্ছেন ভারতের অক্ষর প্যাটেলও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৮০ রানের পাশাপাশি ৫ উইকেট নিয়ে ১৭ ধাপ এগিয়েছেন তিনি। ১৩ নম্বরে অবস্থান এখন তার।
ব্যাটারদের র্যাংকিংয়েও উন্নতি হয়েছে ওমরজাইয়ের। ১২ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ২৪ নম্বরে। উন্নতি হয়েছে সদ্য অবসর নেওয়া স্মিথেরও। ৮ ধাপ এগিয়ে ১৬ নম্বরে থেকে পথচলা থামিয়েছেন তিনি। বোলারদের র্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়ে তৃতীয় স্থানে এসেছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। দারুণ ফর্মে থাকা শামিও এগিয়েছেন ৩ ধাপ। ১১ নম্বরে অবস্থান তার।
স্পোর্টস ডেস্ক 
























