Dhaka সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দম্পতি দগ্ধ

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০১:০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • ১৯৮ জন দেখেছেন

সাভার উপজেলা প্রতিনিধি : 

ঢাকার ধামরাই উপজেলায় সিলিন্ডার গ্যাসের পাইপ লিকেজ থেকে বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন। এতে ঘরের দেয়াল ধসে গেছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার কুমড়াইল এলাকায় কুববাত হোসেনের ভাড়া বাড়ির নিচতলার একটি কক্ষে এ ঘটনা ঘটে বলে জানান ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম।

দগ্ধরা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা আসিফ (২৪) ও তার স্ত্রী শান্তা (২১)। তাদের ঢাকার জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

আসিফ ও শান্তা ওই বাসায় ভাড়া থাকতেন। আসিফ রিকশা চালক ও তার স্ত্রী একটি কারখানায় শ্রমিকের কাজ করেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রাত পৌনে ১২টা দিকে হঠাৎ বিকট আওয়াজে দুই তলা ভবনের নিচতলার একটি কক্ষে বিস্ফোরণ ঘটে। এতে কক্ষটিতে আগুন লেগে যায়। কিছুক্ষণ পর কক্ষটি থেকে দগ্ধ ওই দম্পতি বেরিয়ে আসেন। তাদের শরীরের বেশিরভাগ অংশ ঝলসে গেছে। পরে আশপাশের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের জহিরুল ইসলাম বলেন, আহত স্বামী-স্ত্রীকে ঢাকার জাতীয় বার্ন ইন্সটিটিউটে নেওয়া হয়েছে। বাড়িটিতে তিতাসের গ্যাস থাকলেও ওই দম্পতি কক্ষে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতেন। তবে সিলিন্ডারটি অক্ষত পাওয়া গেলেও গ্যাস পাইপ পোড়া দেখা গেছে। বিস্ফোরণে আশপাশের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাইপ লিকেজ থেকে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শ পেলে বিস্ফোরণ ঘটতে পারে বলে জানান তিনি।

বাড়ির ভাড়াটিয়া রজ্জব আলী বলেন, হঠাৎ বিকট শব্দ শুনে বেরিয়ে এসে দেখি আগুন। তারপর আগুন নেভাই। ঘর থেকে একজন নারী, একজন পুরুষ বেরিয়ে আসে। তাদের শরীর ঝলসে গেছে। পরে তাদের রিকশায় করে হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা সজিব হোসেন বলেন, শব্দ শোনার সঙ্গে সঙ্গে এসে ধোঁয়া দেখি। পরে ঘরের দরজা খুলে প্রথম স্ত্রী বেরিয়ে আসেন। তার চুল পুড়ে গেছে। পাশের কক্ষ থেকে একজন বেরিয়ে তাকে ধরেন। এরপর তার স্বামীও বের হন। তার মাথার চুল ও শরীরের চামড়া ঝলসে গেছে।

ধামরাই থানার এসআই শামীম বলেন, ঘটনাস্থলে গিয়ে ঘরবাড়ি ভাঙা দেখতে পাই। তবে দগ্ধদের পাইনি। শুনেছি দগ্ধ আসিফ ও তার স্ত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে।

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিমানের ফ্লাইটে ফের ত্রুটি, শারজাহ না গিয়ে ফিরে এলো ঢাকায়

ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দম্পতি দগ্ধ

প্রকাশের সময় : ০১:০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

সাভার উপজেলা প্রতিনিধি : 

ঢাকার ধামরাই উপজেলায় সিলিন্ডার গ্যাসের পাইপ লিকেজ থেকে বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন। এতে ঘরের দেয়াল ধসে গেছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার কুমড়াইল এলাকায় কুববাত হোসেনের ভাড়া বাড়ির নিচতলার একটি কক্ষে এ ঘটনা ঘটে বলে জানান ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম।

দগ্ধরা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা আসিফ (২৪) ও তার স্ত্রী শান্তা (২১)। তাদের ঢাকার জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

আসিফ ও শান্তা ওই বাসায় ভাড়া থাকতেন। আসিফ রিকশা চালক ও তার স্ত্রী একটি কারখানায় শ্রমিকের কাজ করেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রাত পৌনে ১২টা দিকে হঠাৎ বিকট আওয়াজে দুই তলা ভবনের নিচতলার একটি কক্ষে বিস্ফোরণ ঘটে। এতে কক্ষটিতে আগুন লেগে যায়। কিছুক্ষণ পর কক্ষটি থেকে দগ্ধ ওই দম্পতি বেরিয়ে আসেন। তাদের শরীরের বেশিরভাগ অংশ ঝলসে গেছে। পরে আশপাশের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের জহিরুল ইসলাম বলেন, আহত স্বামী-স্ত্রীকে ঢাকার জাতীয় বার্ন ইন্সটিটিউটে নেওয়া হয়েছে। বাড়িটিতে তিতাসের গ্যাস থাকলেও ওই দম্পতি কক্ষে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতেন। তবে সিলিন্ডারটি অক্ষত পাওয়া গেলেও গ্যাস পাইপ পোড়া দেখা গেছে। বিস্ফোরণে আশপাশের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাইপ লিকেজ থেকে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শ পেলে বিস্ফোরণ ঘটতে পারে বলে জানান তিনি।

বাড়ির ভাড়াটিয়া রজ্জব আলী বলেন, হঠাৎ বিকট শব্দ শুনে বেরিয়ে এসে দেখি আগুন। তারপর আগুন নেভাই। ঘর থেকে একজন নারী, একজন পুরুষ বেরিয়ে আসে। তাদের শরীর ঝলসে গেছে। পরে তাদের রিকশায় করে হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা সজিব হোসেন বলেন, শব্দ শোনার সঙ্গে সঙ্গে এসে ধোঁয়া দেখি। পরে ঘরের দরজা খুলে প্রথম স্ত্রী বেরিয়ে আসেন। তার চুল পুড়ে গেছে। পাশের কক্ষ থেকে একজন বেরিয়ে তাকে ধরেন। এরপর তার স্বামীও বের হন। তার মাথার চুল ও শরীরের চামড়া ঝলসে গেছে।

ধামরাই থানার এসআই শামীম বলেন, ঘটনাস্থলে গিয়ে ঘরবাড়ি ভাঙা দেখতে পাই। তবে দগ্ধদের পাইনি। শুনেছি দগ্ধ আসিফ ও তার স্ত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে।

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন তিনি।