Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে করলেন অভিনেত্রী শাকিলা পারভীন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:১৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ২০২ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বিয়ে করেছেন বর্তমান সময়ের মডেল ও ছোট পর্দার অভিনেত্রী শাকিলা পারভীন। ফেসবুক আইডিতে ছবি পোস্ট করে নিজেই জানালেন সুখবর। তার স্বামীর নাম আরবিন খান সোহান। তিনি পেশায় বিমান বাংলাদেশ’র কেবিন ক্রু।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্বামীর সঙ্গে কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

বিয়ের তিনটি ছবি পোস্ট করে শাকিলা আরবি ও ইংরেজি ভাষায় একটি লাইন লিখেছেন, যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘আর আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি’।

রোববার (২৩ ফেব্রুয়ারি) শাকিলা পারভীন ও আরবিন খান সোহানের অ্যানগেজম্যান্ট হবার কথা ছিলো। কিন্তু শাকিলার বাবা দীর্ঘদিন ধরেই ভীষণ অসুস্থ। তাই তার বাবার কথামতো সেদিনই আকদ সম্পন্ন হয়। শাকিলা জানান, আরবিন সোহানের সঙ্গে তহার পরিচয় দীর্ঘ আট বছর ধরে। দু’জন দু’জনকে জানতেন, চিনতেন। সেইসূত্রে প্রেম।

তিনি বলেন, গতকাল তাঁদের বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ায় কথা ছিল। পরে হঠাৎ করেই দুই পরিবারের সম্মতিতে সন্ধ্যার পর বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।

শাকিলা বলেন, ‘আমাদের নিজেদের ভালো লাগা ছিল। সেখান থেকেই বন্ধুত্ব গড়ে ওঠে। দুই পরিবার আমাদের সম্পর্কে জানত। দুই পরিবারের লোক গতকাল কথা বলেন বিয়ের দিন-তারিখ নিয়ে। এনগেজমেন্টের কথা ছিল। পরে সন্ধ্যার দিকে আমাদের বিয়ের সিদ্ধান্ত হয়। কাউকেই জানাতে পারিনি। আমরা যেহেতু আগে থেকেই স্থির করেছিলাম বিয়ে করতে পারি, সেখানে হঠাৎ করে বিয়ের সিদ্ধান্তে অবাক হয়েছিলাম। পরে পরিবারের কথা চিন্তা করে বিয়েতে সম্মত হয়েছি।’

বন্ধুদের মাধ্যমেই ৮ বছর আগে তাঁদের পরিচয়। পরে তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তবে এটাকে প্রেম বলতে চান না। শাকিলা বলেন, ‘আমাদের প্রেম ছিল না, ৮ বছরের পরিচয়, ভালো লাগা থেকেই বিয়ে করেছি। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকেই দুজন দুই পরিবারের সদস্যদের আগেই পছন্দের কথা জানিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছে, আরবিন আমাকে বোঝে, সে আমার অভিনীত কাজগুলো পছন্দ করে, ভুল করলে সমালোচনা করে। পরে মনে হয়েছে, তাকে বিয়ে করা যায়। পরিবার থেকেই সিদ্ধান্ত হয়েছে বিয়ের বিষয়ে।’

‘আমার ক্যারিয়ারের ভালো কাজগুলো এখন করার সুযোগ পাচ্ছি। মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে প্রথম কাজ করেছি। আরও বেশ কিছু কাজ আসবে। এর মধ্যেই আমি ক্যারিয়ার এগিয়ে নিতে চাই। আমার বাবা দীর্ঘদিন ধরেই অসুস্থ। তিনি চাইছিলেন বিয়ে দেখে যেতে, যে কারণে আমাদের তড়িঘড়ি করে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে। আমাদের জন্য সবার কাছে দোয়া চাই।’

বিয়ের সময় এই অভিনেত্রী পরেছিলেন রানী গোলাপী জমিনের ওপর ভারী কাজ করা বেনাসরি। সঙ্গে ছিলো সোনালী নেটের ওড়না। আর তার বরের পরনে ছিলো অফ হোয়াইট শেরওয়ানি ও মেরুন ভ্যালভেটের পাগড়ি।

এদিকে অভিনেত্রীর বিয়ের খবরে মডেল ও অভিনেতা ইমতু রাতিশসহ একাধিক শোবিজ তারকা শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

শাকিলা পারভিন ১৯৯৫ সালের ৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার ডাকনাম মুক্তি। বর্তমানে তিনি নিয়মিত নাটকে অভিনয় ও মডেলিং নিয়ে ব্যস্ত। শাকিলা পারভিন বিভিন্ন মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করে জনপ্রিত অর্জন করেছেন।

শাকিলা পারভীন সবচেয়ে বেশি আলোচনায় আসেন ‘তোর মন পাড়ায়’ গানটিতে মডেল হয়ে। এরপর আরো বহু মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি।

সর্বশেষ তার অভিনীত আলোচিত নাটক ‘সেইম সেইম বাট ডিফারেন্ট’। এতে তিনি মোশাররফ করিমের বিপরীতে অনবদ্য অভিনয় করেছেন। ১৯ ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশিত এই নাটকটি এরইমধ্যে ১১ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিয়ে করলেন অভিনেত্রী শাকিলা পারভীন

প্রকাশের সময় : ১০:১৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক : 

বিয়ে করেছেন বর্তমান সময়ের মডেল ও ছোট পর্দার অভিনেত্রী শাকিলা পারভীন। ফেসবুক আইডিতে ছবি পোস্ট করে নিজেই জানালেন সুখবর। তার স্বামীর নাম আরবিন খান সোহান। তিনি পেশায় বিমান বাংলাদেশ’র কেবিন ক্রু।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্বামীর সঙ্গে কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

বিয়ের তিনটি ছবি পোস্ট করে শাকিলা আরবি ও ইংরেজি ভাষায় একটি লাইন লিখেছেন, যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘আর আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি’।

রোববার (২৩ ফেব্রুয়ারি) শাকিলা পারভীন ও আরবিন খান সোহানের অ্যানগেজম্যান্ট হবার কথা ছিলো। কিন্তু শাকিলার বাবা দীর্ঘদিন ধরেই ভীষণ অসুস্থ। তাই তার বাবার কথামতো সেদিনই আকদ সম্পন্ন হয়। শাকিলা জানান, আরবিন সোহানের সঙ্গে তহার পরিচয় দীর্ঘ আট বছর ধরে। দু’জন দু’জনকে জানতেন, চিনতেন। সেইসূত্রে প্রেম।

তিনি বলেন, গতকাল তাঁদের বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ায় কথা ছিল। পরে হঠাৎ করেই দুই পরিবারের সম্মতিতে সন্ধ্যার পর বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।

শাকিলা বলেন, ‘আমাদের নিজেদের ভালো লাগা ছিল। সেখান থেকেই বন্ধুত্ব গড়ে ওঠে। দুই পরিবার আমাদের সম্পর্কে জানত। দুই পরিবারের লোক গতকাল কথা বলেন বিয়ের দিন-তারিখ নিয়ে। এনগেজমেন্টের কথা ছিল। পরে সন্ধ্যার দিকে আমাদের বিয়ের সিদ্ধান্ত হয়। কাউকেই জানাতে পারিনি। আমরা যেহেতু আগে থেকেই স্থির করেছিলাম বিয়ে করতে পারি, সেখানে হঠাৎ করে বিয়ের সিদ্ধান্তে অবাক হয়েছিলাম। পরে পরিবারের কথা চিন্তা করে বিয়েতে সম্মত হয়েছি।’

বন্ধুদের মাধ্যমেই ৮ বছর আগে তাঁদের পরিচয়। পরে তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তবে এটাকে প্রেম বলতে চান না। শাকিলা বলেন, ‘আমাদের প্রেম ছিল না, ৮ বছরের পরিচয়, ভালো লাগা থেকেই বিয়ে করেছি। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকেই দুজন দুই পরিবারের সদস্যদের আগেই পছন্দের কথা জানিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছে, আরবিন আমাকে বোঝে, সে আমার অভিনীত কাজগুলো পছন্দ করে, ভুল করলে সমালোচনা করে। পরে মনে হয়েছে, তাকে বিয়ে করা যায়। পরিবার থেকেই সিদ্ধান্ত হয়েছে বিয়ের বিষয়ে।’

‘আমার ক্যারিয়ারের ভালো কাজগুলো এখন করার সুযোগ পাচ্ছি। মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে প্রথম কাজ করেছি। আরও বেশ কিছু কাজ আসবে। এর মধ্যেই আমি ক্যারিয়ার এগিয়ে নিতে চাই। আমার বাবা দীর্ঘদিন ধরেই অসুস্থ। তিনি চাইছিলেন বিয়ে দেখে যেতে, যে কারণে আমাদের তড়িঘড়ি করে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে। আমাদের জন্য সবার কাছে দোয়া চাই।’

বিয়ের সময় এই অভিনেত্রী পরেছিলেন রানী গোলাপী জমিনের ওপর ভারী কাজ করা বেনাসরি। সঙ্গে ছিলো সোনালী নেটের ওড়না। আর তার বরের পরনে ছিলো অফ হোয়াইট শেরওয়ানি ও মেরুন ভ্যালভেটের পাগড়ি।

এদিকে অভিনেত্রীর বিয়ের খবরে মডেল ও অভিনেতা ইমতু রাতিশসহ একাধিক শোবিজ তারকা শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

শাকিলা পারভিন ১৯৯৫ সালের ৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার ডাকনাম মুক্তি। বর্তমানে তিনি নিয়মিত নাটকে অভিনয় ও মডেলিং নিয়ে ব্যস্ত। শাকিলা পারভিন বিভিন্ন মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করে জনপ্রিত অর্জন করেছেন।

শাকিলা পারভীন সবচেয়ে বেশি আলোচনায় আসেন ‘তোর মন পাড়ায়’ গানটিতে মডেল হয়ে। এরপর আরো বহু মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি।

সর্বশেষ তার অভিনীত আলোচিত নাটক ‘সেইম সেইম বাট ডিফারেন্ট’। এতে তিনি মোশাররফ করিমের বিপরীতে অনবদ্য অভিনয় করেছেন। ১৯ ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশিত এই নাটকটি এরইমধ্যে ১১ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।