Dhaka মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাজিলে বাস-ট্রাকের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : 

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস এবং একটি ট্রাকের সংঘর্ষে ১২ জন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহতের সংখ্যা ২১ জন বলে জানা গেছে। নিহতরা সবাই ফ্রাঙ্কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

ফায়ারফাইটার ও স্থানীয় গণমাধ্যমের বরাতে শনিবার (২২ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে ব্রাজিলের সাও পাওলো রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর নুপোরাঙ্গার শহরের কাছে একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রাজ্যের রাজধানী থেকে প্রায় ৩৭০ কিলোমিটার (২৩০ মাইল) দূরে অবস্থিত শহরটি।

দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। পরে তাকে ধরে হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে তার বিরুদ্ধে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা, অনিচ্ছাকৃত হত্যা এবং শারীরিক ক্ষতির অভিযোগ আনা হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের ওই অঞ্চলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বেশিরভাগই বাড়ি ফিরে গেছেন।

রাজ্যের দমকল বাহিনী সামাজিকমাধ্যমে জানিয়েছে, বাস দুর্ঘটনায় ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ১২ জন নিহত হয়েছেন।

স্থানীয় টেলিভিশন স্টেশনগুলোয় দুর্ঘটনাস্থল থেকে সম্প্রচারিত ছবিতে বাসটি দেখা গেছে। সংঘর্ষে বাসটির বাম দিকটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

এ দুর্ঘটনার গভর্নর তারসিসিও ডি ফ্রেইটাস সাও পাওলো রাজ্যে তিন দিনের সরকারি শোক ঘোষণা করেছেন।

প্রসঙ্গত, ব্রাজিলে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। সম্প্রতি এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে : সালাহউদ্দিন আহমদ

ব্রাজিলে বাস-ট্রাকের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী নিহত

প্রকাশের সময় : ০৮:২১:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : 

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস এবং একটি ট্রাকের সংঘর্ষে ১২ জন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহতের সংখ্যা ২১ জন বলে জানা গেছে। নিহতরা সবাই ফ্রাঙ্কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

ফায়ারফাইটার ও স্থানীয় গণমাধ্যমের বরাতে শনিবার (২২ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে ব্রাজিলের সাও পাওলো রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর নুপোরাঙ্গার শহরের কাছে একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রাজ্যের রাজধানী থেকে প্রায় ৩৭০ কিলোমিটার (২৩০ মাইল) দূরে অবস্থিত শহরটি।

দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। পরে তাকে ধরে হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে তার বিরুদ্ধে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা, অনিচ্ছাকৃত হত্যা এবং শারীরিক ক্ষতির অভিযোগ আনা হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের ওই অঞ্চলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বেশিরভাগই বাড়ি ফিরে গেছেন।

রাজ্যের দমকল বাহিনী সামাজিকমাধ্যমে জানিয়েছে, বাস দুর্ঘটনায় ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ১২ জন নিহত হয়েছেন।

স্থানীয় টেলিভিশন স্টেশনগুলোয় দুর্ঘটনাস্থল থেকে সম্প্রচারিত ছবিতে বাসটি দেখা গেছে। সংঘর্ষে বাসটির বাম দিকটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

এ দুর্ঘটনার গভর্নর তারসিসিও ডি ফ্রেইটাস সাও পাওলো রাজ্যে তিন দিনের সরকারি শোক ঘোষণা করেছেন।

প্রসঙ্গত, ব্রাজিলে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। সম্প্রতি এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়।