Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত কনসার্ট হঠাৎ স্থগিত

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৪৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • ২২১ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হতে যাওয়া ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্টটি হঠাৎ স্থগিত করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে এ কনসার্ট হওয়ার কথা ছিল। তবে তা আর হচ্ছে না। ঈদুল ফিতরের পর এ কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

সব প্রস্তুতি নিয়ে হঠাৎ করেই একদিন আগে কনসার্ট স্থগিতের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আয়োজকরা জানিয়েছেন, নিরাপত্তা ইস্যুতেই এমন সিদ্ধান্ত।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেলের সম্পাদক সালাউদ্দিন গণমাধ্যমকে বলেন, নিরাপত্তা ইস্যুতে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে। সবকিছু তৈরি ছিল, কিন্তু আমরা কোনো ঝুঁকি নিতে চাইছি না। দর্শক, কনসার্টের পারফরমার ও সংশ্লিষ্টদের নিরাপত্তাই সর্বাগ্রে। পবিত্র রমজান মাস শুরু হচ্ছে, তাই পরিকল্পনা আছে ঈদের পর আয়োজন করব।

‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্ট নিয়ে উচ্ছ্বাসের কমতি ছিল না। কারণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছিল, বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে। এছাড়া কনসার্টের প্রধান আকর্ষণ ছিলেন নগরবাউল জেমস। পারফরমারদের তালিকায় আরও ছিল জনপ্রিয় সব ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল। সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানও এতে গাইবেন বলে জানানো হয়েছিল।

সব দেশীয় শিল্পীদের নিয়ে কনসার্টের লাইনআপ সাজানো হয়েছিল, যা উপভোগ করতে উন্মুখ ছিল সংগীতপ্রেমীরা। তবে এখন রমজান মাসটা অপেক্ষা করতে হবে তাদের।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত কনসার্ট হঠাৎ স্থগিত

প্রকাশের সময় : ০৯:৪৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক : 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হতে যাওয়া ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্টটি হঠাৎ স্থগিত করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে এ কনসার্ট হওয়ার কথা ছিল। তবে তা আর হচ্ছে না। ঈদুল ফিতরের পর এ কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

সব প্রস্তুতি নিয়ে হঠাৎ করেই একদিন আগে কনসার্ট স্থগিতের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আয়োজকরা জানিয়েছেন, নিরাপত্তা ইস্যুতেই এমন সিদ্ধান্ত।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেলের সম্পাদক সালাউদ্দিন গণমাধ্যমকে বলেন, নিরাপত্তা ইস্যুতে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে। সবকিছু তৈরি ছিল, কিন্তু আমরা কোনো ঝুঁকি নিতে চাইছি না। দর্শক, কনসার্টের পারফরমার ও সংশ্লিষ্টদের নিরাপত্তাই সর্বাগ্রে। পবিত্র রমজান মাস শুরু হচ্ছে, তাই পরিকল্পনা আছে ঈদের পর আয়োজন করব।

‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্ট নিয়ে উচ্ছ্বাসের কমতি ছিল না। কারণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছিল, বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে। এছাড়া কনসার্টের প্রধান আকর্ষণ ছিলেন নগরবাউল জেমস। পারফরমারদের তালিকায় আরও ছিল জনপ্রিয় সব ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল। সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানও এতে গাইবেন বলে জানানো হয়েছিল।

সব দেশীয় শিল্পীদের নিয়ে কনসার্টের লাইনআপ সাজানো হয়েছিল, যা উপভোগ করতে উন্মুখ ছিল সংগীতপ্রেমীরা। তবে এখন রমজান মাসটা অপেক্ষা করতে হবে তাদের।