Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সাকিবকে ছেড়ে দিয়েছে লস অ্যাঞ্জেলস

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:১২:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ২০৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

সন্দেহজনক বোলিংয়ের পর নিষেধাজ্ঞা, রাজনৈতিক কারণে খারাপ অবস্থায় পড়া ও জাতীয় দলে নিজের চাওয়া অনুযায়ী বিদায় নিতে না পারা; সবমিলিয়ে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। এরই মধ্যে খবর, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে তাকে ধরে রাখেনি তার দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) লস অ্যাঞ্চেলস তাদের রিটেইন ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে। সেখানে রিলিজ (ছেড়ে দেওয়া) করে দেওয়া হয়েছে সাকিবকে। ৩ জন ক্রিকেটারকে ধরে রেখেছে তারা। এর মধ্যে দুজন নিয়মিত নাইট রাইডার্সের হয়ে খেলা আন্দ্রে রাসেল ও সুনীল নারিন এবং অন্যজন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেনসার জনসন।

শাহরুখ খানের দল সাকিবের মতো ছেড়ে দিয়েছে জেসন রয়, ডেভিড মিলার, অ্যাডাম জাম্পার মতো ক্রিকেটারকেও। যদিও একই টুর্নামেন্টে আবারও খেলার সুযোগ আছে। তাদের। ড্রাফটের প্রক্রিয়া শেষ করে দলে ঢুকতে হবে তাদের। আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ড্রাফট।

এদিকে, সাকিবদের দলের মতো অন্যান্য বড় ক্লাবও বড় বড় সব তারাকাকে ছেড়ে দিয়েছে। এর মধ্যে আছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স (সান ফ্রান্সেসকো ইউনিকর্নস) ও ট্রাভিস হেড(ওয়াশিংটন ফ্রিডম)। মূলত, মেজর লিগ ক্রিকেটের নির্ধারিত সময়ে অজিদের টেস্ট সিরিজ থাকায় রাখা হয়নি তাদের। যদিও স্টিভেন স্মিথকে ছাড়েনি ওয়াশিংটন ফ্রিডম।

লস অ্যাঞ্চেলস নাইট রাইডার্সের হয়ে গত মৌসুমে মাত্র ৪ ম্যাচে খেলেছিলেন সাকিব আল হাসান। যেখানে মাত্র ১ উইকেট পাওয়া এই বাঁহাতি স্পিনার করেছেন মাত্র ৬০ রান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সাকিবকে ছেড়ে দিয়েছে লস অ্যাঞ্জেলস

প্রকাশের সময় : ০১:১২:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

সন্দেহজনক বোলিংয়ের পর নিষেধাজ্ঞা, রাজনৈতিক কারণে খারাপ অবস্থায় পড়া ও জাতীয় দলে নিজের চাওয়া অনুযায়ী বিদায় নিতে না পারা; সবমিলিয়ে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। এরই মধ্যে খবর, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে তাকে ধরে রাখেনি তার দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) লস অ্যাঞ্চেলস তাদের রিটেইন ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে। সেখানে রিলিজ (ছেড়ে দেওয়া) করে দেওয়া হয়েছে সাকিবকে। ৩ জন ক্রিকেটারকে ধরে রেখেছে তারা। এর মধ্যে দুজন নিয়মিত নাইট রাইডার্সের হয়ে খেলা আন্দ্রে রাসেল ও সুনীল নারিন এবং অন্যজন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেনসার জনসন।

শাহরুখ খানের দল সাকিবের মতো ছেড়ে দিয়েছে জেসন রয়, ডেভিড মিলার, অ্যাডাম জাম্পার মতো ক্রিকেটারকেও। যদিও একই টুর্নামেন্টে আবারও খেলার সুযোগ আছে। তাদের। ড্রাফটের প্রক্রিয়া শেষ করে দলে ঢুকতে হবে তাদের। আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ড্রাফট।

এদিকে, সাকিবদের দলের মতো অন্যান্য বড় ক্লাবও বড় বড় সব তারাকাকে ছেড়ে দিয়েছে। এর মধ্যে আছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স (সান ফ্রান্সেসকো ইউনিকর্নস) ও ট্রাভিস হেড(ওয়াশিংটন ফ্রিডম)। মূলত, মেজর লিগ ক্রিকেটের নির্ধারিত সময়ে অজিদের টেস্ট সিরিজ থাকায় রাখা হয়নি তাদের। যদিও স্টিভেন স্মিথকে ছাড়েনি ওয়াশিংটন ফ্রিডম।

লস অ্যাঞ্চেলস নাইট রাইডার্সের হয়ে গত মৌসুমে মাত্র ৪ ম্যাচে খেলেছিলেন সাকিব আল হাসান। যেখানে মাত্র ১ উইকেট পাওয়া এই বাঁহাতি স্পিনার করেছেন মাত্র ৬০ রান।