Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি ঘোষণা আইসিসির

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:১৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৯৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠতে বাকি আর মাত্র ৪ দিন। ৮ দলের এই টুর্নামেন্টকে সামনে রেখে আইসিসি ঘোষণা করেছে প্রাইজমানি। অন্য যেকোনো বারের চেয়ে এবারের প্রাইজমানিতে থাকছে বড় ধরনের চমক।

২৯ বছর পর পাকিস্তানের মাটিতে হতে যাচ্ছে বড় কোনো আইসিসি টুর্নামেন্ট। আরব আমিরাতের সাথে হাইব্রিড পদ্ধতিতে টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান। এবারের টুর্নামেন্টকে সামনে রেখে প্রাইজমানি ঘোষণা করতে বেশ খানিকটা দেরি করছিল আইসিসি। শেষ পর্যন্ত টুর্নামেন্ট শুরুর ৪ দিন আগে প্রাইজমানি প্রকাশ করল আইসিসি।

এবারের আসরের বিজয়ী দল পাবে ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় ২৯ কোটি টাকা। রানার্স-আপ দল পাবে ১.১২ মিলিয়ন ডলার, বাংলাদেশ টাকায় যা ১৩ কোটি টাকা। ফাইনালে উঠতে না পারা দুই সেমিফাইনালিস্ট পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার, বাংলাদেশি টাকায় যা সাড়ে ৬ কোটির টাকারও বেশি।

এছাড়া গ্রুপ পর্বে ম্যাচ খেলে যেসব দল জিতবে, প্রতিটি জয়ের জন্য দলগুলো পাবে ৩৪ হাজার ডলার, বাংলাদেশি টাকায় যা ৪১ লক্ষ টাকা। টুর্নামেন্টে পঞ্চম ও ষষ্ঠ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা দল পাবে সাড়ে ৩ লাখ ডলার। ৭ম ও ৮ম স্থানে শেষ করা দল দুটি পাবে ১ লাখ ৪০ হাজার ডলার। এছাড়াও প্রতিটি অংশগ্রহণকারী দল পাচ্ছে ১ লাখ ২৫ হাজার ডলার।

এবারের আসরের মোট প্রাইজমানি ৬.৯ মিলিয়ন ডলার। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানির চেয়ে যা ৫৩ শতাংশ বেশি।

আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি ঘোষণা আইসিসির

প্রকাশের সময় : ০২:১৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠতে বাকি আর মাত্র ৪ দিন। ৮ দলের এই টুর্নামেন্টকে সামনে রেখে আইসিসি ঘোষণা করেছে প্রাইজমানি। অন্য যেকোনো বারের চেয়ে এবারের প্রাইজমানিতে থাকছে বড় ধরনের চমক।

২৯ বছর পর পাকিস্তানের মাটিতে হতে যাচ্ছে বড় কোনো আইসিসি টুর্নামেন্ট। আরব আমিরাতের সাথে হাইব্রিড পদ্ধতিতে টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান। এবারের টুর্নামেন্টকে সামনে রেখে প্রাইজমানি ঘোষণা করতে বেশ খানিকটা দেরি করছিল আইসিসি। শেষ পর্যন্ত টুর্নামেন্ট শুরুর ৪ দিন আগে প্রাইজমানি প্রকাশ করল আইসিসি।

এবারের আসরের বিজয়ী দল পাবে ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় ২৯ কোটি টাকা। রানার্স-আপ দল পাবে ১.১২ মিলিয়ন ডলার, বাংলাদেশ টাকায় যা ১৩ কোটি টাকা। ফাইনালে উঠতে না পারা দুই সেমিফাইনালিস্ট পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার, বাংলাদেশি টাকায় যা সাড়ে ৬ কোটির টাকারও বেশি।

এছাড়া গ্রুপ পর্বে ম্যাচ খেলে যেসব দল জিতবে, প্রতিটি জয়ের জন্য দলগুলো পাবে ৩৪ হাজার ডলার, বাংলাদেশি টাকায় যা ৪১ লক্ষ টাকা। টুর্নামেন্টে পঞ্চম ও ষষ্ঠ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা দল পাবে সাড়ে ৩ লাখ ডলার। ৭ম ও ৮ম স্থানে শেষ করা দল দুটি পাবে ১ লাখ ৪০ হাজার ডলার। এছাড়াও প্রতিটি অংশগ্রহণকারী দল পাচ্ছে ১ লাখ ২৫ হাজার ডলার।

এবারের আসরের মোট প্রাইজমানি ৬.৯ মিলিয়ন ডলার। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানির চেয়ে যা ৫৩ শতাংশ বেশি।

আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের।