Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যে যাচ্ছি : শান্ত

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:০৬:২১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • ২০৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

দরজায় কড়া নাড়ছে বৈশ্বিক টুর্নামেন্ট চ্যাম্পিয়নস ট্রফি। বাংলাদেশ জাতীয় দলও সেজন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। গেল আসরে সেমিফাইনাল খেলেছিল টাইগার বাহিনী। এবার তাদের আরও বড় স্বপ্ন। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে শেষ সংবাদ সম্মেলনে দল চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছে বলে ঘোষণা দিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আইসিসির বড় কোনও টুর্নামেন্টে বাংলাদেশের বড় প্রাপ্তি ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসরে সেমিফাইনাল খেলা। তবে এবার সেমিফাইনালে নয় ফাইনালের স্বপ্ন দেখছেন শান্ত। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি।’

এর জন্য বাড়তি কোনও চাপ অনুভব করছেন না টাইগার অধিনায়ক। ‘আমার কাছে বাড়তি চাপ মনে হয় না। ৮ দলই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার। আমাদের দলের ঐ সামর্থ্য আছে আমি বিশ্বাস করি। বাড়তি চাপ কেউ অনুভব করবে না। সবাই এটাই (চ্যাম্পিয়ন হতে) চায় মনেপ্রাণে, বিশ্বাস করে নিজেদের সামর্থ্য আছে।’

সৃষ্টিকর্তার প্রতি ভরসা রেখে অধিনায়ক জানান, ‘আমাদের রিজিকে আল্লাহ কী লিখে রেখেছেন জানি না। আমরা মেহনত করছি, সততার সাথে কাজ করছি। প্রত্যেকে বিশ্বাস করি লক্ষ্যে পৌঁছাতে পারব।’

এদিকে, অনুশীলনের ফাঁকে পুরো দল কোচিং স্টাফসহ ফটোসেশন সেরেছে বাংলাদেশ দল। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের মূল মাঠে এদিন ফটোসেশন হয়। উপস্থিত ছিলেন সকল ক্রিকেটাররাও। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও আনুষ্ঠানিক ফটোসেশন পর্ব ছিল। ফটোসেশনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে বাংলাদেশ দল। পরে উড়াল দিবে দুবাইয়ের উদ্দেশে। সেখানে গিয়ে ১৭ তারিখ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। বাংলাদেশের টুর্নামেন্টের প্রথম ম্যাচও হবে দুবাইয়ে। ভারতের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি মাঠে থাকবে ফিল সিমন্সের শিষ্যরা। পরের ম্যাচ ধরতে দল আসবে পাকিস্তানে। সেখানে ২৪ তারিখ নিউজিল্যান্ড এবং ২৭ তারিখ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আছে বাংলাদেশের।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যে যাচ্ছি : শান্ত

প্রকাশের সময় : ০৩:০৬:২১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

দরজায় কড়া নাড়ছে বৈশ্বিক টুর্নামেন্ট চ্যাম্পিয়নস ট্রফি। বাংলাদেশ জাতীয় দলও সেজন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। গেল আসরে সেমিফাইনাল খেলেছিল টাইগার বাহিনী। এবার তাদের আরও বড় স্বপ্ন। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে শেষ সংবাদ সম্মেলনে দল চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছে বলে ঘোষণা দিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আইসিসির বড় কোনও টুর্নামেন্টে বাংলাদেশের বড় প্রাপ্তি ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসরে সেমিফাইনাল খেলা। তবে এবার সেমিফাইনালে নয় ফাইনালের স্বপ্ন দেখছেন শান্ত। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি।’

এর জন্য বাড়তি কোনও চাপ অনুভব করছেন না টাইগার অধিনায়ক। ‘আমার কাছে বাড়তি চাপ মনে হয় না। ৮ দলই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার। আমাদের দলের ঐ সামর্থ্য আছে আমি বিশ্বাস করি। বাড়তি চাপ কেউ অনুভব করবে না। সবাই এটাই (চ্যাম্পিয়ন হতে) চায় মনেপ্রাণে, বিশ্বাস করে নিজেদের সামর্থ্য আছে।’

সৃষ্টিকর্তার প্রতি ভরসা রেখে অধিনায়ক জানান, ‘আমাদের রিজিকে আল্লাহ কী লিখে রেখেছেন জানি না। আমরা মেহনত করছি, সততার সাথে কাজ করছি। প্রত্যেকে বিশ্বাস করি লক্ষ্যে পৌঁছাতে পারব।’

এদিকে, অনুশীলনের ফাঁকে পুরো দল কোচিং স্টাফসহ ফটোসেশন সেরেছে বাংলাদেশ দল। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের মূল মাঠে এদিন ফটোসেশন হয়। উপস্থিত ছিলেন সকল ক্রিকেটাররাও। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও আনুষ্ঠানিক ফটোসেশন পর্ব ছিল। ফটোসেশনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে বাংলাদেশ দল। পরে উড়াল দিবে দুবাইয়ের উদ্দেশে। সেখানে গিয়ে ১৭ তারিখ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। বাংলাদেশের টুর্নামেন্টের প্রথম ম্যাচও হবে দুবাইয়ে। ভারতের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি মাঠে থাকবে ফিল সিমন্সের শিষ্যরা। পরের ম্যাচ ধরতে দল আসবে পাকিস্তানে। সেখানে ২৪ তারিখ নিউজিল্যান্ড এবং ২৭ তারিখ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আছে বাংলাদেশের।