বিনোদন ডেস্ক :
বলিউড অভিনেতা সোনু সুদ। সাধারণ মানুষের একজন ভরসার পাত্র তিনি, হয়েছিলেন গরিবের ত্রাতা। কিন্তু এবার আইনি বিপাকে পড়লেন অভিনেতা। অভিযোগ, অর্থ প্রতারণার মামলা।
পুলিশ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমের খবর, একটি ভুয়া বিনিয়োগ সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছে সোনু সুদের বিরুদ্ধে। লুধিয়ানার আদালতের নির্দেশে তার ওপর গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, প্রায় ১০ লক্ষ রুপির প্রতারণার অভিযোগ উঠেছে সোনুর বিরুদ্ধে। এই ঘটনার সুত্রপাত লুধিয়ানার এক আইনজীবী রাজেশ খান্নার দায়ের করা মামলা থেকে। আদালতে তিনি দাবি করেন, মোহিত শুক্লা নামের এক ব্যক্তি সোনু সুদকে ‘রিজিকা কয়েন’ নামে একটি ভুয়া বিনিয়োগ প্রকল্পে প্রায় ১০ লক্ষ লগ্নির লোভ দেখান। মূল অভিযুক্ত হিসাবে মোহিত শুক্লার নামে প্রথমে আর্থিক প্রতারণার মামলা দায়ের হয়।
ওই মামলায় সাক্ষী করা হয়েছিল সোনুকে। কিন্তু আদালত নির্দেশও দিয়েছিলেন সাক্ষী দিতে। কিন্তু অভিনেতা বিষয়টি এড়িয়ে যান। ফলে আদালতে অনুপস্থিত থাকায় সোনুর বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা।
আদালতের আদেশে বলা হয়েছে, সোনু সুদ, ঠিকানা ৬০৫/৬০৬, কাসাব্লাঙ্কা অ্যাপার্টমেন্ট। তাকে যথাযথভাবে সমন পাঠানো হয়েছিল। কিন্তু তিনি আদালতে হাজির হননি এবং তলব এড়ানোর চেষ্টা করেছেন। তাই তাকে গ্রেফতার করে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হলো। এই গ্রেফতারি পরোয়ানা ১০ ফেব্রুয়ারির মধ্যে কার্যকর করে আদালতে রিপোর্ট জমা দিতে হবে। যদি তা সম্ভব না হয়, তবে কেন তা কার্যকর করা যায়নি, তার যথাযথ কারণ জানাতে হবে।’এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি সোনু।