Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার বর্ষসেরা হেড, সাদারল্যান্ড

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:২২:১০ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৩২ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার পুরুষদের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ট্রাভিস হেড। অন্যদিকে, অস্ট্রেলিয়ার নারীদের বর্ষসেরা হয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড। সোমবার (৩ ফেব্রুয়ারি) জমকালো অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান ক্রিকেটে ২০২৪ সালের সেরাদের স্বীকৃতি দেয়া হয়।

অস্ট্রেলিয়ার পুরুষদের বর্ষসেরা ক্রিকেটারদের মধ্যে বেশ এগিয়েই ছিলেন ট্রাভিস হেড। ২০২৪ সালে তিন সংস্করণ মিলিয়ে অস্ট্রেলিয়ার হয়ে চার সেঞ্চুরিতে মোট ১ হাজার ৪২৭ রান করেন এই বাঁহাতি ব্যাটার। ৯ টেস্টে ৪০.৫৩ গড়ে করেন ৬০৮ রান। সেঞ্চুরি করেন তিনটি। যার দুটি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে।

টেস্টের পাশাপাশি ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও দুর্দান্ত ছিলেন হেড। ওয়ানডেতে গত বছর ৫ ম্যাচে ৬৩ গড় ও ১২০ স্ট্রাইক রেটে বাঁহাতি এই ব্যাটসম্যান করেন ২৫২ রান। ইংল্যান্ডের বিপক্ষে রান তাড়ায় খেলেন ১২৯ বলে অপরাজিত ১৫৪ রানের ম্যাচ জয়ী ইনিংস। আর টি-টোয়েন্টিতে বছরে ১৫ ম্যাচে ১৭৮.৪৭ স্ট্রাইক রেটে তিনি করেন ৫৩৯ রান।

এদিকে নারী বিভাগের সেরা হিসেবে ‘বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড’ জিতেছেন পেস বোলিং অলরাউন্ডার সাদারল্যান্ড। এছাড়াও তরুণ ক্রিকেটারদের মধ্যে নজরকাড়া পারফরম্যান্সে বর্ষসেরা হয়েছেন স্যাম কনস্টাস।

টেস্ট ক্যাটাগরিতে বর্ষসেরা হয়েছেন পেসার জশ হ্যাজেলউড। ওয়ানডেতেও বর্ষসেরা হয়েছেন ট্রাভিস হেড। টি-টোয়েন্টিতে বর্ষসেরা হয়েছেন অ্যাডাম জাম্পা। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্মেন্সে বর্ষসেরা হয়েছেন বিউ ওয়েবস্টার এবং নারীদের ক্যাটাগরিতে বর্ষসেরা হয়েছেন জর্জিয়া ভোল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অস্ট্রেলিয়ার বর্ষসেরা হেড, সাদারল্যান্ড

প্রকাশের সময় : ০৯:২২:১০ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার পুরুষদের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ট্রাভিস হেড। অন্যদিকে, অস্ট্রেলিয়ার নারীদের বর্ষসেরা হয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড। সোমবার (৩ ফেব্রুয়ারি) জমকালো অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান ক্রিকেটে ২০২৪ সালের সেরাদের স্বীকৃতি দেয়া হয়।

অস্ট্রেলিয়ার পুরুষদের বর্ষসেরা ক্রিকেটারদের মধ্যে বেশ এগিয়েই ছিলেন ট্রাভিস হেড। ২০২৪ সালে তিন সংস্করণ মিলিয়ে অস্ট্রেলিয়ার হয়ে চার সেঞ্চুরিতে মোট ১ হাজার ৪২৭ রান করেন এই বাঁহাতি ব্যাটার। ৯ টেস্টে ৪০.৫৩ গড়ে করেন ৬০৮ রান। সেঞ্চুরি করেন তিনটি। যার দুটি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে।

টেস্টের পাশাপাশি ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও দুর্দান্ত ছিলেন হেড। ওয়ানডেতে গত বছর ৫ ম্যাচে ৬৩ গড় ও ১২০ স্ট্রাইক রেটে বাঁহাতি এই ব্যাটসম্যান করেন ২৫২ রান। ইংল্যান্ডের বিপক্ষে রান তাড়ায় খেলেন ১২৯ বলে অপরাজিত ১৫৪ রানের ম্যাচ জয়ী ইনিংস। আর টি-টোয়েন্টিতে বছরে ১৫ ম্যাচে ১৭৮.৪৭ স্ট্রাইক রেটে তিনি করেন ৫৩৯ রান।

এদিকে নারী বিভাগের সেরা হিসেবে ‘বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড’ জিতেছেন পেস বোলিং অলরাউন্ডার সাদারল্যান্ড। এছাড়াও তরুণ ক্রিকেটারদের মধ্যে নজরকাড়া পারফরম্যান্সে বর্ষসেরা হয়েছেন স্যাম কনস্টাস।

টেস্ট ক্যাটাগরিতে বর্ষসেরা হয়েছেন পেসার জশ হ্যাজেলউড। ওয়ানডেতেও বর্ষসেরা হয়েছেন ট্রাভিস হেড। টি-টোয়েন্টিতে বর্ষসেরা হয়েছেন অ্যাডাম জাম্পা। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্মেন্সে বর্ষসেরা হয়েছেন বিউ ওয়েবস্টার এবং নারীদের ক্যাটাগরিতে বর্ষসেরা হয়েছেন জর্জিয়া ভোল।