Dhaka সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বোলারদের পারফর্মেন্সের প্রশংসা করলেন মাহমুদউল্লাহ

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৫:৫৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
  • ২০২ জন দেখেছেন

মাহমুদউল্লাহ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটারদের দুইভাগে বিভক্ত করে আয়োজন করা হয়েছে অনুশীলন ম্যাচ। এক দলের নেতৃত্বে ছিলেন মাহমুদউল্লাহ এবং অপরটির নেতৃত্বে ছিলেন তামিম ইকবাল।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অনুশীলন ম্যাচটি নিজেদের জন্য খুবই ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র সদস্য মাহমুদউল্লাহ রিয়াদ। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগুচ্ছে বলেও মত প্রকাশ করেন তিনি।

অনুশীলন ম্যাচে মাহমুদউল্লাহ’র দল ৫ উইকেটে তামিমের দলকে পরাজিত করেছে। অপরাজিত ৫১ রান করে মাহমুদউল্লাহ নিজেই তার দলের এই জয়ে নেতৃত্ব দিয়েছেন। তার দলের পক্ষে বল হাতে দারুন নৈপুণ্য দেখিয়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ। ২১ রান দিয়ে তামিম একাদশের চারটি উইকেট শিকারের মাধ্যমে সবার নজর কাড়েন এই তরুণ পেসার।

আরও পড়ুন : মাশরাফি বাদ পড়া ‘উদযাপন’ করলেন মিষ্টি খেয়ে

মাহমুদউল্লাহ বলেন, বোলারদের সার্বিক পারফর্মেন্স ভালো ছিল। তারা সহায়তা পেয়েছে পিচ থেকেও। বৃহস্পতিবার বিকেএসপিতে অনুশীলন ম্যাচের পর তিনি বলেন, শুরুতে বোলাররা সুইং পেয়েছিল। বলতে গেলে এটি ছিল বোলারদের গেম। বোলাররা প্রাপ্ত সুযোগকে বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে। দুই দলের বোলাররাই ভালো করেছে। আমি আগেও বলেছি পিচে কিছু মুভমেন্ট ছিল। শুরুতে সুইংও কাজ করেছে। যা বোলাররা কাজে লাগিয়েছে।

নিজের পারফর্মেন্সেও স্বস্তি প্রকাশ করে এই ধারাবাহিকতা ধরে রাখার ইচ্ছা প্রকাশ করে মাহমুদউল্লাহ বলেন, ম্যাচের প্রথমার্ধে উইকেট খুব একটা সহজ ছিলনা। যে কারণে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে আসা ব্যাটসম্যানদের লড়াই করতে হয়েছে। তবে দ্বিতীয়ার্ধে সেটি সহজ হয়ে আসে। তখনো বোলাররা ভালো বল করেছে। আমিও ভালো ইনিংস খেলেছি, এটিকে ধরে রাখতে চাই।

ম্যাচে আবারো হতাশ করেছেন বিশ্বের সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। আইসিসি’র নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেও নিজের হারানো ফর্ম এখনো ফিরে পাননি সাকিব। তবে মাহমুদউল্লাহর মতে এটি ছিল সাকিবের দুর্ভাগ্য। কারণ তিনি রান আউটের শিকার হয়েছেন। মাহমুদউল্লাহ বলেন, তার ভাগ্য খারাপ ছিল। একজন খেলোয়াড়ের গায়ে লেগে বলটি স্টাম্পে আঘাত করেছে। আশা করছি তিনি ফর্মে ফিরে আসবেন। প্রস্তুতি ভালো হয়েছে। আশা করছি সিরিজে ভালো করব।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ত্রিশাল জিরো পয়েন্ট-হরিরামপুর সড়কটি যেন মরণফাঁদ

বোলারদের পারফর্মেন্সের প্রশংসা করলেন মাহমুদউল্লাহ

প্রকাশের সময় : ০৫:৫৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটারদের দুইভাগে বিভক্ত করে আয়োজন করা হয়েছে অনুশীলন ম্যাচ। এক দলের নেতৃত্বে ছিলেন মাহমুদউল্লাহ এবং অপরটির নেতৃত্বে ছিলেন তামিম ইকবাল।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অনুশীলন ম্যাচটি নিজেদের জন্য খুবই ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র সদস্য মাহমুদউল্লাহ রিয়াদ। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগুচ্ছে বলেও মত প্রকাশ করেন তিনি।

অনুশীলন ম্যাচে মাহমুদউল্লাহ’র দল ৫ উইকেটে তামিমের দলকে পরাজিত করেছে। অপরাজিত ৫১ রান করে মাহমুদউল্লাহ নিজেই তার দলের এই জয়ে নেতৃত্ব দিয়েছেন। তার দলের পক্ষে বল হাতে দারুন নৈপুণ্য দেখিয়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ। ২১ রান দিয়ে তামিম একাদশের চারটি উইকেট শিকারের মাধ্যমে সবার নজর কাড়েন এই তরুণ পেসার।

আরও পড়ুন : মাশরাফি বাদ পড়া ‘উদযাপন’ করলেন মিষ্টি খেয়ে

মাহমুদউল্লাহ বলেন, বোলারদের সার্বিক পারফর্মেন্স ভালো ছিল। তারা সহায়তা পেয়েছে পিচ থেকেও। বৃহস্পতিবার বিকেএসপিতে অনুশীলন ম্যাচের পর তিনি বলেন, শুরুতে বোলাররা সুইং পেয়েছিল। বলতে গেলে এটি ছিল বোলারদের গেম। বোলাররা প্রাপ্ত সুযোগকে বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে। দুই দলের বোলাররাই ভালো করেছে। আমি আগেও বলেছি পিচে কিছু মুভমেন্ট ছিল। শুরুতে সুইংও কাজ করেছে। যা বোলাররা কাজে লাগিয়েছে।

নিজের পারফর্মেন্সেও স্বস্তি প্রকাশ করে এই ধারাবাহিকতা ধরে রাখার ইচ্ছা প্রকাশ করে মাহমুদউল্লাহ বলেন, ম্যাচের প্রথমার্ধে উইকেট খুব একটা সহজ ছিলনা। যে কারণে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে আসা ব্যাটসম্যানদের লড়াই করতে হয়েছে। তবে দ্বিতীয়ার্ধে সেটি সহজ হয়ে আসে। তখনো বোলাররা ভালো বল করেছে। আমিও ভালো ইনিংস খেলেছি, এটিকে ধরে রাখতে চাই।

ম্যাচে আবারো হতাশ করেছেন বিশ্বের সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। আইসিসি’র নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেও নিজের হারানো ফর্ম এখনো ফিরে পাননি সাকিব। তবে মাহমুদউল্লাহর মতে এটি ছিল সাকিবের দুর্ভাগ্য। কারণ তিনি রান আউটের শিকার হয়েছেন। মাহমুদউল্লাহ বলেন, তার ভাগ্য খারাপ ছিল। একজন খেলোয়াড়ের গায়ে লেগে বলটি স্টাম্পে আঘাত করেছে। আশা করছি তিনি ফর্মে ফিরে আসবেন। প্রস্তুতি ভালো হয়েছে। আশা করছি সিরিজে ভালো করব।