Dhaka বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হরতাল দিয়ে নাশকতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেন, হরতালসহ যেকোনো নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ কেউ যদি হরতালসহ বিভিন্ন কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা করে কঠোরভাবে দমন করা হবে।

শুক্রবার (৩১ জানুয়ারি) অমর একুশে বইমেলা ঘিরে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ ও ছাত্রলীগের আহুত কর্মসূচি নিয়ে তিনি বলেন, আমরা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে গ্রেফতার করেছি, তারা এখন কারাগারে আছেন। তারা যদি কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা চালায় তবে আমরা অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। তবে আপাতত দৃষ্টিতে আমরা তেমন কোনো আশঙ্কা দেখছি না।

শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম আসছে। আমরা এসব প্রোগ্রাম প্রতিহত করছি। প্রোগ্রাম তো দিতেই পারে কিন্তু সেগুলো আমরা প্রতিদিনই মোকাবিলা করে যাচ্ছি। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা গ্রেপ্তার করেছি। তারা যদি কোনো প্রোগ্রাম করার প্রদক্ষেপ নেয় তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।

বইমেলাতে কেন্দ্র করে গত সরকারের আমলে সহিংসতার ঘটনা ঘটেছে। অভিযুক্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল তারা এখন কারামুক্ত আছে। তাদের বিষয়ে কোনো নজরদারি থাকবে কি না জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, এরকম যারা সন্দেহভাজন আছেন তাদের আমরা নজরদারিতে রাখছি।

শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেন, ডিএমপির বাইরেও র‌্যাব, গোয়েন্দা সংস্থা থাকবে নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এবার টিএসসি থেকে দোয়েল চত্বর সড়ক সারাদিনই বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ঢাবি এলাকায় মেলাচলাকালীন এক মাস কোন ভারী যানবাহন চলবে না।

তিনি বলেন, পুলিশের পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য বাহিনীও বইমেলার নিরাপত্তায় সহযোগিতা করবে। একটি কন্ট্রোল রুম করা হয়েছে। সার্বক্ষণিক পুলিশ থাকবে। রাতেও সিনিয়র অফিসার থাকবে। পুরো বইমেলাকে সিসিটিভির আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, উস্কানিমূলক কোনো বই যেন বইমেলায় না থাকে এর জন্য বাংলা একাডেমিকে বলা হয়েছে। বইমেলা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বইমেলায় খাবারের দোকানে যাতে বাড়তি দাম রাখা না হয় এ বিষয়র পুলিশকে নজরদারি করার নির্দেশ দেয়া হয়েছে।

বইমেলায় শিশুদের জন্য ব্রেস্ট ফিডিং সেন্টার করা হয়েছে জানিয়ে কমিশনার আরও বলেন, কোনো বিস্ফোরক দ্রব্য বা মাদক যাতে মেলার মধ্যে না ঢুকতে পারে সেজন্য তল্লাশি চলবে, ডগ স্কোয়াডও কাজ করবে। এছাড়া মেলা চলাকালীন বিশ্ববিদ্যালয় এলাকায় রাতে বা দিনে কোনো ভারী যান চলতে পারবে না। দর্শনার্থীদের উপস্থিতি বিবেচনা করে দোয়েল চত্বর সিগন্যাল কখনও খোলা বা বন্ধ রাখা হবে বলেও জানান তিনি।

ব্রিফিংয়ে সবাইকে মেলা সংশ্লিষ্ট স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অনুরোধ করেন কমিশনার। সাম্প্রতিক আন্দোলনের বিষয়ে ছোটখাটো দাবিদাওয়া নিয়ে রাস্তা অবরোধ না করতেও অনুরোধ জানান তিনি। পরামর্শ দেন প্রয়োজনে ফুটপাতে দাঁড়ানোর। ফুডকোর্টগুলোতে যাতে ৫ টাকার জিনিস যেন ১৫ টাকা নেয়া না হয় সে বিষয়ে পুলিশকে খেয়াল রাখতেও নির্দেশ দেন তিনি।

নগরীতে আন্দোলন সম্পর্কে তিনি বলেন, ঢাকার ট্রাফিক ব্যবস্থা বড় ভঙ্গুর, নাজুক, মানুষ কষ্ট পাচ্ছে। আমি নিজেও কষ্ট পাই। আমি অনেকবার অনুরোধ করেছি, আপনারাও করুন। আপনাদের দাবি থাকলে রাস্তা নয়, ফুটপাতে করুন। বিনীতভাবে অনুরোধ করছি।

‘এদেশের লোক আমরা। আমরা কারো গায়ে হাত তুলতে চাই না। কাউকে মারতে চাই না। আমি কোনো ব্রিটিশ কমিশনার না। আমার ডানে-বামে আমার সহকর্মীরা ব্রিটিশ না। আমরা ব্রিটিশ থেকে আসি নাই। আমরা কোনোলিয়ান পুলিশ না। আমি ক্রোমোলিয়ন পুলিশ কমিশনারের মতো আচরণ করতে পারব না। আমি আমার লোককে লাঠি দিয়ে পেটাতে চাই না।’

ইবতেদায়ী শিক্ষকদের লাঠিচার্জ করা প্রসঙ্গে তিনি বলেন, আমি আমার সহকর্মীদের বলেছি টোটালিভাবে কোনো লাঠিচার্জ করা যাবে না। আমি প্রতিদিন আমার লোকজনকে ট্রেইন আপ করছি। তাদের ট্রেইন আপ করা আছে, আমি এদেশের মানুষ, আমি এদেশের মানুষের উপর লাঠিচার্জ করব না।

সড়কে আন্দোলন থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থা নাজুক আমি নিজেই বলি। মানুষকে অনুরোধ করবো— ছোটখাটো দাবি নিয়ে রাস্তা অবরোধ করবেন না। আমরা কাউকে মারতে চাই না, আমরাও মরতে চাই না।

সাংবাদিকদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, আপনাদের ও আমাদের কাজ একই, জনসেবা করা। এমন কোনও সংবাদ প্রচার করবে না— যা জনমনে অনাকাঙ্ক্ষিত কোনও নিরাপত্তাহীনতা সৃষ্টি করে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

হরতাল দিয়ে নাশকতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে: ডিএমপি কমিশনার

প্রকাশের সময় : ০২:৪৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেন, হরতালসহ যেকোনো নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ কেউ যদি হরতালসহ বিভিন্ন কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা করে কঠোরভাবে দমন করা হবে।

শুক্রবার (৩১ জানুয়ারি) অমর একুশে বইমেলা ঘিরে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ ও ছাত্রলীগের আহুত কর্মসূচি নিয়ে তিনি বলেন, আমরা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে গ্রেফতার করেছি, তারা এখন কারাগারে আছেন। তারা যদি কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা চালায় তবে আমরা অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। তবে আপাতত দৃষ্টিতে আমরা তেমন কোনো আশঙ্কা দেখছি না।

শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম আসছে। আমরা এসব প্রোগ্রাম প্রতিহত করছি। প্রোগ্রাম তো দিতেই পারে কিন্তু সেগুলো আমরা প্রতিদিনই মোকাবিলা করে যাচ্ছি। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা গ্রেপ্তার করেছি। তারা যদি কোনো প্রোগ্রাম করার প্রদক্ষেপ নেয় তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।

বইমেলাতে কেন্দ্র করে গত সরকারের আমলে সহিংসতার ঘটনা ঘটেছে। অভিযুক্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল তারা এখন কারামুক্ত আছে। তাদের বিষয়ে কোনো নজরদারি থাকবে কি না জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, এরকম যারা সন্দেহভাজন আছেন তাদের আমরা নজরদারিতে রাখছি।

শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেন, ডিএমপির বাইরেও র‌্যাব, গোয়েন্দা সংস্থা থাকবে নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এবার টিএসসি থেকে দোয়েল চত্বর সড়ক সারাদিনই বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ঢাবি এলাকায় মেলাচলাকালীন এক মাস কোন ভারী যানবাহন চলবে না।

তিনি বলেন, পুলিশের পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য বাহিনীও বইমেলার নিরাপত্তায় সহযোগিতা করবে। একটি কন্ট্রোল রুম করা হয়েছে। সার্বক্ষণিক পুলিশ থাকবে। রাতেও সিনিয়র অফিসার থাকবে। পুরো বইমেলাকে সিসিটিভির আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, উস্কানিমূলক কোনো বই যেন বইমেলায় না থাকে এর জন্য বাংলা একাডেমিকে বলা হয়েছে। বইমেলা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বইমেলায় খাবারের দোকানে যাতে বাড়তি দাম রাখা না হয় এ বিষয়র পুলিশকে নজরদারি করার নির্দেশ দেয়া হয়েছে।

বইমেলায় শিশুদের জন্য ব্রেস্ট ফিডিং সেন্টার করা হয়েছে জানিয়ে কমিশনার আরও বলেন, কোনো বিস্ফোরক দ্রব্য বা মাদক যাতে মেলার মধ্যে না ঢুকতে পারে সেজন্য তল্লাশি চলবে, ডগ স্কোয়াডও কাজ করবে। এছাড়া মেলা চলাকালীন বিশ্ববিদ্যালয় এলাকায় রাতে বা দিনে কোনো ভারী যান চলতে পারবে না। দর্শনার্থীদের উপস্থিতি বিবেচনা করে দোয়েল চত্বর সিগন্যাল কখনও খোলা বা বন্ধ রাখা হবে বলেও জানান তিনি।

ব্রিফিংয়ে সবাইকে মেলা সংশ্লিষ্ট স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অনুরোধ করেন কমিশনার। সাম্প্রতিক আন্দোলনের বিষয়ে ছোটখাটো দাবিদাওয়া নিয়ে রাস্তা অবরোধ না করতেও অনুরোধ জানান তিনি। পরামর্শ দেন প্রয়োজনে ফুটপাতে দাঁড়ানোর। ফুডকোর্টগুলোতে যাতে ৫ টাকার জিনিস যেন ১৫ টাকা নেয়া না হয় সে বিষয়ে পুলিশকে খেয়াল রাখতেও নির্দেশ দেন তিনি।

নগরীতে আন্দোলন সম্পর্কে তিনি বলেন, ঢাকার ট্রাফিক ব্যবস্থা বড় ভঙ্গুর, নাজুক, মানুষ কষ্ট পাচ্ছে। আমি নিজেও কষ্ট পাই। আমি অনেকবার অনুরোধ করেছি, আপনারাও করুন। আপনাদের দাবি থাকলে রাস্তা নয়, ফুটপাতে করুন। বিনীতভাবে অনুরোধ করছি।

‘এদেশের লোক আমরা। আমরা কারো গায়ে হাত তুলতে চাই না। কাউকে মারতে চাই না। আমি কোনো ব্রিটিশ কমিশনার না। আমার ডানে-বামে আমার সহকর্মীরা ব্রিটিশ না। আমরা ব্রিটিশ থেকে আসি নাই। আমরা কোনোলিয়ান পুলিশ না। আমি ক্রোমোলিয়ন পুলিশ কমিশনারের মতো আচরণ করতে পারব না। আমি আমার লোককে লাঠি দিয়ে পেটাতে চাই না।’

ইবতেদায়ী শিক্ষকদের লাঠিচার্জ করা প্রসঙ্গে তিনি বলেন, আমি আমার সহকর্মীদের বলেছি টোটালিভাবে কোনো লাঠিচার্জ করা যাবে না। আমি প্রতিদিন আমার লোকজনকে ট্রেইন আপ করছি। তাদের ট্রেইন আপ করা আছে, আমি এদেশের মানুষ, আমি এদেশের মানুষের উপর লাঠিচার্জ করব না।

সড়কে আন্দোলন থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থা নাজুক আমি নিজেই বলি। মানুষকে অনুরোধ করবো— ছোটখাটো দাবি নিয়ে রাস্তা অবরোধ করবেন না। আমরা কাউকে মারতে চাই না, আমরাও মরতে চাই না।

সাংবাদিকদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, আপনাদের ও আমাদের কাজ একই, জনসেবা করা। এমন কোনও সংবাদ প্রচার করবে না— যা জনমনে অনাকাঙ্ক্ষিত কোনও নিরাপত্তাহীনতা সৃষ্টি করে।