Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মঞ্চে ফিরছেন সাবিনা ইয়াসমীন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:১৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ২০৯ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি তারকা হোটেলে গান শোনাবেন সাবিনা ইয়াসমীন। ‘আমাদের সাবিনা ইয়াসমীন: আমি আছি থাকব’ শীর্ষক এই পরিবেশনার মাধ্যমে এক বছরের বেশি সময় পর আবার মঞ্চে ফিরছেন শিল্পী। এইচএসবিসি বাংলাদেশের এই আয়োজনে শনিবার (০১ ফেব্রুয়ারি) একই মঞ্চে গাইবেন এই বরেণ্য শিল্পী। আগামী ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে গান শোনাবেন এ শিল্পী।

২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমীন। এরপর আর তাঁকে মঞ্চে দেখা যায়নি।

সাবিনা ইয়াসমীন বলেন, এক বছরের বেশি সময় পর গান নিয়ে মঞ্চে উঠছি। খুবই ভালো লাগছে। নিজের পছন্দের গানগুলোর পাশাপাশি শ্রোতাদের পছন্দের গানও গাওয়ার চেষ্টা করব। এরই মাঝে টিমের সঙ্গে মহড়া করছি। মঞ্চে ওঠার আগে নিজেকে ঝালিয়ে নিলাম আরকি। ৬০ বছর গান নিয়েই আছি। গানেই আমার যত আনন্দ। সেই আনন্দের জায়গায় ফেরার অনুভূতি অন্য রকম।

এ আয়োজনে সাবিনা ইয়াসমীনের গানের সঙ্গে যন্ত্রে সঙ্গত করবেন মনিরুজ্জামান, ফোয়াদ নাসের বাবু, মনোয়ার হোসেন, চন্দন দত্ত, উজ্জ্বল সিনহার মতো সুপরিচিত ১৬ বাদ্যযন্ত্রী। কয়েক দিন ধরেই বনানীর একটি স্টুডিওতে যন্ত্রীদের নিয়ে মহড়া দিচ্ছেন শিল্পী। অর্কেস্ট্রার সঙ্গে লাইভ পরিবেশনা শ্রোতাদের জন্য বাড়তি পাওয়া হবে এদিন।
আগেও এইচএসবিসির কয়েকটি আয়োজনে অংশ নিয়েছেন সাবিনা ইয়াসমীন। ২০১৭ সালে ‘শতবর্ষের বাংলা গান’, ২০০৮ সালে চট্টগ্রামে ‘সিডর চ্যারিটি কনসার্ট’, ২০১৪ সালে ‘দিন যায় কথা থাকে’, ২০১৬ সালে ‘চোখ যে মনের কথা বলে’, ২০১৯ সালে ‘আমার পৃথিবী তুমি’ এবং চট্টগ্রামে ‘গান হয়ে এলে’ শীর্ষক অনুষ্ঠানে গান শুনিয়েছেন তিনি।

এবারের আয়োজন প্রসঙ্গে এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান বলেন, ‘তিনি আমাদের গর্ব। তিনি আমাদের অসংখ্য গান উপহার দিয়েছেন, যেসব গানের গায়কি এবং মন্ত্রমুগ্ধকর কণ্ঠের জন্য চিরস্মরণীয় হয়ে উঠেছে। “আমি আছি থাকব” অনুষ্ঠানে তাঁর ছয় দশকের অসাধারণ সংগীতযাত্রাকে উদ্যাপন করতে পেরে আমরা সম্মানিত বোধ করছি।’

অসুস্থতার কারণে গান থেকে দূরে ছিলেন সাবিনা ইয়াসমীন। জানিয়েছেন, ইচ্ছা করেই নিজের অসুস্থতার খবর সবাইকে জানাতে চাননি। ক্যানসারের চিকিৎসার পর নিয়মিত ফলোআপে সিঙ্গাপুর যেতে হয়েছে। চিকিৎসা শেষে গত মে মাসে ঢাকায় ফেরেন। এখন শরীর কেমন জানতে চাইলে সাবিনা ইয়াসমীন বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখন পুরোপুরি সুস্থ আছি। সবার দোয়ায় ভালো আছি। আল্লাহর অশেষ রহমত, দেশবাসীর দোয়া আর মনের জোর ছিল বলেই বিপদ কাটিয়ে উঠতে পেরেছি।’

১৯৬২ সালে রবীন ঘোষের সুরে প্রথম ছোটদের গানে কণ্ঠ দেন। এরপর তাঁকে আর সংগ্রাম করতে হয়নি। একের পর এক সিনেমায় গেয়েছেন, প্রকাশিত হয়েছে অ্যালবাম। নিজেকে বাংলা গানের অপরিহার্য শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবে সংগীতজীবনে কখনো রেওয়াজ করা ছাড়েননি। ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ সিনেমায় প্রথম গান করেন সাবিনা ইয়াসমীন। তখন তাঁর বয়স মাত্র ১৩ বছর। সর্বশেষ ২০২০ সালে কবরী পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ ছবিতে কণ্ঠ দেন। শুধু তা-ই নয়, প্রথমবার সুরকার হিসেবে ছবিটির চারটি গানের সুরও করেন সাবিনা ইয়াসমীন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মঞ্চে ফিরছেন সাবিনা ইয়াসমীন

প্রকাশের সময় : ০৫:১৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক : 

শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি তারকা হোটেলে গান শোনাবেন সাবিনা ইয়াসমীন। ‘আমাদের সাবিনা ইয়াসমীন: আমি আছি থাকব’ শীর্ষক এই পরিবেশনার মাধ্যমে এক বছরের বেশি সময় পর আবার মঞ্চে ফিরছেন শিল্পী। এইচএসবিসি বাংলাদেশের এই আয়োজনে শনিবার (০১ ফেব্রুয়ারি) একই মঞ্চে গাইবেন এই বরেণ্য শিল্পী। আগামী ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে গান শোনাবেন এ শিল্পী।

২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমীন। এরপর আর তাঁকে মঞ্চে দেখা যায়নি।

সাবিনা ইয়াসমীন বলেন, এক বছরের বেশি সময় পর গান নিয়ে মঞ্চে উঠছি। খুবই ভালো লাগছে। নিজের পছন্দের গানগুলোর পাশাপাশি শ্রোতাদের পছন্দের গানও গাওয়ার চেষ্টা করব। এরই মাঝে টিমের সঙ্গে মহড়া করছি। মঞ্চে ওঠার আগে নিজেকে ঝালিয়ে নিলাম আরকি। ৬০ বছর গান নিয়েই আছি। গানেই আমার যত আনন্দ। সেই আনন্দের জায়গায় ফেরার অনুভূতি অন্য রকম।

এ আয়োজনে সাবিনা ইয়াসমীনের গানের সঙ্গে যন্ত্রে সঙ্গত করবেন মনিরুজ্জামান, ফোয়াদ নাসের বাবু, মনোয়ার হোসেন, চন্দন দত্ত, উজ্জ্বল সিনহার মতো সুপরিচিত ১৬ বাদ্যযন্ত্রী। কয়েক দিন ধরেই বনানীর একটি স্টুডিওতে যন্ত্রীদের নিয়ে মহড়া দিচ্ছেন শিল্পী। অর্কেস্ট্রার সঙ্গে লাইভ পরিবেশনা শ্রোতাদের জন্য বাড়তি পাওয়া হবে এদিন।
আগেও এইচএসবিসির কয়েকটি আয়োজনে অংশ নিয়েছেন সাবিনা ইয়াসমীন। ২০১৭ সালে ‘শতবর্ষের বাংলা গান’, ২০০৮ সালে চট্টগ্রামে ‘সিডর চ্যারিটি কনসার্ট’, ২০১৪ সালে ‘দিন যায় কথা থাকে’, ২০১৬ সালে ‘চোখ যে মনের কথা বলে’, ২০১৯ সালে ‘আমার পৃথিবী তুমি’ এবং চট্টগ্রামে ‘গান হয়ে এলে’ শীর্ষক অনুষ্ঠানে গান শুনিয়েছেন তিনি।

এবারের আয়োজন প্রসঙ্গে এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান বলেন, ‘তিনি আমাদের গর্ব। তিনি আমাদের অসংখ্য গান উপহার দিয়েছেন, যেসব গানের গায়কি এবং মন্ত্রমুগ্ধকর কণ্ঠের জন্য চিরস্মরণীয় হয়ে উঠেছে। “আমি আছি থাকব” অনুষ্ঠানে তাঁর ছয় দশকের অসাধারণ সংগীতযাত্রাকে উদ্যাপন করতে পেরে আমরা সম্মানিত বোধ করছি।’

অসুস্থতার কারণে গান থেকে দূরে ছিলেন সাবিনা ইয়াসমীন। জানিয়েছেন, ইচ্ছা করেই নিজের অসুস্থতার খবর সবাইকে জানাতে চাননি। ক্যানসারের চিকিৎসার পর নিয়মিত ফলোআপে সিঙ্গাপুর যেতে হয়েছে। চিকিৎসা শেষে গত মে মাসে ঢাকায় ফেরেন। এখন শরীর কেমন জানতে চাইলে সাবিনা ইয়াসমীন বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখন পুরোপুরি সুস্থ আছি। সবার দোয়ায় ভালো আছি। আল্লাহর অশেষ রহমত, দেশবাসীর দোয়া আর মনের জোর ছিল বলেই বিপদ কাটিয়ে উঠতে পেরেছি।’

১৯৬২ সালে রবীন ঘোষের সুরে প্রথম ছোটদের গানে কণ্ঠ দেন। এরপর তাঁকে আর সংগ্রাম করতে হয়নি। একের পর এক সিনেমায় গেয়েছেন, প্রকাশিত হয়েছে অ্যালবাম। নিজেকে বাংলা গানের অপরিহার্য শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবে সংগীতজীবনে কখনো রেওয়াজ করা ছাড়েননি। ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ সিনেমায় প্রথম গান করেন সাবিনা ইয়াসমীন। তখন তাঁর বয়স মাত্র ১৩ বছর। সর্বশেষ ২০২০ সালে কবরী পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ ছবিতে কণ্ঠ দেন। শুধু তা-ই নয়, প্রথমবার সুরকার হিসেবে ছবিটির চারটি গানের সুরও করেন সাবিনা ইয়াসমীন।