Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৪৩:০১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • ২১৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

স্কটল্যান্ডের পিপা স্পৌল এবং নিয়াম মুইরের ৫০ রানের জুটি কিছুটা ভীতি সৃষ্টি করেছিল। তবে সেই শংকাকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন বাংলাদেশের মেয়েরা। আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিয়ন্ত্রিত বোলিংয়ে স্কটিশ মেয়েদেরকে ১৮ রানে হারিয়েছে ছোট বাঘিনীরা। এই জয়ের ফলে অনূর্ধ্ব-১৯ মেয়েরা নিশ্চিত করল বিশ্বকাপের সুপার সিক্স।

বুধবার (২২ জানুয়ারি) মালয়েশিয়াতে বিশ্বকাপে বাংলাদেশের ৯ উইকেটে করা ১২১ রানের জবাবে ৮ উইকেট হারিয়ে ১০৩ রানে থামে স্কটল্যান্ডের ইনিংস।

১২২ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালো হয়নি স্কটিশ মেয়েদের। ওপেনিং জুটিতে ১৯ রান যোগ করে দলটা। ওপেনার এমা ওয়ালসিংহামকে আউট করে সে জুটি ভাঙেন আনিসা আক্তার। সে ওভারে পিপ্পা কেলি রানআউট হয়ে ফেরেন সাজঘরে।

দ্রুত দুটি উইকেট হারানোর পর অধিনায়ক নিয়াম মুইর ও উইকেটরক্ষক পিপ্পা স্প্রৌল মিলে ৫০ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। সে এক জুটি বাংলাদেশকে হারের শঙ্কাতেই ফেলে দিয়েছিল।

কিন্তু নিয়াম মুইরকে বিদায় করে সে শঙ্কা বিদায় করেন হাবিবা ইসলাম। নিয়ামের ব্যাট থেকে আসে ২২ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট খোয়ানো শুরু স্কটিশদের।

ইনিংস সর্বোচ্চ ৪৩ রান আসে স্প্রৌলের ব্যাট থেকে। তিনি করেন ৪৩ রান। স্কটল্যান্ডের অন্য কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন আনিসা আক্তার সোবা, তিনি ৪ ওভারে ২৫ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট। তিনিই পরে হয়েছেন ম্যাচসেরা। নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলাম পিঙ্কি নেন একটি করে উইকেট।

এদিন আগে ব্যাটে নেমে শূন্য রানে আউট হয়ে ফিরে যান ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা। শুরুতেই চাপে পড়ে টাইগ্রেসবাহিনী। চাপ সামলা দেয়ার চেষ্টা করেন জুয়াইরিয়া ফেরদৌস ও ফাহমিদা ছোঁয়া। দুজনের ব্যাটে আসে যথাক্রমে ২০ ও ১৪ রান। কিন্তু নিয়মিত উইকেট হারাতে থাকলে শেষ পর্যন্ত বড় সংগ্রহের বাধা আসে বাংলাদেশের।

অধিনায়ক সুমাইয়া আক্তার সর্বোচ্চ ২৯ রান করেন, আর আফিয়া আশিমা ইরা করেন ২১ রান। স্কটল্যান্ডের হয়ে নায়মা শেখ ও মাইসি মেসিরা দুটি করে উইকেট নেন। গ্যাব্রিয়েলা ফন্টেনলা, অ্যামি বাল্ডি ও কার্স্টি ম্যাককল একটি করে উইকেট শিকার করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

প্রকাশের সময় : ১২:৪৩:০১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

স্কটল্যান্ডের পিপা স্পৌল এবং নিয়াম মুইরের ৫০ রানের জুটি কিছুটা ভীতি সৃষ্টি করেছিল। তবে সেই শংকাকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন বাংলাদেশের মেয়েরা। আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিয়ন্ত্রিত বোলিংয়ে স্কটিশ মেয়েদেরকে ১৮ রানে হারিয়েছে ছোট বাঘিনীরা। এই জয়ের ফলে অনূর্ধ্ব-১৯ মেয়েরা নিশ্চিত করল বিশ্বকাপের সুপার সিক্স।

বুধবার (২২ জানুয়ারি) মালয়েশিয়াতে বিশ্বকাপে বাংলাদেশের ৯ উইকেটে করা ১২১ রানের জবাবে ৮ উইকেট হারিয়ে ১০৩ রানে থামে স্কটল্যান্ডের ইনিংস।

১২২ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালো হয়নি স্কটিশ মেয়েদের। ওপেনিং জুটিতে ১৯ রান যোগ করে দলটা। ওপেনার এমা ওয়ালসিংহামকে আউট করে সে জুটি ভাঙেন আনিসা আক্তার। সে ওভারে পিপ্পা কেলি রানআউট হয়ে ফেরেন সাজঘরে।

দ্রুত দুটি উইকেট হারানোর পর অধিনায়ক নিয়াম মুইর ও উইকেটরক্ষক পিপ্পা স্প্রৌল মিলে ৫০ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। সে এক জুটি বাংলাদেশকে হারের শঙ্কাতেই ফেলে দিয়েছিল।

কিন্তু নিয়াম মুইরকে বিদায় করে সে শঙ্কা বিদায় করেন হাবিবা ইসলাম। নিয়ামের ব্যাট থেকে আসে ২২ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট খোয়ানো শুরু স্কটিশদের।

ইনিংস সর্বোচ্চ ৪৩ রান আসে স্প্রৌলের ব্যাট থেকে। তিনি করেন ৪৩ রান। স্কটল্যান্ডের অন্য কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন আনিসা আক্তার সোবা, তিনি ৪ ওভারে ২৫ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট। তিনিই পরে হয়েছেন ম্যাচসেরা। নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলাম পিঙ্কি নেন একটি করে উইকেট।

এদিন আগে ব্যাটে নেমে শূন্য রানে আউট হয়ে ফিরে যান ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা। শুরুতেই চাপে পড়ে টাইগ্রেসবাহিনী। চাপ সামলা দেয়ার চেষ্টা করেন জুয়াইরিয়া ফেরদৌস ও ফাহমিদা ছোঁয়া। দুজনের ব্যাটে আসে যথাক্রমে ২০ ও ১৪ রান। কিন্তু নিয়মিত উইকেট হারাতে থাকলে শেষ পর্যন্ত বড় সংগ্রহের বাধা আসে বাংলাদেশের।

অধিনায়ক সুমাইয়া আক্তার সর্বোচ্চ ২৯ রান করেন, আর আফিয়া আশিমা ইরা করেন ২১ রান। স্কটল্যান্ডের হয়ে নায়মা শেখ ও মাইসি মেসিরা দুটি করে উইকেট নেন। গ্যাব্রিয়েলা ফন্টেনলা, অ্যামি বাল্ডি ও কার্স্টি ম্যাককল একটি করে উইকেট শিকার করেন।