ফরিদপুরের সালথায় ৭ বছরের এক শিশু ধর্ষণ থানায় অভিযোগ ধর্ষক আটক। শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নে এ ঘটনা ঘটে। শিশুর কাকা বাদী হয়ে সালথা থানায় ধর্ষক বিধান মালো (৫০) এর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এঘটনায় গ্রেফতার ধর্ষক বিধান মালো একই উপজেলার কাগদী মালো পাড়া গ্রামের মৃত ধীরেন মালোর ছেলে। মামলার অভিযোগে বলা হয়, শুক্রবার বিকেলে বাড়ির পাশে বাওরে খেলার সময় ধর্ষক বিধান মালো ৭ বছরের শিশুকে ফুঁসলিয়ে নৌকায় ঘোরানোর কথা বলে নৌকায় নিয়ে গিয়ে মুখ বেধে ভয়ভিতী দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।
এসময় শিশুর চিৎকারে তার চাচা এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
সালথা থানার তদন্ত কর্মকর্তা সুব্রত গোলদার জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ রাতে অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।