Dhaka রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

স্বৈরাচাররা যাতে সংসদে প্রবেশ করতে না পারে, সেভাবে সুপারিশ করা হয়েছে : বদিউল আলম

কুমিল্লা জেলা প্রতিনিধি : 

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, আমাদের রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্ত মুক্ত করতে হবে। যেন স্বৈরাচার ফ্যাসিস্ট ফিরে এসে সংসদে আসন নিতে না পারে। যেসব দুর্বৃত্তরা মানুষ খুন ও মানবতাবিরোধী অপরাধ করেছে তারা যেন কোন রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত ও রাজনীতিতে কোনো ভূমিকা রাখতে না পারে সেজন্য রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে।

শনিবার (১৮ জানুয়ারী) দুপুরে কুমিল্লা বার্ডে ময়নামতি মিলনায়তনে ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’ আয়োজিত ড্রিম মেগাসিটি কুমিল্লা ও এ এইচ কে স্যাটেলাইট সিটি বিষয়ে প্রণীত কার্যপত্র মূল্যায়ন ও অনুমোদন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে। যারা মানুষ খুন করেছে, যারা বিচারবহির্ভূত হত্যা করেছে, যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে, যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তারা যেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্ভুক্ত না হতে পারে। কোনো রাজনীতিতে তারা যেন ভূমিকা রাখতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, আমাদের সংসদ ভবন পৃথিবী বিখ্যাত। এখানে কুৎসিত লোকগুলো আবার যাতে প্রবেশ করতে না পারে, সংস্কারে সে সুপারিশ করেছি। নির্বাচনে যারা অংশ নেবেন, তাদের যোগ্যতা নিয়েও অনেকগুলো সুপারিশ রয়েছে। আশা করি, সরকার এবং রাজনৈতিক দলগুলো এসব সুপারিশ গ্রহণ করবে। দুর্বৃত্তদের কোনো রাজনৈতিক দলে সম্পৃক্ত হওয়ার পথ আটকাতেও সুপারিশ করা হয়েছে।

বদিউল আলম মজুমদার বলেন, ১৫০টির মতো সংস্কার সুপারিশ করা হয়েছে। গত তিনটি যে কলঙ্কজনক নির্বাচন হয়েছে, যে জালিয়াতির নির্বাচনে হয়েছে তার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছি। একটি স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ এবং জবাবদিহিতার আওতায় আনতে আলাদা একটি কর্তৃপক্ষ গঠনেরও সুপারিশ করা হয়েছে।

বদিউল আলম বলেন, আমাদের চব্বিশের গণঅভ্যুত্থানে প্রায় তিন হাজার মানুষ প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন ২৫ থেকে ৩০ হাজার। অনেকে চোখ হারিয়েছেন, তাদের সবার আত্মদান যেন বৃথা না যায়।

বদিউল আলম মজুমদার বলেন, ২০১৮ সালের নির্বাচনে ভোট জালিয়াতিতে জড়িত প্রশাসনিক কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে সুপারিশ করা হয়েছে। শহীদের আত্মত্যাগ যেন বৃথা না যায় সেটি বিবেচনায় রেখেই ১৫০টি সুপারিশ করা হয়েছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

বার্ডের অতিরিক্ত মহাপরিচালক ড. আবদুল করিমের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য দেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম এম শরিফুল করীম, কুমিল্লা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁইয়া।

বক্তারা বলেন, একটি রাস্তা দেশের ভূগোল বদলে দিতে পারে। মিলিয়ন ডলার অর্থনীতির রূপরেখা টেনে দিতে পারে একটি নদী।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাঁচ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

স্বৈরাচাররা যাতে সংসদে প্রবেশ করতে না পারে, সেভাবে সুপারিশ করা হয়েছে : বদিউল আলম

প্রকাশের সময় : ০৮:০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

কুমিল্লা জেলা প্রতিনিধি : 

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, আমাদের রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্ত মুক্ত করতে হবে। যেন স্বৈরাচার ফ্যাসিস্ট ফিরে এসে সংসদে আসন নিতে না পারে। যেসব দুর্বৃত্তরা মানুষ খুন ও মানবতাবিরোধী অপরাধ করেছে তারা যেন কোন রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত ও রাজনীতিতে কোনো ভূমিকা রাখতে না পারে সেজন্য রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে।

শনিবার (১৮ জানুয়ারী) দুপুরে কুমিল্লা বার্ডে ময়নামতি মিলনায়তনে ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’ আয়োজিত ড্রিম মেগাসিটি কুমিল্লা ও এ এইচ কে স্যাটেলাইট সিটি বিষয়ে প্রণীত কার্যপত্র মূল্যায়ন ও অনুমোদন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে। যারা মানুষ খুন করেছে, যারা বিচারবহির্ভূত হত্যা করেছে, যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে, যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তারা যেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্ভুক্ত না হতে পারে। কোনো রাজনীতিতে তারা যেন ভূমিকা রাখতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, আমাদের সংসদ ভবন পৃথিবী বিখ্যাত। এখানে কুৎসিত লোকগুলো আবার যাতে প্রবেশ করতে না পারে, সংস্কারে সে সুপারিশ করেছি। নির্বাচনে যারা অংশ নেবেন, তাদের যোগ্যতা নিয়েও অনেকগুলো সুপারিশ রয়েছে। আশা করি, সরকার এবং রাজনৈতিক দলগুলো এসব সুপারিশ গ্রহণ করবে। দুর্বৃত্তদের কোনো রাজনৈতিক দলে সম্পৃক্ত হওয়ার পথ আটকাতেও সুপারিশ করা হয়েছে।

বদিউল আলম মজুমদার বলেন, ১৫০টির মতো সংস্কার সুপারিশ করা হয়েছে। গত তিনটি যে কলঙ্কজনক নির্বাচন হয়েছে, যে জালিয়াতির নির্বাচনে হয়েছে তার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছি। একটি স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ এবং জবাবদিহিতার আওতায় আনতে আলাদা একটি কর্তৃপক্ষ গঠনেরও সুপারিশ করা হয়েছে।

বদিউল আলম বলেন, আমাদের চব্বিশের গণঅভ্যুত্থানে প্রায় তিন হাজার মানুষ প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন ২৫ থেকে ৩০ হাজার। অনেকে চোখ হারিয়েছেন, তাদের সবার আত্মদান যেন বৃথা না যায়।

বদিউল আলম মজুমদার বলেন, ২০১৮ সালের নির্বাচনে ভোট জালিয়াতিতে জড়িত প্রশাসনিক কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে সুপারিশ করা হয়েছে। শহীদের আত্মত্যাগ যেন বৃথা না যায় সেটি বিবেচনায় রেখেই ১৫০টি সুপারিশ করা হয়েছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

বার্ডের অতিরিক্ত মহাপরিচালক ড. আবদুল করিমের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য দেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম এম শরিফুল করীম, কুমিল্লা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁইয়া।

বক্তারা বলেন, একটি রাস্তা দেশের ভূগোল বদলে দিতে পারে। মিলিয়ন ডলার অর্থনীতির রূপরেখা টেনে দিতে পারে একটি নদী।