Dhaka মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বিসিবির সহকারী কোচ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৪৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • ২৭০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

চুক্তির মেয়াদ এক বছরের বেশি সময় বাকি থাকতেই বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচের চাকরি ছেড়েছেন নিক পোথাস। পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন দক্ষিণ আফ্রিকার এই সাবেক ব্যাটসম্যান। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার এক মাস আগেই হঠাৎ এ ঘোষণা দেন তিনি। ২০২৩ সালের এপ্রিলে নিয়োগ পাওয়া এই কোচের চুক্তির মেয়াদ ছিল আগামী বছরের মার্চ পর্যন্ত।

শুক্রবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস এই তথ্য নিশ্চিত করেছেন।

৫০ বছর বয়সী পোথাস বাংলাদেশ দলের সঙ্গে সর্বশেষ কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। ডিসেম্বরে সফরটি শেষ হওয়ার পরই বিসিবিকে পোথাস তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন বলে জানান নাফীস, ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই বলে দিয়েছিলেন তিনি আর কাজ করবেন না। বলেছিলেন পারিবারিক সমস্যার কারণে চুক্তির মেয়াদ পূর্ণ করতে পারছেন না।

২০২৬ সালের মার্চ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল তার। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ ইভেন্টের আগ মুহূর্তে এসে বাংলাদেশ ছাড়লেন এই প্রোটিয়া কোচ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি চাকরি ছাড়ার ঘোষণা দিয়ে লিখেছেন, আই উইল মিস ইউ। সব ভালো জিনিসের মতো আমার এই অধ্যায়ও শেষ। বাংলাদেশ ক্রিকেটের অনেকের সঙ্গে আমার অসাধারণ সময় কেটেছে। আমরা একসঙ্গে অনেক রেকর্ড গড়েছি, ইতিহাস গড়েছি এবং অসাধারণ স্মৃতি সঞ্চয় করেছি। এখন পরিবারের সঙ্গে কিছু ভালো সময় কাটানোর অপেক্ষা। এরপর দেখা যাবে পরের অধ্যায়ে কী আছে।

দায়িত্ব ছাড়লেও বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা জানিয়ে পোথাস। তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটে সামনে অসাধারণ একটা বছর অপেক্ষা করছে। দলের সকলের জন্য শুভকামনা। তোমাদের মিস করবো।’

২০২৩ সালে বাংলাদেশের কোচিং প্যানেলে যোগ দিয়েছিলেন পোথাস। তার আগে ২০১৭-১৮ মৌসুমে শ্রীলঙ্কা দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। তাছাড়া ২০১৮-১৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ছিলেন এই প্রোটিয়া। প্রধান কোচের দায়িত্ব ছাড়াও সহকারি কোচ, ফিল্ডিং কোচের ভূমিকায়ও দেখা গেছে পোথাসকে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে : প্রধান উপদেষ্টা

পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বিসিবির সহকারী কোচ

প্রকাশের সময় : ১২:৪৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

চুক্তির মেয়াদ এক বছরের বেশি সময় বাকি থাকতেই বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচের চাকরি ছেড়েছেন নিক পোথাস। পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন দক্ষিণ আফ্রিকার এই সাবেক ব্যাটসম্যান। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার এক মাস আগেই হঠাৎ এ ঘোষণা দেন তিনি। ২০২৩ সালের এপ্রিলে নিয়োগ পাওয়া এই কোচের চুক্তির মেয়াদ ছিল আগামী বছরের মার্চ পর্যন্ত।

শুক্রবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস এই তথ্য নিশ্চিত করেছেন।

৫০ বছর বয়সী পোথাস বাংলাদেশ দলের সঙ্গে সর্বশেষ কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। ডিসেম্বরে সফরটি শেষ হওয়ার পরই বিসিবিকে পোথাস তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন বলে জানান নাফীস, ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই বলে দিয়েছিলেন তিনি আর কাজ করবেন না। বলেছিলেন পারিবারিক সমস্যার কারণে চুক্তির মেয়াদ পূর্ণ করতে পারছেন না।

২০২৬ সালের মার্চ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল তার। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ ইভেন্টের আগ মুহূর্তে এসে বাংলাদেশ ছাড়লেন এই প্রোটিয়া কোচ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি চাকরি ছাড়ার ঘোষণা দিয়ে লিখেছেন, আই উইল মিস ইউ। সব ভালো জিনিসের মতো আমার এই অধ্যায়ও শেষ। বাংলাদেশ ক্রিকেটের অনেকের সঙ্গে আমার অসাধারণ সময় কেটেছে। আমরা একসঙ্গে অনেক রেকর্ড গড়েছি, ইতিহাস গড়েছি এবং অসাধারণ স্মৃতি সঞ্চয় করেছি। এখন পরিবারের সঙ্গে কিছু ভালো সময় কাটানোর অপেক্ষা। এরপর দেখা যাবে পরের অধ্যায়ে কী আছে।

দায়িত্ব ছাড়লেও বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা জানিয়ে পোথাস। তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটে সামনে অসাধারণ একটা বছর অপেক্ষা করছে। দলের সকলের জন্য শুভকামনা। তোমাদের মিস করবো।’

২০২৩ সালে বাংলাদেশের কোচিং প্যানেলে যোগ দিয়েছিলেন পোথাস। তার আগে ২০১৭-১৮ মৌসুমে শ্রীলঙ্কা দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। তাছাড়া ২০১৮-১৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ছিলেন এই প্রোটিয়া। প্রধান কোচের দায়িত্ব ছাড়াও সহকারি কোচ, ফিল্ডিং কোচের ভূমিকায়ও দেখা গেছে পোথাসকে।