আন্তর্জাতিক ডেস্ক :
আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ৪৮তম জন্মদিনে তাকে একটি সুন্দর স্কার্ফ উপহার দিয়েছেন। বুকে জড়িয়ে ইতালির প্রধানমন্ত্রীকে স্কার্ফ পরিয়ে দিয়েছেন তিনি। এছাড়া এক হাঁটু গেড়ে বসে ‘তান্তি আউগুরি’ নামে জন্মদিনের শুভেচ্ছার গান গেয়েছেন।
বুধবার (১৫ জানুয়ারি) আবুধাবিতে ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিটে এ কাণ্ড ঘটিয়েছেন এডি রামা।
আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা জর্জিয়া মেলোনির থেকে বেশ লম্বা। এজন্য এডি হাঁটু গেড়ে মোলোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এই দুই নেতা আবু ধাবিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফিউটার এনার্জি সামিটে অংশ নিতে গেলে এমন দৃশ্য দেখা যায়।
সামাজিকমাধ্যমে এই মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, মেলোনি অন্য নেতাদের সঙ্গে হেটে আসছেন। তখন তার কাছে হাঁটু গেড়ে বসেন এডি রামা। এটি দেখে মেলোনি তার কাছে ছুটে আসেন। এক পর্যায়ে রামা তাকে বুকে জড়িয়ে নিয়ে জন্মদিনের উপহার প্রদান করেন।
হালকা ওজনের এই স্কার্ফটি ডিজাইন করেছিলেন একজন ইতালীয় ডিজাইনার, যিনি আলবেনিয়ায় বসবাস করছেন। স্কার্ফটি বাক্স থেকে বের করার পর অনেকটা হিজাবের মতো করে তা মেলোনির মাথায় পরিয়ে দেন এডি রামা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ভিডিওটি পোস্টের পর অনেকেই এডির সমালোচনা করেছেন। কেউ বলেছেন, এডি যা করেছেন তা হচ্ছে ‘ভাঁড়ামি’। আবার কেউ বলেছেন, ‘বিচ্ছিরি ঘটনা।’
ইতালির প্রধানমন্ত্রী মেলোনি ডানপন্থী ব্রাদার্স অফ ইতালির নেতৃত্ব দিচ্ছেন এবং রামা আলবেনিয়ার সমাজতান্ত্রিক দলের নেতৃত্ব দিচ্ছেন। তাদের রাজনৈতিক বিশ্বাস ভিন্ন হওয়া সত্ত্বেও, এই দুই নেতার মধ্যে একটি ভালো কার্যকরী সম্পর্ক বজায় রয়েছে। গত বছর মেলোনি যখন রামার সাথে ইতালিতে আটক কিছু অভিবাসীকে আলবেনিয়ার আটক কেন্দ্রে পাঠানোর জন্য একটি চুক্তি করেছিলেন, তখন এটি স্পষ্ট হয়ে ওঠে।