Dhaka রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হাসপাতালের দ্বিতীয় তলায় তার লাশ পায় পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টায় হাসপাতাল প্রাঙ্গণে তাকে গণপিটুনি দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে ওই ব্যক্তি হাসপাতালের নিচতলা গাইনি ওয়ার্ড থেকে একজনের মোবাইল ফোন চুরি করার সময় ধরা পড়ে। এ সময় জনতা তাকে পেটাতে পেটাতে হাসপাতালের বাইরে নিয়ে আসে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই আলমগীর হোসেন বলেন, এ ঘটনার তদন্ত করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত হলে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাঁচ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

টাঙ্গাইলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

প্রকাশের সময় : ০৯:৫৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হাসপাতালের দ্বিতীয় তলায় তার লাশ পায় পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টায় হাসপাতাল প্রাঙ্গণে তাকে গণপিটুনি দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে ওই ব্যক্তি হাসপাতালের নিচতলা গাইনি ওয়ার্ড থেকে একজনের মোবাইল ফোন চুরি করার সময় ধরা পড়ে। এ সময় জনতা তাকে পেটাতে পেটাতে হাসপাতালের বাইরে নিয়ে আসে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই আলমগীর হোসেন বলেন, এ ঘটনার তদন্ত করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত হলে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।