Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হামজার সঙ্গে সাক্ষাৎ করলেন বাফুফে সভাপতি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৪৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • ২০০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ জাতীয় দলের লেস্টার সিটি মিডফিল্ডার হামজা চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আওয়াল। হামজার পরিবারের সঙ্গেও দেখা করেন তিনি।

ইংল্যান্ডের কিং পাওয়ার স্টেডিয়ামে হামজা ও তার পরিবারের সঙ্গে বেশ খানিকটা সময় কাটিয়েছেন বাফুফে সভাপতি। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে সেখানে লেস্টার সিটির ম্যাচও উপভোগ করেছেন। বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তাদের একটি ছবি প্রকাশ করা হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, বাফুফে সভাপতির সঙ্গে পোজ দিয়েছেন হাস্যজ্জ্বল হামজা। ভাইরাল হওয়া ছবির ক্যাপশনে জানানো হয়, হামজার সঙ্গে দারুণ সম্পর্ক গড়ার লক্ষ্যেই এই সাক্ষাৎ।

ডিসেম্বরে বাফুফে এক বিজ্ঞপ্তিতে জানায়, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এ সদ্ধিান্ত জানিয়েছে।

পরে ফুটবলার হামজা চৌধুরী নিজেও তার ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তা দেন, ‘সব কিছু ঠিকমতো চলছে। বাংলাদেশের হয়ে খেলতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আশা করছি শিগগিরই দেখা হবে।’

হামজা আগেই বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়েছেন। গত ২৪ সেপ্টেম্বর ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) তাকে বাংলাদেশের জার্সিতে খেলার ব্যাপারে অনাপত্তিপত্র দেয়। পরের পদক্ষেপ হিসেবে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করে বাফুফে। এই কমিটির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠিও পেয়েছে বাফুফে। এবার অপেক্ষা লাল-সবুজের জার্সি পরে মাঠে নামার।

বাংলাদেশের জার্সি গায়ে চড়ানোর আগেই ইংলিশ ক্লাব লেস্টার সিটি ছাড়তে চলেছেন হামজা। লেস্টার ছেড়ে মৌসুমের বাকি অংশে খেলতে যোগ দিতে পারেন ইংলিশ চ্যাম্পিয়নশিপ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে। ব্রিটিশ গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, দুই পক্ষের মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত। শেফিল্ড খুব করে চাচ্ছে হামজাকে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

হামজার সঙ্গে সাক্ষাৎ করলেন বাফুফে সভাপতি

প্রকাশের সময় : ০১:৪৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ জাতীয় দলের লেস্টার সিটি মিডফিল্ডার হামজা চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আওয়াল। হামজার পরিবারের সঙ্গেও দেখা করেন তিনি।

ইংল্যান্ডের কিং পাওয়ার স্টেডিয়ামে হামজা ও তার পরিবারের সঙ্গে বেশ খানিকটা সময় কাটিয়েছেন বাফুফে সভাপতি। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে সেখানে লেস্টার সিটির ম্যাচও উপভোগ করেছেন। বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তাদের একটি ছবি প্রকাশ করা হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, বাফুফে সভাপতির সঙ্গে পোজ দিয়েছেন হাস্যজ্জ্বল হামজা। ভাইরাল হওয়া ছবির ক্যাপশনে জানানো হয়, হামজার সঙ্গে দারুণ সম্পর্ক গড়ার লক্ষ্যেই এই সাক্ষাৎ।

ডিসেম্বরে বাফুফে এক বিজ্ঞপ্তিতে জানায়, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এ সদ্ধিান্ত জানিয়েছে।

পরে ফুটবলার হামজা চৌধুরী নিজেও তার ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তা দেন, ‘সব কিছু ঠিকমতো চলছে। বাংলাদেশের হয়ে খেলতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আশা করছি শিগগিরই দেখা হবে।’

হামজা আগেই বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়েছেন। গত ২৪ সেপ্টেম্বর ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) তাকে বাংলাদেশের জার্সিতে খেলার ব্যাপারে অনাপত্তিপত্র দেয়। পরের পদক্ষেপ হিসেবে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করে বাফুফে। এই কমিটির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠিও পেয়েছে বাফুফে। এবার অপেক্ষা লাল-সবুজের জার্সি পরে মাঠে নামার।

বাংলাদেশের জার্সি গায়ে চড়ানোর আগেই ইংলিশ ক্লাব লেস্টার সিটি ছাড়তে চলেছেন হামজা। লেস্টার ছেড়ে মৌসুমের বাকি অংশে খেলতে যোগ দিতে পারেন ইংলিশ চ্যাম্পিয়নশিপ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে। ব্রিটিশ গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, দুই পক্ষের মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত। শেফিল্ড খুব করে চাচ্ছে হামজাকে।