Dhaka রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন কখন হবে, সেটা সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে : গোয়েন লুইস

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেছেন, নির্বাচন কখন হবে, সেটা সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

গোয়েন লুইস বলেন, আমরা নির্বাচনের সময়সীমা নিয়ে কিছু বলতে চাই না। নির্বাচন কখন হবে, সেটা সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে। আমরা সময়সীমা নিয়ে কিছু বলতে চাই না। আমরা নির্বাচনে শুধু কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে চাই। জাতিসংঘ কারিগরিসহ সব ধরনের সহযোগিতা দিতে আগ্রহী।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে কারিগরিসহ সব ধরনের সহযোগিতা দিতে আগ্রহী জাতিসংঘ। আজ আমরা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছি। কমিশনের চাহিদা অনুযায়ী আমরা সহযোগিতা দেব।

গোয়েন লুইস বলেন, নির্বাচনে সহায়তার জন্য প্রতিনিধিদল আগামীকাল বুধবার চট্টগ্রাম যাবে। সেখানে নির্বাচনী বিভিন্ন অংশীজন যেমন- রাজনৈতিক দল, সুশীল সমাজ, বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবে। প্রতিনিধি দল ফিরে এসে প্রতিবেদন দেবে।

গোয়েন লুইস আরো বলেন, আমরা নির্বাচন কমিশনের অনুরোধে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা করতে এসেছি। নির্বাচন কমিশন আগামী নির্বাচনের জন্য জাতিসংঘের কাছে চিঠি লিখে কারিগরি সহায়তা চেয়েছে।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের অনুরোধের প্রেক্ষিতে জাতিসংঘ তাদের পর্যালোচনা দল পাঠিয়েছে। নির্বাচন কমিশনের কী প্রয়োজন তা নিয়ে মঙ্গলবার সকালে আমরা তাদের সঙ্গে বৈঠক করেছি।’ নির্বাচন কমিশন একটি সহায়তার তালিকা দিয়েছে বলে তিনি জানান।

গোয়েন লুইস বলেন, ‘আমি পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ বিষয়ে তাদের মতামত জানতে চেয়েছি। আগামীকাল আমাদের পর্যালোচনা দলটি চট্টগ্রামে যাবে। সামনের কয়েক দিন তারা সেখানকার স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করবে।’

তিনি বলেন, জাসিংঘের পর্যালোচনা দলটি আগামী ১০ দিন সুশীল সমাজ, অ্যাকাডেমিয়া, বিভিন্ন রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে বৈঠক করবেন।

আবাসিক প্রতিনিধি আরো বলেন, এটি একটি টেকনিক্যাল বিষয়। এখন পর্যন্ত নির্বাচন কমিশন কমিউনিকেশন্স সহায়তা, ডিসইনফরমেশন প্রতিরোধ, তথ্যপ্রযুক্তি সহায়তা, সফটওয়্যার ও হার্ডওয়্যার, ট্রান্সপোর্ট সহায়তাসহ অন্যান্য বিষয়ের কথা জানিয়েছে। জাতিসংঘ এ ব্যাপারে কী করতে পারবে তা পর্যালোচনা করে বাংলাদেশকে জানাবে সফররত পর্যালোনা দলটি।

কতগুলো রাজনৈতিক দলের সঙ্গে জাতিসংঘ দল বৈঠক করবে জানতে চাইলে তিনি বলেন, ‘যতগুলো আমাদের পক্ষে সম্ভব।’

নির্বাচন কমিশন ভোটার নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে এবং সেটির জন্যও সহায়তা চাওয়া হয়েছে বলে তিনি জানান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কুরআন-সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি : মির্জা ফখরুল

নির্বাচন কখন হবে, সেটা সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে : গোয়েন লুইস

প্রকাশের সময় : ০৬:০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেছেন, নির্বাচন কখন হবে, সেটা সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

গোয়েন লুইস বলেন, আমরা নির্বাচনের সময়সীমা নিয়ে কিছু বলতে চাই না। নির্বাচন কখন হবে, সেটা সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে। আমরা সময়সীমা নিয়ে কিছু বলতে চাই না। আমরা নির্বাচনে শুধু কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে চাই। জাতিসংঘ কারিগরিসহ সব ধরনের সহযোগিতা দিতে আগ্রহী।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে কারিগরিসহ সব ধরনের সহযোগিতা দিতে আগ্রহী জাতিসংঘ। আজ আমরা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছি। কমিশনের চাহিদা অনুযায়ী আমরা সহযোগিতা দেব।

গোয়েন লুইস বলেন, নির্বাচনে সহায়তার জন্য প্রতিনিধিদল আগামীকাল বুধবার চট্টগ্রাম যাবে। সেখানে নির্বাচনী বিভিন্ন অংশীজন যেমন- রাজনৈতিক দল, সুশীল সমাজ, বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবে। প্রতিনিধি দল ফিরে এসে প্রতিবেদন দেবে।

গোয়েন লুইস আরো বলেন, আমরা নির্বাচন কমিশনের অনুরোধে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা করতে এসেছি। নির্বাচন কমিশন আগামী নির্বাচনের জন্য জাতিসংঘের কাছে চিঠি লিখে কারিগরি সহায়তা চেয়েছে।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের অনুরোধের প্রেক্ষিতে জাতিসংঘ তাদের পর্যালোচনা দল পাঠিয়েছে। নির্বাচন কমিশনের কী প্রয়োজন তা নিয়ে মঙ্গলবার সকালে আমরা তাদের সঙ্গে বৈঠক করেছি।’ নির্বাচন কমিশন একটি সহায়তার তালিকা দিয়েছে বলে তিনি জানান।

গোয়েন লুইস বলেন, ‘আমি পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ বিষয়ে তাদের মতামত জানতে চেয়েছি। আগামীকাল আমাদের পর্যালোচনা দলটি চট্টগ্রামে যাবে। সামনের কয়েক দিন তারা সেখানকার স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করবে।’

তিনি বলেন, জাসিংঘের পর্যালোচনা দলটি আগামী ১০ দিন সুশীল সমাজ, অ্যাকাডেমিয়া, বিভিন্ন রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে বৈঠক করবেন।

আবাসিক প্রতিনিধি আরো বলেন, এটি একটি টেকনিক্যাল বিষয়। এখন পর্যন্ত নির্বাচন কমিশন কমিউনিকেশন্স সহায়তা, ডিসইনফরমেশন প্রতিরোধ, তথ্যপ্রযুক্তি সহায়তা, সফটওয়্যার ও হার্ডওয়্যার, ট্রান্সপোর্ট সহায়তাসহ অন্যান্য বিষয়ের কথা জানিয়েছে। জাতিসংঘ এ ব্যাপারে কী করতে পারবে তা পর্যালোচনা করে বাংলাদেশকে জানাবে সফররত পর্যালোনা দলটি।

কতগুলো রাজনৈতিক দলের সঙ্গে জাতিসংঘ দল বৈঠক করবে জানতে চাইলে তিনি বলেন, ‘যতগুলো আমাদের পক্ষে সম্ভব।’

নির্বাচন কমিশন ভোটার নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে এবং সেটির জন্যও সহায়তা চাওয়া হয়েছে বলে তিনি জানান।