বিনোদন ডেস্ক :
বিশ্বব্যাপী ভক্তদের কাছে স্পাইডারম্যান হিসেবে টম হল্যান্ডের জনপ্রিয়তা আকাশছোঁয়া। এবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এই অভিনেতা! পাত্রী মার্কিন অভিনেত্রী এবং নৃত্যশিল্পী জেনডেয়া মারি স্টোর্মার কোলম্যান, চলচ্চিত্র দুনিয়ায় যিনি জেনডেয়া নামেই খ্যাত। এবার ৮২তম গোল্ডেন গ্লোবে হাজির হয়েছিলেন জেনডায়া। সেখানেই তার আংটি সবার নজর কাড়ে।
পিপল ম্যাগাজিনের বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, জেনডায়া এবং টম হল্যান্ড বাগদান করেছেন। গোল্ডেন গ্লোবে অভিনেত্রীর আঙুলের রিং নিয়ে সামনে হাজির হলে সেই অনুমান নিশ্চিত করেছেন জেনডায়া এবং টম হল্যান্ড।
এই খবরে ভক্তরা অভিনন্দন জানিয়েছেন তারকাজুটিকে। জেনডায়া এবং টম হল্যান্ডের বাগদানের বিষয়টি জানা গেলেও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পর্কে কিছু জানা যায়নি।
জানা যায়, ৪৮ ক্যারেট হীরার আংটির দাম ২ লাখ মার্কিন ডলার বা ২ কোটি ৪২ লাখ টাকা।
জেনডায়া এবার গোল্ডেন গ্লোবে হাজির হয়েছেন মিউজিক্যাল-কমেডি সিনেমা বিভাগের সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়ে। শেষ পর্যন্ত অবশ্য পুরস্কার পাননি। তিনি মনোনয়ন পেয়েছেন গত বছর মুক্তি পাওয়া ‘চ্যালেঞ্জার্স’ দিয়ে।
স্পাইডারম্যানে অভিনয় করার পাঁচ বছর পর, পাপারাজ্জিদের ক্যামেরায় প্রথম এই দম্পতিকে ২০২১ সালে দেখা যায়। চলতি বছর জেনডায়া ও টম হল্যান্ডকে একসঙ্গে আবারও পর্দায় দেখা যাবে। ‘স্পাইডারম্যান’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমায় জুটি বেঁধে হাজির হবেন তারা।
২০১৬ সালে স্পাইডারম্যান সিনেমার সেটে প্রথম সাক্ষাৎ টম-জেনডেয়ার। চার বছর পর একটি অনুষ্ঠানে প্রকাশ্যে চুম্বন করতে দেখা যায় তাদের। এরপর থেকেই বিয়ে ও বাগদান নিয়ে খবর ছড়ানো শুরু হয়।
উল্লেখ্য, ক্রিস্টোফার নোলানের আগামী সিনেমা ‘ওডিসি’তে একসঙ্গে দেখা যাবে টম হল্যান্ড এবং জেনডেয়াকে।