Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

অনিল কাপুরের অভিযোগ কারিনার বিরুদ্ধে

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:২৪:২৬ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
  • ১৮৭ জন দেখেছেন

ফাইল ছবি

বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের বিরুদ্ধে অভিযোগ করেছেন অভিনেতা অনিল কাপুর। সম্প্রতি এক সাক্ষাতকারে অনিল কাপুর বলেন, কারিনা আমার কাছ থেকে অনেক পয়সা নিয়েছে। যদিও কথাটি হাসতে হাসতেই বলেছেন অনিল।

জানা গেছে, কারিনার আমন্ত্রণে একটি চ্যাট শোতে অংশ নিয়েছিলেন অনিল। তাতে অভিযোগ করে অনিল কাপুর বলেন, কারিনা আমার কাছ থেকে অনেক পয়সা নিয়েছে।

পারিশ্রমিক বৈষম্য নিয়ে উত্তাল হলিউড। অভিনেতাদের সমান পারিশ্রমিক না পেলে অভিনেত্রীরা কাজ করবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন। বলিউডে কি এ আওয়াজ জরুরি?

আরও পড়ুন : রাজকুমারের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ড্রিমগার্ল হেমা

এমন প্রশ্নের উত্তরে অনিল বলেন, ভিরা দি ওয়েডিং ছবিতে তুমি যখন অভিনয় করো, তখন অনেকেই আমাকে বলেছিল, আরে এ তো হিরোর থেকেও দেখি বেশি পয়সা চায়। আমিই ওদের কে বলি, বেবো যা চাইবে, তাই দিয়ে দাও।

‘ভিরা দি ওয়েডিং’ সিনেমাটি প্রযোজনা করেছিলেন অনিল কাপুর। সিনেমায় সোনম কাপুরও অভিনয় করেছিলেন। অনিল জানান, পারিশ্রমিক বৈষম্যের শিকার হয়েছেন তিনিও। এমন অনেক ছবি করেছেন যেখানে অভিনেত্রী বেশি পারিশ্রমিক নিয়েছেন। সেই সিনেমাগুলো খুশি মনেই করেছেন অনিল।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

অনিল কাপুরের অভিযোগ কারিনার বিরুদ্ধে

প্রকাশের সময় : ০৫:২৪:২৬ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১

বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের বিরুদ্ধে অভিযোগ করেছেন অভিনেতা অনিল কাপুর। সম্প্রতি এক সাক্ষাতকারে অনিল কাপুর বলেন, কারিনা আমার কাছ থেকে অনেক পয়সা নিয়েছে। যদিও কথাটি হাসতে হাসতেই বলেছেন অনিল।

জানা গেছে, কারিনার আমন্ত্রণে একটি চ্যাট শোতে অংশ নিয়েছিলেন অনিল। তাতে অভিযোগ করে অনিল কাপুর বলেন, কারিনা আমার কাছ থেকে অনেক পয়সা নিয়েছে।

পারিশ্রমিক বৈষম্য নিয়ে উত্তাল হলিউড। অভিনেতাদের সমান পারিশ্রমিক না পেলে অভিনেত্রীরা কাজ করবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন। বলিউডে কি এ আওয়াজ জরুরি?

আরও পড়ুন : রাজকুমারের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ড্রিমগার্ল হেমা

এমন প্রশ্নের উত্তরে অনিল বলেন, ভিরা দি ওয়েডিং ছবিতে তুমি যখন অভিনয় করো, তখন অনেকেই আমাকে বলেছিল, আরে এ তো হিরোর থেকেও দেখি বেশি পয়সা চায়। আমিই ওদের কে বলি, বেবো যা চাইবে, তাই দিয়ে দাও।

‘ভিরা দি ওয়েডিং’ সিনেমাটি প্রযোজনা করেছিলেন অনিল কাপুর। সিনেমায় সোনম কাপুরও অভিনয় করেছিলেন। অনিল জানান, পারিশ্রমিক বৈষম্যের শিকার হয়েছেন তিনিও। এমন অনেক ছবি করেছেন যেখানে অভিনেত্রী বেশি পারিশ্রমিক নিয়েছেন। সেই সিনেমাগুলো খুশি মনেই করেছেন অনিল।