Dhaka সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

তিন দিন বন্ধ থাকবে এলএনজি টার্মিনাল, বিঘ্নিত হবে গ্যাস সরবরাহ

নিজস্ব প্রতিবেদক : 

রক্ষণাবেক্ষণের জন্য বুধবার (১ জানুয়ারি) থেকে শনিবার (৪ জানুয়ারি) পর্যন্ত ৭২ ঘণ্টা একটি এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বন্ধ থাকবে। এতে দিনে ২৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমবে। এসময় বিদ্যুৎ, শিল্প ও বাসাবাড়িতে চলমান গ্যাস সংকট আরও বাড়বে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টা থেকে ৪ জানুয়ারি সকাল ৯টা পর্যন্ত মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মহেশখালীর এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি টার্মনাল থেকে মোট ৭২ ঘণ্টা এলএনজি সরবরাহ বন্ধ থাকবে। এ সময় অন্য সামিটের টার্মিনাল দিয়ে প্রতিদিন প্রায় ৫৭০ থেকে ৫৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে। এ কারণে বিদ্যুৎ খাতে দৈনিক প্রায় ১৫০ থেকে ১৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম পাবে। এছাড়াও অন্যান্য খাতে প্রায় দৈনিক প্রায় ৫০ থেকে ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম পাওয়ার কারণে দেশের কোনও কোনও এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক : দুদক চেয়ারম্যান

তিন দিন বন্ধ থাকবে এলএনজি টার্মিনাল, বিঘ্নিত হবে গ্যাস সরবরাহ

প্রকাশের সময় : ০৫:০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

রক্ষণাবেক্ষণের জন্য বুধবার (১ জানুয়ারি) থেকে শনিবার (৪ জানুয়ারি) পর্যন্ত ৭২ ঘণ্টা একটি এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বন্ধ থাকবে। এতে দিনে ২৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমবে। এসময় বিদ্যুৎ, শিল্প ও বাসাবাড়িতে চলমান গ্যাস সংকট আরও বাড়বে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টা থেকে ৪ জানুয়ারি সকাল ৯টা পর্যন্ত মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মহেশখালীর এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি টার্মনাল থেকে মোট ৭২ ঘণ্টা এলএনজি সরবরাহ বন্ধ থাকবে। এ সময় অন্য সামিটের টার্মিনাল দিয়ে প্রতিদিন প্রায় ৫৭০ থেকে ৫৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে। এ কারণে বিদ্যুৎ খাতে দৈনিক প্রায় ১৫০ থেকে ১৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম পাবে। এছাড়াও অন্যান্য খাতে প্রায় দৈনিক প্রায় ৫০ থেকে ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম পাওয়ার কারণে দেশের কোনও কোনও এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।