নিজস্ব প্রতিবেদক :
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে। জুলাই বিপ্লবে শহীদদের মামলাসহ আইনি সহায়তা দেওয়ার জন্য ৭ দিনের মধ্যে আলাদা সেল গঠন করা হবে।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিভাগের শতাধিক শহীদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে। টাকার জন্য শহীদ পরিবারের আগেই অনেকে মামলা করেছে। এটি বন্ধ করতে হবে।
তিনি বলেন, ‘জুলাই বিপ্লবে শহীদদের মামলাসহ আইনি সহায়তা দেওয়ার জন্য ৭ দিনের মধ্যে আলাদা সেল গঠন করবে আইন মন্ত্রণালয়।’
বিচার চাইতে গেলে বিচারের সকল অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীকে রাখতে হবে বলে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা আছে।
তিনি বলেন, পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। এখানে আমার কিছু করার নেই। যখন পুলিশ চার্জশিট দেয় তখন তা আমার আওতায় আসে। স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে আরও ভালো উত্তর পাওয়া যাবে বলে জানান তিনি। সেখানে আইজিপি, এটর্নি জেনারেলকে রাখার কথাও জানান। এ সময় সারজিস আলমকে মিটিং আয়োজন করার দায়িত্ব দেন তিনি।
পুলিশ কেন মামলা নিলো না কেন গ্রেফতার করলো না এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। এখানে তার কিছু করার থাকে না বলে জানান তিনি। পুলিশ তদন্ত করে চার্কশিট দিলে তা আইন মন্ত্রণালয় দেখে। বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারককে নতুন করে নিয়োগ দিতে হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগের গণহত্যার বিচার তাদের লোক দিয়ে করা সম্ভব নয়। সবাইকে পরিবর্তন করা হয়েছে। তিনি দায়িত্ব নেয়ার দুই সপ্তাহের মধ্যে তাদের পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিচারকাজের ভবনটিও ঠিক করতে হয়েছে। প্রসিকিউশান টিমের সাথে মিটিং করে তাদের যা যা দরকার সব সরবরাহ করা হচ্ছে বলেও জানান তিনি।
সাধারণ কোর্টে যাতে কোনো অসঙ্গতি না হয় এজন্য আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলাদা সেল গঠন করা হবে বলেও জানান তিনি।