Dhaka শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় তরুণীর মরদেহ পোড়ানোর সময় যুবলীগ নেতার ছেলে গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : 

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় গর্তে ঢুকিয়ে এক তরুণীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ফারহান রনি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টায় উপজেলার গাজীর বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

গ্রেপ্তার ফারহান রনি উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভুঁইয়ার ছেলে। ফারহান রনি এলাকার চিহ্নিত মাদককারবারি বলে অভিযোগ স্থানীয়দের।

আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার জাহির মিয়া জানান, উপজেলার গাজীর বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে গত রাতে রাজহাঁস চুরি হয়। মঙ্গলবার সকালে হাঁস খুঁজতে এসে শাহনেওয়াজ ভূঁইয়ার জায়গায় একটি টিনের পরিত্যক্ত ভাঙা ঘর থেকে ধোঁয়ার গন্ধ পান। এ সময় সেখানে থাকা ফারহান রনি নামের ওই যুবক জানান, তিনি পাতা পোড়া দিচ্ছে। এ কথায় বিশ্বাস না হলে হাঁসের মালিক দুই ভাই এনামুল ও রোমান এবং তাদের চাচাতো ভাই ওবায়দুল ওই ঘরের ভেতরে কী হচ্ছে তা তারা দেখতে যান। এ সময় ফারহান ক্ষুব্ধ হয়ে তাদেরকে মারার হুমকি দেন। এতে সন্দেহ বাড়লে তারাসহ গ্রামের লোকজন গিয়ে গর্ত পুড়তে থাকা লাশ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশটি বের করেন।

স্থানীয় বাসিন্দা ওবায়দুল্লাহ বলেন, লাশটি যেভাবে পুড়িয়ে বীভৎস করা হয়েছে এত চিনবার উপায় নেই- এটি নারী না পুরুষের লাশ। তবে হাতে একটি চুড়ি থাকায় পুলিশ সদস্যরা নিশ্চিত হয়েছেন এটি নারীর লাশ।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম জানান, একজনকে পুড়িয়ে ফেলা হয়েছে। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। হাতে চুড়ি থাকায় দেহটি নারীর বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআইয়ের কর্মকর্তারা কাজ করছেন। এ ঘটনায় ফারহান রনি নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রোববার শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করবে এনসিপি

ব্রাহ্মণবাড়িয়ায় তরুণীর মরদেহ পোড়ানোর সময় যুবলীগ নেতার ছেলে গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৪:৫২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : 

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় গর্তে ঢুকিয়ে এক তরুণীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ফারহান রনি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টায় উপজেলার গাজীর বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

গ্রেপ্তার ফারহান রনি উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভুঁইয়ার ছেলে। ফারহান রনি এলাকার চিহ্নিত মাদককারবারি বলে অভিযোগ স্থানীয়দের।

আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার জাহির মিয়া জানান, উপজেলার গাজীর বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে গত রাতে রাজহাঁস চুরি হয়। মঙ্গলবার সকালে হাঁস খুঁজতে এসে শাহনেওয়াজ ভূঁইয়ার জায়গায় একটি টিনের পরিত্যক্ত ভাঙা ঘর থেকে ধোঁয়ার গন্ধ পান। এ সময় সেখানে থাকা ফারহান রনি নামের ওই যুবক জানান, তিনি পাতা পোড়া দিচ্ছে। এ কথায় বিশ্বাস না হলে হাঁসের মালিক দুই ভাই এনামুল ও রোমান এবং তাদের চাচাতো ভাই ওবায়দুল ওই ঘরের ভেতরে কী হচ্ছে তা তারা দেখতে যান। এ সময় ফারহান ক্ষুব্ধ হয়ে তাদেরকে মারার হুমকি দেন। এতে সন্দেহ বাড়লে তারাসহ গ্রামের লোকজন গিয়ে গর্ত পুড়তে থাকা লাশ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশটি বের করেন।

স্থানীয় বাসিন্দা ওবায়দুল্লাহ বলেন, লাশটি যেভাবে পুড়িয়ে বীভৎস করা হয়েছে এত চিনবার উপায় নেই- এটি নারী না পুরুষের লাশ। তবে হাতে একটি চুড়ি থাকায় পুলিশ সদস্যরা নিশ্চিত হয়েছেন এটি নারীর লাশ।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম জানান, একজনকে পুড়িয়ে ফেলা হয়েছে। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। হাতে চুড়ি থাকায় দেহটি নারীর বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআইয়ের কর্মকর্তারা কাজ করছেন। এ ঘটনায় ফারহান রনি নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।