কক্সবাজার জেলা প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয় মাসের এক শিশু এবং তার বাবা-মাসহ পাঁচ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দু’জন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পেকুয়া-বাঁশখালী আঞ্চলিক মহাসড়কের পেকুয়ার টৈটং ইউনিয়নের হাজী বাজারের পাশে মৌলভীবাজার রাস্তার মাথার বটগাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পেকুয়ার টৈটং ইউনিয়নের ধনিয়াকাটার মৃত সৈয়দুল আলমের ছেলে মনিরুল মন্নান (২২), চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্য মার্দাশার মুন্সি মিয়ার ছেলে মো. ফিরোজ (৪৯), পেকুয়ার উজানটিয়া ইউনিয়নের নতুন ঘোনার বজল আহমদের ছেলে মো. আবদুর রহমান (৩৫), কুমিল্লার লাকসাম উপজেলার ফকিরবাড়ী এলাকার শহীদ মিয়ার স্ত্রী শাহীন আক্তার (২৯) ও তাদের ৬ মাস বয়সী শিশু সন্তান জাহেদুল ইসলাম। আহত ব্যক্তির নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও ট্রাফিক পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা জসিম উদ্দিন জানান, কুয়াশাচ্ছন্ন সকালে পেকুয়া থেকে একটি নম্বরহীন সিএনজি অটোরিকশা যাত্রী বোঝাই করে চট্টগ্রাম যাচ্ছিল। পেকুয়া-বাঁশখালী আঞ্চলিক মহাসড়কের টৈটংয়ের হাজী বাজারের পাশে মৌলভীবাজার রাস্তার মাথা বটগাছ তলা এলাকায় একটি দ্রুতগামী ডাম্পট্রাকের (চট্ট মেট্রো-শ- ১১-৪৪৫৯) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা স্বামী-স্ত্রীসহ চার যাত্রী ঘটনাস্থলে নিহত হন। সিএনজিতে থাকা অপর দুই যাত্রীকে আশংকাজনক অবস্থায় নিকটস্থ হাসপাতালে নেওয়ার পথে শিশু জাহেদুলও মারা যায়। অপর যাত্রীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে। তবে ডাম্পারের চালক পলাতক রয়েছেন। মরদেহ পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মর্গে রাখা হয়েছে।