বিনোদন ডেস্ক :
আসছে ঈদে ‘বরবাদ’ হবেন শাকিবিয়ানরা। এটাই যেন পণ তাদের। পরিচালক মেহেদী হাসান হৃদয়ও তাদের মনোবাসনা পূরণ করতে মাঠে আছেন। চলছে ছবির শুটিং। তবে শাকিব ভক্তরা চাইছিলেন হলে যাওয়ার আগে নিজেদের একটু ঝলসে নিতে। সে দাবি পূরণ করল ‘বরবাদ’-এর ফার্স্ট লুক।
বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ছবির প্রথম পোস্টার প্রকাশ করা হয়।
যা ছিল বিধ্বংসী। আগুনের লেলিহান শিখার ওপর রক্তে রঞ্জিত গাড়ি। তার ওপর অস্ত্র হাতে বসে শাকিব। অবয়ব রক্তমাখা। চোখে মুখে হিংস্রতা।
এরকম ফার্স্ট লুকে আশাতীতভাবে ঝলসে যাচ্ছেন শাকিবিয়ানরা। কেউ লিখেছেন, ‘মন আর মুখের ভাষা কেড়ে নিল।’ কারও মতে, ‘পুরাই মাথা নষ্ট।’ কারও কথায়, ‘অস্থির।’ মন্তব্যের পাশাপাশি শেয়ার ও প্রতিক্রিয়ার মাধ্যমে ভালোবাসায় ভরিয়েছেন নেটিজেনরা।
পোস্টার উন্মোচনের পর শাকিব খান বলেন, ‘একটা সময় বলেছিলাম, আমাদের ছবি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে হলিউড, বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা বিশ্বের ৭টি মহাদেশে প্রদর্শিত হয়। এর আগে প্রিয়তমা ছবির ভালোবাসা পেয়েছি, তুফান তুলেছি। তবে বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে। খুব শিগগিরই আমাদের ছবি ১০০ বা ২০০ কোটির ক্লাবে জায়গা করে নেবে।’
শাকিব খান জানালেন, সিনেমার গল্প শোনানোর জন্য নির্মাতাকে ১৫ মিনিট সময় দিয়েছিলেন তিনি। গল্পটা শুনে তার ভীষণ পছন্দ হয়। যে কারণে এই সিনেমায় কাজ করার সিদ্ধান্ত নেন।
ঢালিউড সুপারস্টার বলেন, ‘আমি মেহেদীকে চুজ করিনি, সেই আমাকে নিয়েছে। প্রথমদিন মেহেদী আমাকে বলে, ছবির গল্প শোনাবে। আমি বলি, তোমার হাতে সময় মাত্র ১৫ মিনিট। শুধু লাইনআপটা বললেই হবে। আমি কোনো একটা কাজে যাচ্ছিলাম। শোনার পর আমার যেখানে যাওয়ার কথা ছিল সেখানে ফোন করে বললাম, আমি আসছি, অপেক্ষা করুন। এরপর গল্পটাও শুনলাম।’
তিনি আরও বলেন, ‘গল্প শোনার পর তাকে বললাম, তোমার কি প্রডিউসার আছে, নাকি আমি ইনভেস্ট করব? সে বলল, ভাইয়া আপনি এখন পর্যন্ত যত বড় বাজেটে কাজ করেছেন, তার চেয়ে যদি বড় বাজেটে কাজ করতে না পারি সিনেমাই করব না।’
অনুষ্ঠানে ছবিটির মোশন পোস্টার উন্মোচন করা হয়। পোস্টারে দেখা যায়, রক্তাক্ত মুখে পিস্তল হাতে গাড়ির ওপর বসে আছেন শাকিব। তর্জনী ঠোঁটের কাছে এনে তিনি বলছেন, ‘সাইলেন্স’।
বরবাদ সিনেমা দিয়ে আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন শাকিব খান ও ইধিকা পাল। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত। ২০২৫ সালের ঈদে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এছাড়া, ‘বরবাদ’ সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।
বিনোদন ডেস্ক 
























