Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

১৪ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন অশ্বিন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:৪৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • ১৯৯ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ব্রিসবেন টেস্ট ড্র হওয়ার পর ওই টেস্টের একাদশে না থাকা রবীচন্দ্রন অশ্বিন কেড়ে নিলেন সব আলো। আকস্মিকভাবে সিরিজের মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী।

বুধবার (১৮ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্ট শেষে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অবসর ঘোষণা করেন তিনি।

৩৮ বছর বয়সী অশ্বিন বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে এটাই আমার শেষ দিন। আমি মনে করি ক্রিকেটে দেয়ার মতন আমার আরও কিছু আছে, তবে সেটা ক্লাব পর্যায়ের জন্য। কাজেই এটাই শেষ দিন। আমার অনেক স্মৃতি থাকবে রোহিতসহ সবার সঙ্গে। আমররা শেষ কয়েকজন বুড়ো যারা ড্রেসিং রুমে ছিলাম (হাসি)। অনেকেই ধন্যবাদ দিতে হয়। বিসিসিআইকে ধন্যাবাদ সুযোগ দেওয়ায়। আমার সব সতীর্থ, সব কোচ, সব অধিনায়ক যাদের অধীনে খেলেছি সবাইকে ধন্যবাদ। এটা আমার আবেগী মুহুর্ত, কারো কোন প্রশ্ন এখন নিচ্ছি না।

১০৬ টেস্ট খেলে অশ্বিনের ঝুলিতে আছে ৫৩৭ উইকেট। অনিল কুম্বলের (৬১৯) পর তিনিই সাদা পোশাকে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। ১১৬ ওয়ানডেতে ১৫৬ ও ৬৫ টি-টোয়েন্টিতে ৭২ উইকেট নিয়েছেন তিনি। টেস্টে ৩৭বার পাঁচ উইকেট নিয়েছেন অশ্বিন। মুত্তিয়া মুরালিধরনের পর শেন ওয়ার্নের সঙ্গে যা যৌথ সর্বোচ্চ। টেস্টে সবচেয়ে বেশি ২৬৮বার বাঁহাতি ব্যাটারদের আউট করার রেকর্ডও আছে তার।

ব্যাটিংয়েও স্মরণীয় অনেক মুহুর্ত আছে তার। টেস্টে ১৪ ফিফটি ও ৬ সেঞ্চুরিতে সাড়ে তিন হাজারের উপর রান আছে অশ্বিনের। একই টেস্টে পাঁচ উইকেট ও সেঞ্চুরি করার নজির চারবার রেখেছেন তিনি। যা ইয়ান বোথামের (৫বার) পর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

ব্রিসবেনে তৃতীয় টেস্ট ড্রয়ের পর মেলবোর্ন ও সিডনিতে বাকি দুই টেস্ট হতে পারে রোমাঞ্চকর। ওই দুই ভেন্যুর উইকেটও কিছুটা স্পিন সহায়ক। তবে তাতে খেলার সুযোগ না দিয়ে বিদায় বলে দিলেন অশ্বিন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

১৪ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন অশ্বিন

প্রকাশের সময় : ০৫:৪৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

ব্রিসবেন টেস্ট ড্র হওয়ার পর ওই টেস্টের একাদশে না থাকা রবীচন্দ্রন অশ্বিন কেড়ে নিলেন সব আলো। আকস্মিকভাবে সিরিজের মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী।

বুধবার (১৮ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্ট শেষে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অবসর ঘোষণা করেন তিনি।

৩৮ বছর বয়সী অশ্বিন বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে এটাই আমার শেষ দিন। আমি মনে করি ক্রিকেটে দেয়ার মতন আমার আরও কিছু আছে, তবে সেটা ক্লাব পর্যায়ের জন্য। কাজেই এটাই শেষ দিন। আমার অনেক স্মৃতি থাকবে রোহিতসহ সবার সঙ্গে। আমররা শেষ কয়েকজন বুড়ো যারা ড্রেসিং রুমে ছিলাম (হাসি)। অনেকেই ধন্যবাদ দিতে হয়। বিসিসিআইকে ধন্যাবাদ সুযোগ দেওয়ায়। আমার সব সতীর্থ, সব কোচ, সব অধিনায়ক যাদের অধীনে খেলেছি সবাইকে ধন্যবাদ। এটা আমার আবেগী মুহুর্ত, কারো কোন প্রশ্ন এখন নিচ্ছি না।

১০৬ টেস্ট খেলে অশ্বিনের ঝুলিতে আছে ৫৩৭ উইকেট। অনিল কুম্বলের (৬১৯) পর তিনিই সাদা পোশাকে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। ১১৬ ওয়ানডেতে ১৫৬ ও ৬৫ টি-টোয়েন্টিতে ৭২ উইকেট নিয়েছেন তিনি। টেস্টে ৩৭বার পাঁচ উইকেট নিয়েছেন অশ্বিন। মুত্তিয়া মুরালিধরনের পর শেন ওয়ার্নের সঙ্গে যা যৌথ সর্বোচ্চ। টেস্টে সবচেয়ে বেশি ২৬৮বার বাঁহাতি ব্যাটারদের আউট করার রেকর্ডও আছে তার।

ব্যাটিংয়েও স্মরণীয় অনেক মুহুর্ত আছে তার। টেস্টে ১৪ ফিফটি ও ৬ সেঞ্চুরিতে সাড়ে তিন হাজারের উপর রান আছে অশ্বিনের। একই টেস্টে পাঁচ উইকেট ও সেঞ্চুরি করার নজির চারবার রেখেছেন তিনি। যা ইয়ান বোথামের (৫বার) পর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

ব্রিসবেনে তৃতীয় টেস্ট ড্রয়ের পর মেলবোর্ন ও সিডনিতে বাকি দুই টেস্ট হতে পারে রোমাঞ্চকর। ওই দুই ভেন্যুর উইকেটও কিছুটা স্পিন সহায়ক। তবে তাতে খেলার সুযোগ না দিয়ে বিদায় বলে দিলেন অশ্বিন।