বরিশাল জেলা প্রতিনিধি :
বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে দুদকের বরিশাল অফিসের সহকারী পরিচালক রাজ কুমার সাহার ও খন্দকার কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল ওই অভিযানে অংশ নেয়।
আটককৃতরা হলেন, শাহিদা বেগম ও তার সহযোগী। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
জানা গেছে, বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্মে সেবা প্রত্যাশীরা মারাত্মক ভোগান্তির শিকার হয়ে আসছিলেন। দালাল চক্রের সঙ্গে ওই অফিসের কর্মকর্তা-কর্মচারী, নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরাও জড়িত বলে অভিযোগ রয়েছে। এর আগে দুইবার দুদক অভিযান চালিয়ে কাউকে আইনের আওতায় নিয়ে আসতে না পারলেও এবার তৃতীয় দফায় তারা দুজনকে আটক করতে সক্ষম হয়েছে।
দুর্নীতি দমন কমিশন বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক এইচএম আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়ম বহির্ভূতভাবে কাজের অভিযোগ পেয়ে দুদক আজ অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে। তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা গ্রহণ করবেন।