Dhaka মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিজয়ের সেঞ্চুরিতে ঢাকার বিপক্ষে দুর্দান্ত জয় খুলনার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:২২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ২৪২ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

এনামুল হক বিজয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) ঢাকাকে ২১ রানে হারিয়েছে খুলনা। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই ওপেনারের এটি দ্বিতীয় সেঞ্চুরি।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা খুলনা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮০ রান করে। জবাবে ৪ উইকেটে ১৫৯ রানে শেষ হয় ঢাকার ইনিংস।

টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৪১ রান তোলে খুলনা। বিজয় সাবলীল ব্যাটিং করে গেলেও আরেক ওপেনার ইমরুল কায়েস ফেরেন ১৪ রানে। দ্বিতীয় উইকেটে আজিজুল হাকিম তামিম ও বিজয় ৪৯ রানের আরেকটি জুটি গড়েন। ১৮ রানে আউট হন তামিম। তবে শেষ পর্যন্ত ৬৭ বলে ১০১ রানে অপরাজিত থাকেন বিজয়। ইনিংসে ছিল ১০টি চার ও ৫টি ছক্কা।

শেষ দিকে ২১ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন খুলনার অধিনায়ক নুরুল হাসান সোহান। যার সৌজন্যে ৩ উইকেটে ১৮০ রানের স্কোর পায় তারা। ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন ঢাকার স্পিনার নাজমুল ইসলাম অপু।

১৮১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৩২ রানে তিন টপ অর্ডার জাওয়াদ আবরার (১১), রনি তালুকদার (৭) ও সাইফ হাসানের (১০) উইকেট হারায়। পঞ্চম উইকেটে ৮৭ রানের একটি জুটি গড়েন তাইবুর রহমান ও মাহিদুল ইসলাম অঙ্কন। ৫ ছক্কা ও ৩ চারে ৪১ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন তাইবুর। অঙ্কন অপরাজিত থাকেন ২৩ বলে ৪ ছক্কা ও ২ চারে ৪৩ রানে। খুলনার হয়ে জায়েদ উল্লাহ ৩টি উইকেট পান।

পঞ্চম রাউন্ড শেষে তিন হার ও দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে উঠেছে। এই ম্যাচের আগ পর্যন্ত টেবিলের সবার নিচে ছিল তারা। এই হারে ঢাকার অবস্থান এখন টেবিলে সবার নিচে। ৫ ম্যাচে চার হার ও একটি জয় তাদের।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে : সালাহউদ্দিন আহমদ

বিজয়ের সেঞ্চুরিতে ঢাকার বিপক্ষে দুর্দান্ত জয় খুলনার

প্রকাশের সময় : ০৪:২২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

এনামুল হক বিজয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) ঢাকাকে ২১ রানে হারিয়েছে খুলনা। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই ওপেনারের এটি দ্বিতীয় সেঞ্চুরি।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা খুলনা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮০ রান করে। জবাবে ৪ উইকেটে ১৫৯ রানে শেষ হয় ঢাকার ইনিংস।

টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৪১ রান তোলে খুলনা। বিজয় সাবলীল ব্যাটিং করে গেলেও আরেক ওপেনার ইমরুল কায়েস ফেরেন ১৪ রানে। দ্বিতীয় উইকেটে আজিজুল হাকিম তামিম ও বিজয় ৪৯ রানের আরেকটি জুটি গড়েন। ১৮ রানে আউট হন তামিম। তবে শেষ পর্যন্ত ৬৭ বলে ১০১ রানে অপরাজিত থাকেন বিজয়। ইনিংসে ছিল ১০টি চার ও ৫টি ছক্কা।

শেষ দিকে ২১ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন খুলনার অধিনায়ক নুরুল হাসান সোহান। যার সৌজন্যে ৩ উইকেটে ১৮০ রানের স্কোর পায় তারা। ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন ঢাকার স্পিনার নাজমুল ইসলাম অপু।

১৮১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৩২ রানে তিন টপ অর্ডার জাওয়াদ আবরার (১১), রনি তালুকদার (৭) ও সাইফ হাসানের (১০) উইকেট হারায়। পঞ্চম উইকেটে ৮৭ রানের একটি জুটি গড়েন তাইবুর রহমান ও মাহিদুল ইসলাম অঙ্কন। ৫ ছক্কা ও ৩ চারে ৪১ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন তাইবুর। অঙ্কন অপরাজিত থাকেন ২৩ বলে ৪ ছক্কা ও ২ চারে ৪৩ রানে। খুলনার হয়ে জায়েদ উল্লাহ ৩টি উইকেট পান।

পঞ্চম রাউন্ড শেষে তিন হার ও দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে উঠেছে। এই ম্যাচের আগ পর্যন্ত টেবিলের সবার নিচে ছিল তারা। এই হারে ঢাকার অবস্থান এখন টেবিলে সবার নিচে। ৫ ম্যাচে চার হার ও একটি জয় তাদের।