Dhaka শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নভেম্বরের মাসসেরা হারিস রউফ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৪২:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ২২০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। দীর্ঘ ২২ বছর পর ম্যান ইন গ্রিনদের সিরিজ জয়ে দুর্দান্ত অবদান রেখেছেন হারিস রউফ। দারুণ অবদান রাখার স্বীকৃতিও পেয়েছেন পাকিস্তানের এই পেসার। আইসিসির নভেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি।

মাসসেরা হওয়ার দৌড়ে হারিস রউফের সঙ্গে আরও ছিলেন ভারতের পেসার জসপ্রীত বুমরা, দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন। তবে এ দুজনকে টপকে পুরস্কার জিতে নিয়েছেন রউফ। অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনি নিয়েছেন ১০ উইকেট।

অজিদের বিপক্ষে সিরিজে ১০ উইকেট নিয়ে সিরিজসেরা হওয়া ছাড়াও নভেম্বর মাসে সর্বোচ্চ ১৮টি উইকেট নিয়েছেন রউফ।

মেয়েদের ক্রিকেটে আইসিসির নভেম্বরের সেরা হয়েছেন ইংল্যান্ডের ড্যানিয়েলি ওয়াট হজ। হজের সঙ্গে মাসসেরা হওয়ার দৌড়ে আরও ছিলেন দক্ষিণ আফ্রিকার ন্যাডিন ডি ক্লার্ক ও বাংলাদেশের শারমিন আকতার সুপ্তা। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সুপ্তা ৭০.৩৩ গড়ে করেছেন ২১১ রান।

এদিকে মাসসেরা হওয়া হজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে দুটি ফিফটি সহ সর্বোচ্চ ১৪২ রান করেন। তার গড় ও স্ট্রাইকরেট ছিল ৭১ ও ১৬৩.২১।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নভেম্বরের মাসসেরা হারিস রউফ

প্রকাশের সময় : ০৯:৪২:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। দীর্ঘ ২২ বছর পর ম্যান ইন গ্রিনদের সিরিজ জয়ে দুর্দান্ত অবদান রেখেছেন হারিস রউফ। দারুণ অবদান রাখার স্বীকৃতিও পেয়েছেন পাকিস্তানের এই পেসার। আইসিসির নভেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি।

মাসসেরা হওয়ার দৌড়ে হারিস রউফের সঙ্গে আরও ছিলেন ভারতের পেসার জসপ্রীত বুমরা, দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন। তবে এ দুজনকে টপকে পুরস্কার জিতে নিয়েছেন রউফ। অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনি নিয়েছেন ১০ উইকেট।

অজিদের বিপক্ষে সিরিজে ১০ উইকেট নিয়ে সিরিজসেরা হওয়া ছাড়াও নভেম্বর মাসে সর্বোচ্চ ১৮টি উইকেট নিয়েছেন রউফ।

মেয়েদের ক্রিকেটে আইসিসির নভেম্বরের সেরা হয়েছেন ইংল্যান্ডের ড্যানিয়েলি ওয়াট হজ। হজের সঙ্গে মাসসেরা হওয়ার দৌড়ে আরও ছিলেন দক্ষিণ আফ্রিকার ন্যাডিন ডি ক্লার্ক ও বাংলাদেশের শারমিন আকতার সুপ্তা। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সুপ্তা ৭০.৩৩ গড়ে করেছেন ২১১ রান।

এদিকে মাসসেরা হওয়া হজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে দুটি ফিফটি সহ সর্বোচ্চ ১৪২ রান করেন। তার গড় ও স্ট্রাইকরেট ছিল ৭১ ও ১৬৩.২১।