Dhaka মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মাদারীপুর জেলা প্রতিনিধি : 

মাদারীপুরের শিবচর থেকে হত্যা মামলার পলাতক আসামি মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মাদবরকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে কুতুবপুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি তিনটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি।

শিবচর থানা ও গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার গুলশান, বাড্ডা ও বগুড়ার শিবগঞ্জ থানায় করা তিনটি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আতিকুর রহমানকে আসামি করা হয়। এ ছাড়া শিবচর থানায় গত ১৭ অক্টোবর দায়ের করা একটি মামলায় আতিকুরকে প্রধান আসামি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে আতিকুর কুতুবপুর এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে কুতুবপুর ইউনিয়ন পরিষদের পাশে একটি ঘর থেকে তাঁকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তার হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান মাদবরের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। তাঁকে ডিবি পুলিশ কুতুবপুর থেকে গ্রেফতার করেছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জেলার গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. শওকত জাহান বলেন, এজাহারভুক্ত আসামি ইউপি চেয়ারম্যান আতিকুরের বিরুদ্ধে তিনটি হত্যা, মারামারিসহ কয়েকটি মামলা হয়েছে। তাঁকে শিবচর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভারতীয় বিমানের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রকাশের সময় : ১০:০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

মাদারীপুর জেলা প্রতিনিধি : 

মাদারীপুরের শিবচর থেকে হত্যা মামলার পলাতক আসামি মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মাদবরকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে কুতুবপুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি তিনটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি।

শিবচর থানা ও গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার গুলশান, বাড্ডা ও বগুড়ার শিবগঞ্জ থানায় করা তিনটি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আতিকুর রহমানকে আসামি করা হয়। এ ছাড়া শিবচর থানায় গত ১৭ অক্টোবর দায়ের করা একটি মামলায় আতিকুরকে প্রধান আসামি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে আতিকুর কুতুবপুর এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে কুতুবপুর ইউনিয়ন পরিষদের পাশে একটি ঘর থেকে তাঁকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তার হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান মাদবরের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। তাঁকে ডিবি পুলিশ কুতুবপুর থেকে গ্রেফতার করেছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জেলার গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. শওকত জাহান বলেন, এজাহারভুক্ত আসামি ইউপি চেয়ারম্যান আতিকুরের বিরুদ্ধে তিনটি হত্যা, মারামারিসহ কয়েকটি মামলা হয়েছে। তাঁকে শিবচর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।