Dhaka মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে বিস্ফোরণে উড়ে গেলো শিশুর হাতের কবজি

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি : 

মুন্সিগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুরে ময়লার ভাগাড়ে পড়ে থাকা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণে সজিব (১২) নামে এক কিশোরের ডান হাতের কবজি থেকে আঙুল উড়ে গেছে। এছাড়া বাম হাত ও তলপেটে জখম হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

রোববার (৮ ডিসেম্বর) বেলা সোয়া ১২টার দিকে পৌরসভার দক্ষিণ ইসলামপুরের মিতু বেকারির সামনে রাস্তার পাশে ময়লার ভাগাড়ে এ ঘটনা ঘটে।

আহত সজিব নারায়ণগঞ্জ জেলার পাইকপাড়া এলাকার রাজু শেখের ছেলে।

স্থানীয়রা জানান, দক্ষিণ ইসলামের বেকারি এলাকায় বোতল কুড়াতে আসা এক কিশোর বিস্ফোরণে আহত হয়েছে।

আহত সজিব বলে, ময়লার বাগাড়ে সাদা বলের মতো একটি বস্তু পাই। পরে টান দিতে এটে ফেটে বিকট শব্দ হয়।

সজিবের বাবা রাজু শেখ বলেন, নারায়ণগঞ্জের পাইকপাড়া থেকে আমরা ভ্যানগাড়ি নিয়ে বোতল কুড়াতে মুন্সীগঞ্জে এসেছি। আমার সঙ্গে দুই ছেলে ছিল। কী বিস্ফোরণ হয়েছে বলতে পারছি না।

সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন বলেন, বোমা জাতীয় বস্তুর বিস্ফোরণে হাতের আঙুলগুলো উড়ে গেছে। গোপনাঙ্গেও আঘাত রয়েছে। অবস্থা খুব খারাপ। প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে রেফার করেছি।

সদর থানায় ভারপ্রাপ্ত (ওসি) সজিব দে বলেন, আমি বিষয়টা জানি না। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খতিয়ে দেখছি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের নতুন তালিকা প্রকাশ

মুন্সিগঞ্জে বিস্ফোরণে উড়ে গেলো শিশুর হাতের কবজি

প্রকাশের সময় : ০৪:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি : 

মুন্সিগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুরে ময়লার ভাগাড়ে পড়ে থাকা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণে সজিব (১২) নামে এক কিশোরের ডান হাতের কবজি থেকে আঙুল উড়ে গেছে। এছাড়া বাম হাত ও তলপেটে জখম হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

রোববার (৮ ডিসেম্বর) বেলা সোয়া ১২টার দিকে পৌরসভার দক্ষিণ ইসলামপুরের মিতু বেকারির সামনে রাস্তার পাশে ময়লার ভাগাড়ে এ ঘটনা ঘটে।

আহত সজিব নারায়ণগঞ্জ জেলার পাইকপাড়া এলাকার রাজু শেখের ছেলে।

স্থানীয়রা জানান, দক্ষিণ ইসলামের বেকারি এলাকায় বোতল কুড়াতে আসা এক কিশোর বিস্ফোরণে আহত হয়েছে।

আহত সজিব বলে, ময়লার বাগাড়ে সাদা বলের মতো একটি বস্তু পাই। পরে টান দিতে এটে ফেটে বিকট শব্দ হয়।

সজিবের বাবা রাজু শেখ বলেন, নারায়ণগঞ্জের পাইকপাড়া থেকে আমরা ভ্যানগাড়ি নিয়ে বোতল কুড়াতে মুন্সীগঞ্জে এসেছি। আমার সঙ্গে দুই ছেলে ছিল। কী বিস্ফোরণ হয়েছে বলতে পারছি না।

সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন বলেন, বোমা জাতীয় বস্তুর বিস্ফোরণে হাতের আঙুলগুলো উড়ে গেছে। গোপনাঙ্গেও আঘাত রয়েছে। অবস্থা খুব খারাপ। প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে রেফার করেছি।

সদর থানায় ভারপ্রাপ্ত (ওসি) সজিব দে বলেন, আমি বিষয়টা জানি না। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খতিয়ে দেখছি।