Dhaka বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আহত সেই ছাত্রলীগ নেত্রী হাসপাতালে ভর্তি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৫:৪৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
  • ১৯১ জন দেখেছেন

আহত সেই ছাত্রলীগ নেত্রী হাসপাতালে ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সংসদের সাবেক এজিএস ফাগুনী দাস তন্বী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। নিজ সংগঠনের সিনিয়র নেত্রীদের হাতে মারধরের শিকার ছাত্রলীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক । তিনি বর্তমানে রাজধানীর গ্রীন রোডের সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার খোঁজ নিয়ে জানা যায়, তিনি ভালো নেই। সারা শরীরে জখম রয়েছে তার। চিকিৎসকরা বলেছেন, চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলার চেষ্টা চলছে। তবে সময় লাগবে।

গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে নিজের সংগঠনের দুই নেত্রী ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি ও শামসুন নাহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেসমিন শান্তা তন্বিকে ডেকে নিয়ে মারধর করেন।

আরও পড়ুন : তিস্তা পানি বণ্টন অচিরেই হতে পারে: সেতুমন্ত্রী

মারধরের শিকার ফাল্গুনী দাস তন্বী বলেন, মারধরের পর হাসপাতালে গেলে এক চিকিৎসক তাকে জানান, শরীরে জখম তাকে ভোগাবে। তার অবস্থা তেমন ভালো নয়। এরপর তিনি গ্রীন রোডের সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন।

তিনি বলেন, পুরো শরীরে জখমের কারণে তীব্র ব্যথা হয়েছে। শক্ত কানো খাবার খেতে পারছেন না তিনি, বাধ্য হয়ে লিক্যুইড খাবার খেতে হচ্ছে তাকে। সুস্থ হতে সময় লাগবে।

এদিকে তাকে মারধরের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা সমালোচনা চলছে। ঘটনার তিন দিন অতিবাহিত হলেও মারধরকারী ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি ও শামসুন নাহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেসমিন শান্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আহত সেই ছাত্রলীগ নেত্রী হাসপাতালে ভর্তি

প্রকাশের সময় : ০৫:৪৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সংসদের সাবেক এজিএস ফাগুনী দাস তন্বী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। নিজ সংগঠনের সিনিয়র নেত্রীদের হাতে মারধরের শিকার ছাত্রলীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক । তিনি বর্তমানে রাজধানীর গ্রীন রোডের সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার খোঁজ নিয়ে জানা যায়, তিনি ভালো নেই। সারা শরীরে জখম রয়েছে তার। চিকিৎসকরা বলেছেন, চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলার চেষ্টা চলছে। তবে সময় লাগবে।

গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে নিজের সংগঠনের দুই নেত্রী ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি ও শামসুন নাহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেসমিন শান্তা তন্বিকে ডেকে নিয়ে মারধর করেন।

আরও পড়ুন : তিস্তা পানি বণ্টন অচিরেই হতে পারে: সেতুমন্ত্রী

মারধরের শিকার ফাল্গুনী দাস তন্বী বলেন, মারধরের পর হাসপাতালে গেলে এক চিকিৎসক তাকে জানান, শরীরে জখম তাকে ভোগাবে। তার অবস্থা তেমন ভালো নয়। এরপর তিনি গ্রীন রোডের সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন।

তিনি বলেন, পুরো শরীরে জখমের কারণে তীব্র ব্যথা হয়েছে। শক্ত কানো খাবার খেতে পারছেন না তিনি, বাধ্য হয়ে লিক্যুইড খাবার খেতে হচ্ছে তাকে। সুস্থ হতে সময় লাগবে।

এদিকে তাকে মারধরের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা সমালোচনা চলছে। ঘটনার তিন দিন অতিবাহিত হলেও মারধরকারী ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি ও শামসুন নাহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেসমিন শান্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।