Dhaka শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইউরোপ সফরে গেলেন পররাষ্ট্রসচিব

নিজস্ব প্রতিবেদক : 

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন চেক প্রজাতন্ত্র, জার্মানি ও বসনিয়া-হার্জেগোভিনা সফরে গেছেন। পাঁচদিনের সফরে রোববার (১ ডিসেম্বর) সকালে ঢাকা ছাড়েন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ২-৫ ডিসেম্বর প্রাগ, বার্লিন ও সারায়েভো সফর করবেন পররাষ্ট্রসচিব। ২-৩ ডিসেম্বর প্রাগে থাকবেন। প্রাগে সফরকালে তিনি বাংলাদেশ ও চেক প্রজাতন্ত্রের মধ্যে অনুষ্ঠেয় প্রথম দ্বিপক্ষীয় পরামর্শক সভায় ঢাকার পক্ষে নেতৃত্ব দেবেন।

আগামী ৩ ডিসেম্বর প্রাগ থেকে বার্লিন যাবেন পররাষ্ট্রসচিব। তিনি বার্লিনের বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করবেন। সবশেষ পররাষ্ট্রসচিব যাবেন বসনিয়া-হার্জেগোভিনা। আগামী ৪-৫ ডিসেম্বর তিনি বসনিয়া-হার্জেগোভিনা সফরে থাকবেন।

সফরকালে পররাষ্ট্রসচিব বাংলাদেশ ও বসনিয়া-হার্জেগোভিনার মধ্যে অনুষ্ঠেয় প্রথম দ্বিপক্ষীয় পরামর্শক সভায় ঢাকার পক্ষে নেতৃত্ব দেবেন।

পেশাদার কূটনীতিক জসীম উদ্দিন পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম অ্যাসাইনমেন্টে নিউইয়র্ক ও ওয়াশিংটন সফর করেন। এরপর দ্বিতীয় অ্যাসাইনমেন্টে জসীম উদ্দিন অক্টোবরে মস্কো সফর করেন। তিনি রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সেনাবাহিনীর সমর্থন না থাকলে এই সরকার টিকবে না : ফরহাদ মজহার

ইউরোপ সফরে গেলেন পররাষ্ট্রসচিব

প্রকাশের সময় : ০৮:৪৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন চেক প্রজাতন্ত্র, জার্মানি ও বসনিয়া-হার্জেগোভিনা সফরে গেছেন। পাঁচদিনের সফরে রোববার (১ ডিসেম্বর) সকালে ঢাকা ছাড়েন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ২-৫ ডিসেম্বর প্রাগ, বার্লিন ও সারায়েভো সফর করবেন পররাষ্ট্রসচিব। ২-৩ ডিসেম্বর প্রাগে থাকবেন। প্রাগে সফরকালে তিনি বাংলাদেশ ও চেক প্রজাতন্ত্রের মধ্যে অনুষ্ঠেয় প্রথম দ্বিপক্ষীয় পরামর্শক সভায় ঢাকার পক্ষে নেতৃত্ব দেবেন।

আগামী ৩ ডিসেম্বর প্রাগ থেকে বার্লিন যাবেন পররাষ্ট্রসচিব। তিনি বার্লিনের বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করবেন। সবশেষ পররাষ্ট্রসচিব যাবেন বসনিয়া-হার্জেগোভিনা। আগামী ৪-৫ ডিসেম্বর তিনি বসনিয়া-হার্জেগোভিনা সফরে থাকবেন।

সফরকালে পররাষ্ট্রসচিব বাংলাদেশ ও বসনিয়া-হার্জেগোভিনার মধ্যে অনুষ্ঠেয় প্রথম দ্বিপক্ষীয় পরামর্শক সভায় ঢাকার পক্ষে নেতৃত্ব দেবেন।

পেশাদার কূটনীতিক জসীম উদ্দিন পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম অ্যাসাইনমেন্টে নিউইয়র্ক ও ওয়াশিংটন সফর করেন। এরপর দ্বিতীয় অ্যাসাইনমেন্টে জসীম উদ্দিন অক্টোবরে মস্কো সফর করেন। তিনি রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।