Dhaka রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

যে সংগঠনের অনুমোদনই নাই, সেটা নিষিদ্ধ করার কী আছে : মান্না

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৩:৩২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ১৯৪ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ইসকন কি কোনো সংগঠন? এর কি অনুমোদন আছে? যেটার অনুমোদনই নেই সেটাকে আবার নিষিদ্ধ করার কী আছে?

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ হলে প্রফেসর কে. আলী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “নতুন বাংলাদেশ: যেভাবে বাংলাদেশ আগাচ্ছে এবং নাগরিক প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, সেনাবাহিনী দিয়ে কখনোই দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ঠিক করা সম্ভব না। পুলিশ যতক্ষণ পর্যন্ত ঠিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত শৃঙ্খলা ফিরে আসবে না এবং বিশৃঙ্খল পরিবেশে নির্বাচনে যাওয়াও সম্ভব না।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, আওয়ামী লীগ এতো অন্যায় করেছে যে ভারতে আশ্রয় নিলেও সে ছাড় পাবে না। দমন-পীড়নের অভিযোগে যদি মিয়ানমারের প্রধান সেনাপতিকে আন্তর্জাতিক আদালতে ডাকা হয়, তবে শেখ হাসিনাকেও ডাকা হবে। শেখ হাসিনা তার থেকে কম মানুষ হত্যা করেনি।

তিনি বলেন, আমার দেশের ইসকন বা হিন্দুদের নিয়ে ভারতের এতো মাথা ব্যথা কেন। আগে শেখ হাসিনা ভারতের পা ধুয়ে পানি খেতো। এখন আমরা তাদের দিকে পা বাড়াই না।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেয়ায় ভারতের সমালোচনাও করে তিনি বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে খুব বাজে কাজ করেছে ভারত।

সাম্প্রতিক ইসকন ইস্যু নিয়ে মান্না বলেন, নরেন্দ্র মোদি-শেখ হাসিনা-ইসকন তারা সবাই মিলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। ইসকনদের ছেড়ে দিলে হবে না। আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যার ঘটনায় অন্তর্র্বতী সরকাররে প্রতি দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান তিনি।

এসময় আওয়ামী লীগের রাজনৈতিক কামব্যাক এক রকম অসম্ভব উল্লেখ করে মান্না বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনও রাজনীতি করতে পারবে না।

প্রফেসর ড. শেখ আকরাম আলীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর আবুল লতিফ মাসুম প্রমুখ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কেয়ামত পর্যন্ত জামায়াত ক্ষমতায় আসতে পারবে না : গয়েশ্বর

যে সংগঠনের অনুমোদনই নাই, সেটা নিষিদ্ধ করার কী আছে : মান্না

প্রকাশের সময় : ০৩:৩২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ইসকন কি কোনো সংগঠন? এর কি অনুমোদন আছে? যেটার অনুমোদনই নেই সেটাকে আবার নিষিদ্ধ করার কী আছে?

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ হলে প্রফেসর কে. আলী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “নতুন বাংলাদেশ: যেভাবে বাংলাদেশ আগাচ্ছে এবং নাগরিক প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, সেনাবাহিনী দিয়ে কখনোই দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ঠিক করা সম্ভব না। পুলিশ যতক্ষণ পর্যন্ত ঠিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত শৃঙ্খলা ফিরে আসবে না এবং বিশৃঙ্খল পরিবেশে নির্বাচনে যাওয়াও সম্ভব না।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, আওয়ামী লীগ এতো অন্যায় করেছে যে ভারতে আশ্রয় নিলেও সে ছাড় পাবে না। দমন-পীড়নের অভিযোগে যদি মিয়ানমারের প্রধান সেনাপতিকে আন্তর্জাতিক আদালতে ডাকা হয়, তবে শেখ হাসিনাকেও ডাকা হবে। শেখ হাসিনা তার থেকে কম মানুষ হত্যা করেনি।

তিনি বলেন, আমার দেশের ইসকন বা হিন্দুদের নিয়ে ভারতের এতো মাথা ব্যথা কেন। আগে শেখ হাসিনা ভারতের পা ধুয়ে পানি খেতো। এখন আমরা তাদের দিকে পা বাড়াই না।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেয়ায় ভারতের সমালোচনাও করে তিনি বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে খুব বাজে কাজ করেছে ভারত।

সাম্প্রতিক ইসকন ইস্যু নিয়ে মান্না বলেন, নরেন্দ্র মোদি-শেখ হাসিনা-ইসকন তারা সবাই মিলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। ইসকনদের ছেড়ে দিলে হবে না। আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যার ঘটনায় অন্তর্র্বতী সরকাররে প্রতি দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান তিনি।

এসময় আওয়ামী লীগের রাজনৈতিক কামব্যাক এক রকম অসম্ভব উল্লেখ করে মান্না বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনও রাজনীতি করতে পারবে না।

প্রফেসর ড. শেখ আকরাম আলীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর আবুল লতিফ মাসুম প্রমুখ।