Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রেকর্ড গড়ে আইরিশদের হারাল বাংলাদেশের মেয়েরা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:২৬:২১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • ২৩৩ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে রেকর্ড গড়া এক জয় তুলে নিল টাইগ্রেসরা। আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে শুরুতে ব্যাট হাতে দাপট দেখালেন বাংলাদেশের ব্যাটাররা। এরপর বোলিংয়েও বাজিমাত। তার পথ ধরে বাংলাদেশ জিতল ১৫৪ রানে। যা কীনা বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে সবোর্চ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড!

বুধবার (২৭ নভেম্বর) সকালে মিরপুরে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান করে।এরপর বল হাতে নিয়ে শ্রেফ উড়িয়ে দিল প্রতিপক্ষকে। ২৮.৫ ওভারে অলআউট হয়ে ৯৮ রানে তুলে আয়ারল্যান্ড।

২৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভুগেছে আয়ারল্যান্ড। ইনিংসের তৃতীয় ওভারেই বাংলাদেশকে জোড়া ব্রেকথ্রু এনে দেন মারুফা আক্তার। ১০ রানে ২ উইকেট হারানোর পর সারা ফোর্বস ও ওরলা পেন্ডারগাস্টের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আইরিশরা।

১৯ রান করে ওরলা সাজঘরে ফিরলে ভাঙে ৩৮ রানের তৃতীয় উইকেট জুটি। এটাই ছিল ইনিংসে তাদের সর্বোচ্চ রানের জুটি। এরপর সারা ২৫ রানে সাজঘরে ফিরলে আইরিশদের আসা-যাওয়ার মিছিল শুরুর হয়। লরা ডেনালির ২২ রান ছাড়া আর কেউই বলার মতো কোনো রান করতে পারেনি।

বাংলাদেশের হয়ে ২৩ রানে ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার সুলতানা খাতুন। তাছাড়া ২টি করে উইকেট শিকার করেছেন মারুফা আক্তার ও নাহিদা আক্তার।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার ফারজানা পিংকি-মুর্শিদা খাতুন শুরুটা করেছিলেন দেখেশুনে। সকালের সুইং-মুভমেন্টও বেশ কাজে লাগিয়েছেন আইরিশ পেসাররা। ধীরগতির ব্যাটিংয়ে দলীয় পঞ্চাশ পেরিয়েছে ১৭ ওভারে। এর আগে বেশ কয়েকটা ক্যাচের সুযোগ হাতছাড়া করার পরে আয়ারল্যান্ড প্রথম সাফল্য পায় ১৯ তম ওভারে। লরা ডিলানির বলে কভারে ক্যাচ দিয়ে ফিরে যান মুর্শিদা।

তিন নম্বরে নেমে সুপ্তা শুরু থেকেই করেন আগ্রাসী ব্যাটিং। উইকেটের চারপাশে অনবদ্য স্ট্রোকপ্লেতে ছড়িই ঘুরিয়েছেন আইরিশ বোলারদের ওপর। একটা সময় তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল, ফারজানা পিংকির আগেও হয়তো ফিফটি ছুঁয়ে ফেলবেন তিনি। অবশ্য ফারজানার পরেই তিনি ফিফটি ছুঁয়েছেন, ৪১ বলে।

দুই প্রান্তে ফারজানা আর সুপ্তার দুই মেরুর ব্যাটিং করলেও দলের রানের চাকা ছিল সচল। তৃতীয় উইকেটে দুজন ১০৩ বলে গড়েন ১০৪ রানের জুটি। ১১-তম ফিফটি ছুঁয়ে পিংকি বিদায় নিলে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সাথেও গড়েন ৬১ রানের জুটি। সার্জেন্টের প্রথম শিকার হয়ে জ্যোতি ফেরার পরেও অন্য প্রান্তে অটল ছিলেন সুপ্তা।

তবে ৪৯-তম ওভারের শেষ বলে লং অফে ক্যাচ দিয়ে ফেরার আগে খানিকটা ধীরগতিতেই ব্যাট করেছেন তিনি। যদিও ৭৭ রানে স্কয়ার কাট খেলতে গিয়ে পয়েন্টে জীবন পেয়েছেন তিনি। ৮৬ থেকে ৯০-এর ঘরে গিয়েছিলেন লং অন দিয়ে একটা চার মেরে। কিন্তু লম্বা সময় ব্যাটিংয়ের ক্লান্তিও পেয়ে বসে তাকে। টানা দুটো ডাবল নেয়ার পর বেশ সময় নিয়েই খেলেছেন শেষ দুটো বল। ফ্রেয়া সার্জেন্টের ফুল লেংথের ঝুলিয়ে দেয়া বলে খেলা শটেও পড়েছে এর প্রভাব, ধরা পড়েছেন লং অফে আর্লেন কেলির হাতে। ৮৯ বলে ১৪ চারের মারে সুপ্তা ফিরেছেন ক্যারিয়ার সেরা ৯৬ রানে।

আইরিশদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ফ্রেয়া। ১টি করে উইকেট নেন লাউরা ডিলানি ও অ্যামি মাগুইর।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

রেকর্ড গড়ে আইরিশদের হারাল বাংলাদেশের মেয়েরা

প্রকাশের সময় : ০৪:২৬:২১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে রেকর্ড গড়া এক জয় তুলে নিল টাইগ্রেসরা। আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে শুরুতে ব্যাট হাতে দাপট দেখালেন বাংলাদেশের ব্যাটাররা। এরপর বোলিংয়েও বাজিমাত। তার পথ ধরে বাংলাদেশ জিতল ১৫৪ রানে। যা কীনা বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে সবোর্চ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড!

বুধবার (২৭ নভেম্বর) সকালে মিরপুরে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান করে।এরপর বল হাতে নিয়ে শ্রেফ উড়িয়ে দিল প্রতিপক্ষকে। ২৮.৫ ওভারে অলআউট হয়ে ৯৮ রানে তুলে আয়ারল্যান্ড।

২৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভুগেছে আয়ারল্যান্ড। ইনিংসের তৃতীয় ওভারেই বাংলাদেশকে জোড়া ব্রেকথ্রু এনে দেন মারুফা আক্তার। ১০ রানে ২ উইকেট হারানোর পর সারা ফোর্বস ও ওরলা পেন্ডারগাস্টের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আইরিশরা।

১৯ রান করে ওরলা সাজঘরে ফিরলে ভাঙে ৩৮ রানের তৃতীয় উইকেট জুটি। এটাই ছিল ইনিংসে তাদের সর্বোচ্চ রানের জুটি। এরপর সারা ২৫ রানে সাজঘরে ফিরলে আইরিশদের আসা-যাওয়ার মিছিল শুরুর হয়। লরা ডেনালির ২২ রান ছাড়া আর কেউই বলার মতো কোনো রান করতে পারেনি।

বাংলাদেশের হয়ে ২৩ রানে ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার সুলতানা খাতুন। তাছাড়া ২টি করে উইকেট শিকার করেছেন মারুফা আক্তার ও নাহিদা আক্তার।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার ফারজানা পিংকি-মুর্শিদা খাতুন শুরুটা করেছিলেন দেখেশুনে। সকালের সুইং-মুভমেন্টও বেশ কাজে লাগিয়েছেন আইরিশ পেসাররা। ধীরগতির ব্যাটিংয়ে দলীয় পঞ্চাশ পেরিয়েছে ১৭ ওভারে। এর আগে বেশ কয়েকটা ক্যাচের সুযোগ হাতছাড়া করার পরে আয়ারল্যান্ড প্রথম সাফল্য পায় ১৯ তম ওভারে। লরা ডিলানির বলে কভারে ক্যাচ দিয়ে ফিরে যান মুর্শিদা।

তিন নম্বরে নেমে সুপ্তা শুরু থেকেই করেন আগ্রাসী ব্যাটিং। উইকেটের চারপাশে অনবদ্য স্ট্রোকপ্লেতে ছড়িই ঘুরিয়েছেন আইরিশ বোলারদের ওপর। একটা সময় তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল, ফারজানা পিংকির আগেও হয়তো ফিফটি ছুঁয়ে ফেলবেন তিনি। অবশ্য ফারজানার পরেই তিনি ফিফটি ছুঁয়েছেন, ৪১ বলে।

দুই প্রান্তে ফারজানা আর সুপ্তার দুই মেরুর ব্যাটিং করলেও দলের রানের চাকা ছিল সচল। তৃতীয় উইকেটে দুজন ১০৩ বলে গড়েন ১০৪ রানের জুটি। ১১-তম ফিফটি ছুঁয়ে পিংকি বিদায় নিলে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সাথেও গড়েন ৬১ রানের জুটি। সার্জেন্টের প্রথম শিকার হয়ে জ্যোতি ফেরার পরেও অন্য প্রান্তে অটল ছিলেন সুপ্তা।

তবে ৪৯-তম ওভারের শেষ বলে লং অফে ক্যাচ দিয়ে ফেরার আগে খানিকটা ধীরগতিতেই ব্যাট করেছেন তিনি। যদিও ৭৭ রানে স্কয়ার কাট খেলতে গিয়ে পয়েন্টে জীবন পেয়েছেন তিনি। ৮৬ থেকে ৯০-এর ঘরে গিয়েছিলেন লং অন দিয়ে একটা চার মেরে। কিন্তু লম্বা সময় ব্যাটিংয়ের ক্লান্তিও পেয়ে বসে তাকে। টানা দুটো ডাবল নেয়ার পর বেশ সময় নিয়েই খেলেছেন শেষ দুটো বল। ফ্রেয়া সার্জেন্টের ফুল লেংথের ঝুলিয়ে দেয়া বলে খেলা শটেও পড়েছে এর প্রভাব, ধরা পড়েছেন লং অফে আর্লেন কেলির হাতে। ৮৯ বলে ১৪ চারের মারে সুপ্তা ফিরেছেন ক্যারিয়ার সেরা ৯৬ রানে।

আইরিশদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ফ্রেয়া। ১টি করে উইকেট নেন লাউরা ডিলানি ও অ্যামি মাগুইর।