নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মুগদায় সড়ক দুর্ঘটনায় সোলাইমান হৃদয় (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কাভার্ডভ্যানের চাপায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বুধবার (২৭ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেন পুলিশ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় উদ্ধার করে ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সোলাইমানের শ্যালক মতিউর রহমান জানান, মুগদার মান্দায় নিজস্ব বাড়ি সোলাইমানের। তবে বর্তমানে খিলগাঁও মেম্বার গলিতে পরিবার নিয়ে ভাড়া থাকেন। মুগদার মান্ডা মনকা বাজারের দোকান মালিক সোলাইমান। রাতে নিজের মোটরসাইকেল চালিয়ে সেখান থেকেই খিলগাঁওয়ের বাসায় ফিরছিলেন। ফেরার পথে মুগদা আইডিয়াল স্কুলের পাশের রাস্তায় একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে চলে যায় বলে জানতে পারেন তিনি। পরে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে থেকে সোলাইমানকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে ওই ব্যক্তিকে পথচারীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পথচারীরা জানান, কাভার্ড ভ্যানের ধাক্কায় আহত হয়েছিল। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।